ফেব্রুয়ারি ২০, ২০২১ ১৮:৪৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২০ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে সম্মানের সাথে চলবে- প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • করোনা বিশ্ববাসীকে বিভক্ত করে ফেলেছে-গুতেরেস-দৈনিক যুগান্তর
  • ৩ দাবিতে বিক্ষোভে উত্তাল জাবি-মানবজমিন
  • জনগণের কাঁধে এখন একদলীয় শাসনের জগদ্দল পাথর-ফখরুল-কালের কণ্ঠ
  • বরিশাল বিশ্ববিদ্যালয়-আবার মহাসড়ক অবরোধে শিক্ষার্থীরা- সমকাল
  • জাতিসংঘের আলোচনায় বাংলাদেশের দুই গুম প্রসঙ্গ-দৈনিক প্রথম আলো

ভারতের শিরোনাম:

  • নীতি আয়োগের বৈঠকে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের বার্তা প্রধানমন্ত্রী মোদীর, রইলেন না মমতা--আনন্দবাজার পত্রিকা 
  • সাধারণ মানুষ তো গাড়ি চড়েন না, পেট্রলের মূল্য বৃদ্ধি নিয়ে আজব যুক্তি বিজেপি মন্ত্রীর-সংবাদ প্রতিদিন
  • রাজ্যে পৌঁছল ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী-আজকাল

শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. সরকার পতনের ভাবনা বিএনপির আকাশকুসুম কল্পনা- একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপনার পর্যবেক্ষণ কী?

২. পরমাণু সমঝোতা নিয়ে আলোচনায় বসার প্রস্তুতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরান তো এমন আলোচনায় বসতে চায় না। তাহলে কী হবে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে চলবে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে, সম্মানের সঙ্গে চলবে। কারও কাছে হাত পেতে নয়, আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আত্মমর্যাদা নিয়ে চলবো।’

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক-২০২১ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জাতির পিতা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে জাতিকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। মাথা উঁচু করে চলার প্রত্যয়ে এগিয়ে যাবে দেশ। বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে দিতেই পাকিস্তানি শাসকরা বিজাতীয় ভাষা চাপিয়ে দিয়ে সংস্কৃতির ওপর আঘাত হেনেছিল।’

পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা আমাদের বলতে গেলে রক্ত দিয়ে… শুধু মাতৃভাষায় কথা বলা না, আমাদের স্বাধীনতা অর্জনের পথ তৈরি করে দিয়েছিল, আমরা তাদের প্রতি সম্মান জানাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আজকে আমাদের ভাষা শহীদ এবং ভাষা সৈনিকদের নামে পুরষ্কার পেয়েছেন। আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, যারা সমাজের বিভিন্ন স্তরে বিশেষ অবদান রেখে আজকে এই পুরষ্কারে ভূষিত হয়েছেন।

'জনগণের কাঁধে এখন একদলীয় শাসনের জগদ্দল পাথর' মির্জা ফখরুল-কালের কণ্ঠ

'স্বাজাত্যবোধ ও অধিকারবোধের চেতনাকে শাণিত করেছিল মহান ২১শে ফেব্রুয়ারি। সেই চেতনা নস্যাৎ করে একদলীয় শাসনের জগদ্দল পাথর আজ জনগণের কাঁধের ওপর চাপানো হয়েছে।'

আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, 'দেশ স্বাধীন হলেও নতুন করে ভিন্ন মাত্রায় আধিপত্যবাদী শক্তি এ দেশের ওপর সাংস্কৃতিক, রাজনৈতিক আধিপত্য কায়েম করে আমাদের নতজানু করে রাখতে কারসাজি চালিয়ে যাচ্ছে। ভিন্ন কায়দায় আমাদের ভাষা ও সংস্কৃতির ওপর বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন চলছে মহলবিশেষের তাঁবেদারির জন্য, যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারি।'’

জাতিসংঘের আলোচনায় বাংলাদেশের দুই গুম প্রসঙ্গ-দৈনিক প্রথম আলো

জাতিসংঘের মানবাধিকার পরিষদের ওয়ার্কিং গ্রুপের সদ্য সমাপ্ত বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের গুমের যেসব অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে, তাতে বাংলাদেশের অন্তত দুটি গুমের প্রসঙ্গ উঠে এসেছে। গত সোমবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত জেনেভায় এই বৈঠক হয়। গুমবিষয়ক বৈঠক নিয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদের জুনের অধিবেশনে একটি প্রতিবেদন জমা দেবে ওয়ার্কিং গ্রুপ, যা নিয়ে ওই অধিবেশনে আলোচনা হতে পারে।

অবশ্য জাতিসংঘের মানবাধিকার পরিষদের ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশে গুমের ঘটনা নিয়ে উদ্বেগ জানালেও বাংলাদেশ সরকারের অবস্থানের উল্টো। সরকারের প্রতিনিধিরা বিভিন্ন সময় জেনেভায় কমিটির বৈঠকগুলোতে বলে আসছে বাংলাদেশের আইনে ‘গুম’ বলে কিছু নেই। বিশেষ করে ২০১৬ সাল থেকে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিটিগুলোর বৈঠকে সরকারের এমন অবস্থান তুলে ধরছে। যদিও ২০১২ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের ইউপিআর পর্যালোচনায় ‘গুম’ আর ‘বিচারবহির্ভূত হত্যা’কে দুঃখজনক অভিহিত করেছিল।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওয়ার্কিং গ্রুপের ৫ দিনের এই বৈঠকে ৩৬টি দেশের ৬০০–এর বেশি গুমবিষয়ক অভিযোগ স্থান পেয়েছে। এর মধ্যে উঠে এসেছে বাংলাদেশের দুটি ঘটনা। এর একটি হচ্ছে আনসার আলী নামের এক ব্যক্তি ২০১২ সালের ১৮ এপ্রিল ঢাকায় ‘অস্ত্রধারী সরকারি বাহিনী’ অপহরণ করে নিয়ে গেছে। আর ২০১৭ সালের ৫ এপ্রিল যশোর মিউনিসিপ্যালটি পার্ক থেকে সাইদুর রহমান কাজী নামের এক ব্যক্তিকে তুলে নিয়ে গেছে পুলিশ। কমিটি এই দুই গুমের অভিযোগ বাংলাদেশ সরকারকে জানিয়েছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

নীতি আয়োগের বৈঠকে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের বার্তা প্রধানমন্ত্রী মোদীর, রইলেন না মমতা-দৈনিক আনন্দবাজার পত্রিকা

নীতি আয়োগের পরিচালন পর্ষদের বৈঠকে কেন্দ্র-রাজ্য সমন্বয় এবং সমঝোতার উপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারের এই বৈঠকে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নরেরা যোগ দিলেও গরহাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অমরিন্দর সিংহ। রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন, কেন্দ্র-রাজ্য সুসম্পর্কের উপর জোর দিয়ে সুকৌশলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে চেয়েছেন মোদী। বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে বিজেপি-র প্রচারে এসে অমিত শাহ, জে পি নড্ডা মতো বিজেপি-র কেন্দ্রীয় নেতারা সম্প্রতি রাজ্যের উন্নয়নের জন্য ‘ডাবল ইঞ্জিন সরকারের’ পক্ষে সওয়াল করেছেন। শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো বিজেপি-তে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূল নেতাদের মুখেও একই কথা শোনা গিয়েছে।

 ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, ভোটের মুখে নতুন স্লোগান তৃণমূলের-সংবাদ প্রতিদিন

‘দিদিকে বলো’, ‘বাংলার গর্ব মমতা’র পর এবার ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। বিধানসভা ভোটের কথা মাথায় রেখে নতুন স্লোগান প্রকাশ্যে আনছে তৃণমূল। শনিবার দুপুরে তৃণমূল ভবনে এই নতুন স্লোগানের উদ্বোধন করলো দলের শীর্ষ নেতৃত্ব। বাংলার নির্বাচনের আগে স্পষ্টতই বাঙালি আবেগকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। তাঁদের প্রচারের একটা বড় অংশ জুড়ে রয়েছে বাংলা বনাম বহিরাগতর তত্ত্ব। বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের ‘বহিরাগত’ বলে দেগে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ঘরের মেয়ে’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে রাজ্যের শাসকদল। 

বিস্ফোরক অভিযোগ!‌ মাদককাণ্ডে নিজের দলের বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ পামেলার-আজকাল

এবার নিজের দলের বিরুদ্ধে অভিযোগ তুললেন বিজেপি যুবনেত্রী পামেলা গোস্বামী। মাদককাণ্ডে গতকাল গ্রেফতার হন পামেলা সহ বিজেপি ঘনিষ্ঠ আরও ৩ জন। তাঁর গাড়ি থামিয়ে লক্ষাধিক টাকার মাদক আটক করে কলকাতা পুলিশ। আজকে তাঁকে আলিপুর আদালতে তোলা হলে তিনি সরাসরি আঙুল তোলেন নিজের দলের দিকেই। রাকেশ সিংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। 

পামেলারলের বিস্ফোরক অভিযোগ ,‘আমাকে ফাঁসানো হয়েছে। আমি চাই সিআইডি তদন্ত হোক। কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিং যেন গ্রেফতার হয়। আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে।’ ভিডিও সহ প্রমাণ রয়েছে বলেও দাবি করেন পামেলা।  

যদিও তাঁর এই বক্তব্যে গুরুত্ব দিতে নারাজ রাকেশ সিং। তাঁর বক্তব্য, ‘পামেলাকে চাপ দিয়ে এ সব বলানো হচ্ছে।’ 

উল্লেখ্য এই রাকেশ সিং বিজেপি নেতা কৈলাশ  বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ বলেই পরিচিত।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।