জানুয়ারি ১৭, ২০২১ ১৭:০৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৭ জানুয়ারি রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • কাকরাইলে মা ছেলে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড-প্রথম আলো
  • দুর্বল নেতৃত্ব বিএনপিকে ভোটের রাজনীতি থেকে পিছিয়ে দিচ্ছে-কাদের-যুগান্তর
  • এমসি কলেজে ধর্ষণ, ৮ জনকে আসামি করে চার্জ গঠন- দৈনিক ইত্তেফাক
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী- সমকাল
  • টিকার অগ্রাধিকারের তালিকা নিয়ে প্রশ্ন-কালের কণ্ঠ
  • ভারত-চীন যুদ্ধ পারমাণবিক যুদ্ধ হলে ধ্বংস হবে পৃথিবী-দৈনিক মানবজমিন
  • ইন্টারপোলের রেড অ্যালার্ট তালিকায় ৭৮ বাংলাদেশি-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

  • অক্ষুণ্ণ মোদি ম্যাজিক! ফের প্রধানমন্ত্রী হিসেবে তাঁকেই চায় দেশবাসী, ধারেকাছে নেই রাহুল-দৈনিক সংবাদ প্রতিদিন
  • -দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • কৃষক বিক্ষোভে সমর্থকদের সমন এনআইএ–র, ক্ষুব্ধ এনডিএ–র প্রাক্তন শরিক অকালি দল-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

বাংলাদেশ ভারতসহ বিশ্বমিডিয়ার প্রধান খবর- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি এবং জো বাইডেনের শপথ।

এ সম্পর্কে দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে মার্কিন ৫০ রাজ্যে সংঘাতের শঙ্কা, সতর্কতা জারি। সমকালের খবরে বলা হয়েছে, জো বাইডেনের শপথ ঘিরে সশস্ত্র বিক্ষোভের শঙ্কায় যুক্তরাষ্ট্রজুড়ে সতর্কতা। দৈনিক মানবজমিনের খবর- ট্রাম্পকে সামরিক শাসন জারি করতে বলেছিলেন সমর্থক! তবে যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, অভিষেকের দিনেই ডজনখানেক নির্বাহী আদেশে সই করবেন জো বাইডেন।

নিরাপত্তার ঘেরাটোপে হোয়াইট হাউজ

দৈনিকগুলোর সতর্কতা জারি সম্পর্কিত খবরে লেখা হয়েছে, নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি ও ৫০ টি রাজ্যে সশস্ত্র বিক্ষোভের শঙ্কা দেখা দিয়েছে। এনিয়ে এসব রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।আগামী বুধবার ২০ জানুয়ারি ক্যাপিটল হিলে বাইডেনের শপথ অনুষ্ঠান।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সংঘাত এড়াতে বিভিন্ন রাজ্যে জাতীয় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই ৫০ টি রাজ্যে ট্রাম্প সমর্থকরা সশস্ত্র বিক্ষোভ চালাতে পারে বলে সতর্ক করেছেন।

সংঘাত এড়াতে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ম্যারিল্যান্ড, মেক্সিকো এবং ইউটা অঙ্গরাজ্যের গভর্নর জরুরি অবস্থা জারি করেছে।

এছাড়া ক্যালিফোর্নিয়া, পেনিসিলভেনিয়া, মিশিগান, ভার্জিনিয়া, ওয়াশিংটন এবং উইসকনসিনে জাতীয় নিরাপত্তা রক্ষী মোতায়েন করছে। এবং টেক্সাস শনিবার থেকে বাইডেনের শপথ অনুষ্ঠান পর্যন্ত তার রাজধানী বন্ধ রাখছে।

টেক্সাসের জননিরাপত্তা বিভাগের পরিচালক জানিয়েছে, সহিংস উগ্রপন্থীরা অপরাধমূলক সংঘাত চালানোর জন্য পরিকল্পিত বিক্ষোভ অনুপ্রবেশ করতে পারে।

গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল ভবনে নজিরবিহীন হামলা চালিয়েছে ট্রাম্প সমর্থকরা। সংঘাতে পাঁচ জন নিহত হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত শতাধিক লোককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এনিয়ে তদন্ত চলছে।

এমসি কলেজে ধর্ষণ: ৮ জনকে আসামি করে চার্জ গঠন -মানবজমিনসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার ৮ জনকে আসামি করে রবিবার সকালে চার্জ গঠন করেছেন আদালত। এই চার্জ গঠনের মধ্যদিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।এদিকে আজ আদালতে দুই আসামির জামিন ও তিন আসামিকে ডিসচার্জ আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন বলেও জানান তিনি।গত ১২ জানুয়ারি সিলেট এমসি ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার অভিযোগপত্র গ্রহণ করে আজ রবিবার চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেন আদালত।

বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ–৩ আসনের সাংসদ এম এ মান্নান প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে সরকারের নানা সাফল্য, করোনা মোকাবেলায় ভূমিকা, অর্থবাজারসহ নানা বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, মানতেই হবে, এখন দুর্নীতির একটা জোয়ার উঠেছে। আমি মনে করি, দুর্নীতি কমাতে বড় বড় দুর্নীতিবাজকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি। তাহলে অন্যরা সতর্ক হবে।দেশে এখন চাল আমদানি করতে হলো। এর কারণ কি ঘাটতি? কিছুদিন আগে কৃষিমন্ত্রী চাল রপ্তানির কথা বলেছিলেন। এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,এটা আমাদের বাজার ব্যবস্থাপনার দুর্বলতা। মাঝেমধ্যে এ ঘটনা ঘটে। এই ধরুন, পেঁয়াজ, আলু একেকটা সময়ে সমস্যা দেখা দেয়। সংগ্রহ ও বিতরণে এক অদৃশ্য শক্তি আছে। বাজার ব্যবস্থাপনা আরও সুসংহত করতে হবে।

‘দুর্বল নেতৃত্ব বিএনপিকে ভোটের রাজনীতি থেকে পিছিয়ে দিচ্ছে’-যুগান্তর

নেতৃত্বের দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতিই বিএনপিকে ভোটের রাজনীতি থেকে দিন দিন পিছিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি বলেন, তারা জনগণের কাছে ভোট না চেয়ে সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচারকেই ব্রত হিসেবে নিয়েছেন, যা প্রকারান্তরে তাদের রাজনৈতিক অস্তিত্বকে দুর্বল করে তুলছে। ওবায়দুল কাদের রোববার সকালে তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

পৌরসভা ভোট নিয়ে দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, ভোটে সন্তুষ্ট ইসি। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, ‘পৌরসভা নির্বাচনের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।কিছু ক্ষেত্রে সহিংসতার ঘটনা সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব উল্লেখ করেন, ‘দুই একটি ঘটনা যা ঘটেছে তা একেবারেই নগণ্য বলা যেতে পারে।তার মতে, ‘সাড়ে ৬০০ ভোট কেন্দ্রের মধ্যে দুয়েকটি কেন্দ্রে সহিংসতার তথ্য পেয়েছি। এটি বড় কিছু নয়। আর আমাদের দেশে সহিংসতা কোনো নির্বাচনে হয় না? সব নির্বাচনেই কমবেশি হয়ে থাকে।’

এদিকে,জাতীয় নির্বাচনের মতো পৌর নির্বাচনেও ভোট কেন্দ্র ক্ষমতাসীনদের দখলেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।নির্বাচনী ব্যবস্থাকে সরকার সম্পূর্ণ ধবংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন খন্দকার মোশাররফ। আর কালের কণ্ঠের একটি শিরোনাম এরকম যে, নৌকায় সিল মাইরা ব্যালট দিয়া যান।

ভারত-চীন পারমাণবিক যুদ্ধ হলে ধ্বংস হবে পৃথিবী-মানবজমিন

পারমাণবিক যুদ্ধ। তা সে যত ছোট আকারেই হোক না কেন, এর ক্ষতিকর প্রভাব কিন্তু ততটা ছোট নয়। ভারত ও চীনের মধ্যে অনুমেয় এমন একটি যুদ্ধ হতে পারে সবচেয়ে বড় আকারে এবং তা হতে পারে এশিয়ার জন্য সবচেয়ে ধ্বংসাত্মক। এই দুই দেশের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে ইন্দো-প্যাসিফিক অঞ্চল আন্দোলিত হবে। এর ফলে উভয় পক্ষে হাজার হাজার মানুষ মারা যাবে। বৈশ্বিক অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি হবে। এক্ষেত্রে ভৌগোলিক এবং জনসংখ্যাতত্ত্বের দিক দিয়েও একটি ব্যতিক্রমী ভূমিকা থাকবে। এসব কারণে যুদ্ধ হলেও তা হতে পারে সীমিত পরিসরে। এ প্রতিবেদনে উভয় দেশ পরমাণু যুদ্ধে জড়াবে না কেন তা তুলে ধরো হয়েছে এবং দেশ দুটির মধ্যে সংকট  ও শুক্তির বিষয়ও তুলে ধরা হয়েছে। তবে উপসংহারে লেখা হয়েছে, তারপরও ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হতে পারে সবচেয়ে খারাপ, নৃশংস এবং স্বল্পমেয়াদী। এর ফলে বিশ্ব অর্থনীতির ভয়াবহ এক ক্ষতি হতে পারে। ক্ষমতার ভারসাম্য এবং ভৌগোলিক বিষয়াদির প্রেক্ষিতে এ কথা বলা যায়, দুই দেশ ঠুনকো কারণে যুদ্ধে জড়াবে না। তারা এটা বুঝতে পেরেছে। এ জন্যই ৫০ বছরের বেশি সময় তারা যুদ্ধে জড়ায় নি।

ইন্টারপোলের রেড অ্যালার্ট তালিকায় ৭৮ বাংলাদেশি-বাংলাদেশ প্রতিদিন

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন- ইন্টারপোলের রেড অ্যালার্ট তালিকায় আছে বাংলাদেশের ৭৮ নাগরিক। তাদের মধ্যে দুই মানবপাচারকারীকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। গত বছর লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের পর মানবপাচারকারীদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা চায় বাংলাদেশ। তাদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশের আন্তর্জাতিক এই সংস্থা। এর মধ্যে দু’জন গ্রেফতার হয়েছে। দৈনিকটির অন্য একটি খবরে লেখা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করায় স্পেনে লিটন আরিফুজ্জামান ভুঁইয়া নামে এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত: 

অক্ষুণ্ণ মোদি ম্যাজিক! ফের প্রধানমন্ত্রী হিসেবে তাঁকেই চায় দেশবাসী, ধারেকাছে নেই রাহুল

দেশের অর্থনীতি রীতিমতো সংকটে। করোনা আবহে বাড়ছে বেকারত্ব। চিনের সঙ্গে সম্পর্কও তৈরি করছে নতুন চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতেও কিন্তু এতটুকু টোল খায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) জনপ্রিয়তা। এখনও তাঁকেই প্রধানমন্ত্রীর মসনদে দেখতে চায় সংখ্যাগরিষ্ঠ ভারতীয়ই। ব্যতিক্রম নয় বাংলাও। সেখানেও মোদির জনপ্রিয়তা আকাশছোঁয়া। অন্তত একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সমীক্ষা তেমনটাই ইঙ্গিত করছে। সারা দেশের সমস্ত লোকসভা কেন্দ্রের ৩০ হাজারেরও বেশি মানুষের উপরে এই সমীক্ষা করা হয়েছে।

 ‘আইএএনএস-সি ভোটার স্টেট অফ দ্য নেশন’-এর সাম্প্রতিক সমীক্ষা বলছে, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে এখনও সিংহভাগ মানুষের প্রথম পছন্দ নরেন্দ্র মোদি। দেশের ৫৯.২২ শতাংশ মানুষ মনে করছেন মোদির নেতৃত্বেই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে আত্মনির্ভর হতে পারে ভারত। দ্বিতীয় স্থানে থাকা রাহুল গান্ধী (Rahul Gandhi) অনেক পিছিয়ে। তাঁর পক্ষে সায় কেবল ২৫.৬২ শতাংশ মানুষের।

দৈনিক সংবাদ প্রতিদিনের খবর-PM CARES তহবিল নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না! এবার এই তহবিলের তথ্য প্রকাশের দাবি জানালেন ১০০ জন প্রাক্তন আমলা। এ নিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন তাঁরা।

অন্যদিকে, বিভিন্ন দৈনিকে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গবাসী মমতা বন্দোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা সি ভোটারের ওপিনিয়ন পোলে এই তথ্যই উঠে এসেছে।

কৃষক বিক্ষোভে সমর্থকদের সমন এনআইএ–র, ক্ষুব্ধ এনডিএ–র প্রাক্তন শরিক অকালি দল-দৈনিক আজকাল

 নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ নিয়ে ৪০ জনকে জেরা করবে এনআইএ। তাঁদের মধ্যে রয়েছেন কৃষক আন্দোলনে সমর্থনকারী দু’জনও। পাঞ্জাবি অভিনেতা দীপ সিধু এবং কৃষক নেতা বলবীর সিং সিরসাকেও সমন পাঠাল এনআইএ। এতেই চটেছে পাঞ্জাবের বিরোধী দল শিরোমণি অকালি দল (‌এসএডি)‌। এককালে এনডিএ–এর শরিক ছিল এই দল। 

পাঞ্জাবি অভিনেতা দীপ আগাগোড়া কৃষকদের আন্দোলনে সমর্থন করে চলেছেন। বাকি যাঁরা সমন পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন খালসা এড–এর সদস্যও। আজ, রবিবার দিল্লিতে এনআইএ–র সদর দপ্তরে হাজিরা দিতে হচ্ছে তাঁদের। 

এদিকে, সংবাদ প্রতিদিন লিখেছে, আন্দোলনকারী কৃষকদের অভিযোগ, ভয় দেখিয়ে প্রতিবাদ থামাতে চাইছে সরকার। এনআইেএকে দিয়ে ভয় দেখানো হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে শিরোমণি অকালি দলও। আনন্দবাজার লিখেছে, আন্দোলন ভাঙতে এবার এনআইএ অস্ত্র।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।