কথাবার্তা: সহিংসতার আশঙ্কা, ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি
প্রিয় পাঠক/শ্রোতা! ২০ মার্চ শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- শাল্লার হামলা: ২২ আসামির জামিন না মঞ্জুর -ইত্তেফাক
- হাসপাতালে বসেই মেডিকেল অফিসারের ইয়াবা কারবার -সমকাল
- মোদির আগমনের বিরোধিতা করা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা'-কালের কণ্ঠ
- হতাশার পরে নিশ্চয়ই নতুন সূর্যোদয় হবে: ফখরুল-মানবজমিন
- মুজিব চিরন্তন’ মঞ্চে রাজাপাকসে বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় করার প্রত্যয় -মানবজমিন
- নরেন্দ্র মোদি কেন আমন্ত্রিত, প্রশ্ন জাফরুল্লাহ চৌধুরীর-প্রথম আলো
- আগামী বছরের এসএসসি এইচএসসি পরীক্ষা ছোট হয়ে আসছে সিলেবাস –যুগান্তর
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- প্রচারে তোপ: দেশের সবচেয়ে বড় তোলাবাজ বিজেপি-মমতা-আনন্দবাজার পত্রিকা
- আর ঠিক কত প্রজন্ম ধরে চলবে সংরক্ষণ! প্রশ্ন সুপ্রিম কোর্টের-আজকাল
- ভারতের কোভিড গ্রাফ ফের উদ্বেগজনক, একদিনে নতুন করে আক্রান্ত প্রায় ৪০ হাজার-সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর।
মোদির আগমনের বিরোধিতা করা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা'-কালের কন্ঠ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বন্ধুপ্রতীম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগ দেওয়ার বিরোধিতাকে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা বলে মনে করে বাংলাদেশ-ভারত সম্পর্ক কেন্দ্র-সিবিআইআর।
এদিকে দৈনিক প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর তীব্র সমালোচনা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘হিন্দু–মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে, এমন একজন মানুষকে কোন কারণে আমরা ডাকছি?’ জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজ একটি বড় সমস্যা ভারতের আধিপত্যবাদ। হিন্দু–মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে, এমন একজন মানুষকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে কেন আমরা ডাকছি? শেখ মুজিব কি শান্তি পাচ্ছেন!’ আর মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, মুজিব চিরন্তন’ মঞ্চে রাজাপাকসে বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করলেন।
শাল্লার হামলা: ২২ আসামির জামিন না মঞ্জুর-ইত্তেফাক
সুনামগঞ্জের শাল্লার উপজেলার সংখ্যালঘু নোয়াগাঁও গ্রামে হামলা লুটপাট ও ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃত ২২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যা সাতটায় গ্রেফতারকৃত ২২ আসামিকে আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাল্লা জোনের দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহানের আদালতে সোপর্দ করা হলে আদালত সবার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকের শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ইউপি মেম্বার ও যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ (শনিবার) ভোরে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. খালেদ উজ জামান।
হতাশার পরে নিশ্চয়ই নতুন সূর্যোদয় হবে: ফখরুল-মানজমিন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাস আলমগীর বলেছেন, আমরা কখনো নিরাশ হইনি। আমরা হতাশ হইনি। আমরা গত ১৪ বছর ধরে এই সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এ সরকারে বিরুদ্ধে লড়াই করে আমরা সবচেয়ে বেশি মূল্য দিয়েছি এবং এই মূল্য আমরা আরো দেবো।মির্জা ফখরুল বলেন, আমরা যে এখন সংঘটিত হওয়া শুরু করেছি, এভাবে যদি আমরা সংগঠিত হতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা এই সরকারকে পরাজিত করতে সক্ষম হবো।
সহিংসতার আশঙ্কা, ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি-যুগান্তর
প্রথম ধাপের ৩৭১ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১ হাজার ৭৫২ জন। এর মধ্যে ১ হাজার ৯৯ জনই স্বতন্ত্র প্রার্থী। তাদের অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী। বাকি ৬৫৩ জন আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দলের মনোনীত। বিএনপিসহ নিবন্ধিত বেশিরভাগ রাজনৈতিক দল এ নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী দেয়নি।এছাড়া ২৭টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন।
ভোগ্য পণ্যের বাজার অস্থির সরকারের বেঁধে দেওয়া দর কখনোই মানে না ব্যবসায়ীরা-ইত্তেফাক
কোনো ভোগ্যপণ্যের বাজার অস্থির হলে ভোক্তাদের স্বার্থে সরকার সেই পণ্যের দর নির্ধারণ করে দেয়। কিন্তু কখনোই নির্ধারিত দরে খুচরা বাজারে সেই পণ্য বিক্রি হতে দেখা যায় না। ভোক্তাদের এই অভিযোগ দীর্ঘদিনের। তারা বলেন, যদি নির্ধারিত দরে সেই পণ্য বিক্রি না-ই হবে, তাহলে কেন তা নির্ধারণ করে দেওয়া হয়? গত সোমবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সরকার ভোজ্য তেলের দর পুনর্নির্ধারণ করলেও খোদ ব্যবসায়ীরাই মানছেন না সেই দর। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুধু এবারই নয়, এর আগে কখনোই সরকার নির্ধারিত কোনো ভোগ্যপণ্যের দরই ব্যবসায়ীরা মানেনি।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
দিদির পাঠশালায় সিলেবাস তোলাবাজি, কাটমানি’বাংলায় আক্রমণ শানালেন মোদি-সংবাদ প্রতিদিন
মাত্র একদিনের ব্যবধানে রাজ্যে ফের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভায়. উপস্থিত হয়ে বলেন, দিদির পার্টি নির্মমতার পাঠশালা, আর দিদির পাঠশালায় সিলেবাস তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট। এ সম্পর্কে আনন্দবাজার পত্রিকার একটি খবরে লেখা হয়েছে, নির্বাচনী প্রচারে একাধিক বার তৃণমূলকে ‘তোলাবাজের দল’ বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতৃত্ব। শনিবার খড়্গপুরে এসেও একই কথা বললেন। এ বার তার পাল্টা জবাব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর সভার দিনই হলদিয়ায় গিয়ে জানিয়ে দিলেন, তৃণমূলে যাঁরা তোলাবাজ ছিল, এখন সব বিজেপি-তে গিয়ে ভিড়েছে। নিজে থেকে সকলে দল ছেড়ে বেরিয়ে যাওয়ায় হাঁফ ছেড়ে বেচেছেন তিনি। মমতা যদিও সরাসরি কারও নাম মুখে আনেননি। তবে নব্য বিজেপি শুভেন্দু অধিকারীর দিকেই যে তিনি ইঙ্গিত করেছেন, তাঁর বক্তব্যেই সেটা স্পষ্ট।
আর সংবাদ প্রতিদিনের খবর-মোদির মুখও দেখতে চাই না, এগরার নির্বাচনী সভায় ক্ষোভপ্রকাশ মমতার বন্দোপাধ্যায়ের।
ভারতের কোভিড গ্রাফ ফের উদ্বেগজনক, একদিনে নতুন করে আক্রান্ত প্রায় ৪০ হাজার-সংবাদ প্রতিদিন
বসন্তের শেষে, ঋতু বদলের সময়ে দেশে ফের মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। নতুন করে চিন্তা বাড়াচ্ছে দৈনিক পরিসংখ্যান। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে নতুন করে সংক্রমিত ৩৯ হাজার ৭২৬ জন। মৃত্যু হয়েছে ১৫৪ জনের। মহারাষ্ট্রসহ একাধিক রাজ্যে হু হু করে বেড়ে চলা কোভিড সংক্রমণেই নয়া বিপদ সংকেত। দেশে সপ্তাহখানেকের কোভিড গ্রাফ দেখে চিন্তিত খোদ কেন্দ্রও। প্রধানমন্ত্রী মোদি নিজে এ নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে সতর্কবার্তা দিয়েছেন। তাঁর মতে, এখনও যথেষ্ট সাবধানতা অবলম্বন প্রয়োজন। নইলে করোনার দ্বিতীয় ধাক্কা ফের পরিস্থিতি বিপজ্জনক করে তুলতে পারে। সংক্রমিত এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানে নাইট কারফিউ, লকডাউন জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
আর ঠিক কত প্রজন্ম ধরে চলবে সংরক্ষণ! প্রশ্ন সুপ্রিম কোর্টের-আজকাল
শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণির জন্য আর ঠিক কত প্রজন্ম ধরে চলবে সংরক্ষণ! এই প্রশ্নই এবার তুলল দেশের শীর্ষ আদালত। মহারাষ্ট্র সরকারের তরফে মারাঠাদের জন্য চাকরি এবং শিক্ষা ক্ষেত্রে ১৬ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করে বিল পাশ করা হয়েছিল। সেই সংরক্ষণের বিলকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ প্রশ্ন তোলে বছরের পর বছর ধরে যদি একইরকম ভাবে চাকরি এবং শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণ করা হয়, তাহলে ৫০ শতাংশের অথবা কোনও ঊর্ধ্বসীমাই না থাকে, সে ক্ষেত্রে সকলের সমান অধিকারের বিষয়টি যথাযথভাবে পালন করা যাবে না। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন ৫ সদস্যের যুক্তি, ‘স্বাধীনতার পরে ৭০ বছর পেরিয়ে গেল অথচ আমাদের কি মানতে হবে, পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণির কোনও উন্নয়ন হয়নি। কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলিও উন্নয়নমূলক প্রকল্প চালাচ্ছে। তাও পিছিয়ে পড়া শ্রেণির কোনও উন্নয়ন হয়নি এটা আমাদের মানতে হবে?#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।