মতামত: ইসরাইলের সঙ্গে বাণিজ্য হচ্ছে কীভাবে? ফিলিস্তিনে ‘গুপ্তহত্যা’ চালাচ্ছে ইসরাইল
প্রিয় পাঠক/শ্রোতা! ৩০ মে রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: সাজাপ্রাপ্ত ৭ আসামির জামিন স্থগিতই থাকছে-ইত্তেফাক
- ফেসবুক-ফোনে প্রেম করে সর্বস্ব লুট, ৩ ছাত্রলীগকর্মী গ্রেফতার-যুগান্তর
- মতামত ইসরায়েলের সঙ্গে বাণিজ্য হচ্ছে কীভাবে?-- প্রথম আলো
- 'জিয়াউর রহমানের হত্যাকারীরা ছিল বাংলাদেশের স্বাধীনতার শত্রু'-কালের কণ্ঠ
- শ্রমবাজারে সতর্ক সংকেত-মানবজমিনখাদ্য নিরাপত্তা অর্জনে সাফল্য, শেখ হাসিনার প্রশংসা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার- বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- নদীতে ছুড়ে ফেলা হচ্ছে কোভিডের মৃতের দেহ, নিদারুণ ছবি ধরা পড়ল যোগীর রাজ্যে- আনন্দবাজার পত্রিকা
- শান্তি ফেরানোর প্রথম ধাপ! ভারত-পাক ‘যুদ্ধবিরতি’ নিয়ে সন্তোষপ্রকাশ সেনাপ্রধানের -সংবাদ প্রতিদিন
- জনসংখ্যার ৭০ শতাংশ টিকা না পেলে করোনা নির্মূল সম্ভব নয়, জানালেন হু-এর ডিরেক্টর –আজকাল
এবং আমি আমি মুজাহিদুল ইসলাম
শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
করোনাভাইরাস-সীমান্তের সাত জেলায় লকডাউনের সুপারিশ-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে,করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। আজ রোববার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। গতকাল শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করেছে।
এসব জেলায় সংক্রমণ বেশি। এ ছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে কমিটি। অন্য একটি খবরে লেখা হয়েছে-দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ বাড়ছে। করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা জোরদার করার পরামর্শ। যুগান্তরসহ বিভিন্ন দৈনিকে লেখা হয়েছে, লকডাউন আরো এক সপ্তাহ বাড়ছে।
'জিয়াউর রহমানের হত্যাকারীরা ছিল বাংলাদেশের স্বাধীনতার শত্রু'-কালের কণ্ঠ
বাংলাদেশকে ‘তাঁবেদার রাষ্ট্র’ বানানোর ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, '১৯৮১ সালের ৩০ মে যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল, তারা ছিল বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের মানুষের শত্রু, বাংলাদেশের যে উত্থান হয়েছিল, সেই উত্থানের শত্রু। তারাই ১/১১ থেকে সক্রিয় হয়ে উঠে আবার বাংলাদেশকে ওই একই জায়গায় নিয়ে যেতে চায়। তারা বাংলাদেশের যে আইডেনটিটি, সেটি ধ্বংস করতে চায়।'জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২৯ মে) রাতে বিএনপি আয়োজিত ভার্চুয়াল আলোচনাসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শ্রমবাজারে সতর্ক সংকেত-মানবজমিন
প্রাণঘাতী করোনাভাইরাসে সৃষ্ট সংকট কাটিয়ে উঠছে বহির্বিশ্বের অনেক দেশ। স্বাভাবিক হয়ে উঠছে বাণিজ্যিক খাতগুলো। তবে বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ধুঁকছে দেশের শ্রমবাজার। বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে একের পর এক শর্ত আরোপ করছে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহ। এতে প্রবাসে ফেরা নিয়ে বেড়েছে অনিশ্চয়তা। যা জনশক্তি রপ্তানিতে বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভ্যাকসিন প্রয়োগের বিলম্বের কারণেই প্রবাসী কর্মীরা বেশি সংকটে পড়েছেন। দেশে আটকে পড়া প্রবাসীরা ভ্যাকসিন না পাওয়ায় বহির্বিশ্বের শ্রমবাজারে তাদের অবস্থান নিয়ে সংশয় দেখা দিয়েছে।এদিকে দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় বাংলাদেশের ওপর বিধিনিষেধ জারি করেছে অনেক দেশ।
এদিকে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার ফাঁদে পড়ে অনিশ্চয়তায় দিন কাটছে অনেক প্রবাসীর। তাদের বেশির ভাগই পড়েছেন ভিসা সংক্রান্ত জটিলতায়। আন্তর্জাতিক রুটের বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ থাকায় চাকরিতে সময় মতো যোগ দিতে পারছেন না অনেকেই। এতে কারও কারও ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আবার অনেকেই চাকরি হারিয়েছেন।এদিকে বিশ্বের অনেক দেশই উন্মুক্ত করছে শ্রমবাজার। তবে ভ্যাকসিন গ্রহণ ব্যতীত কর্মী নিয়োগে জারি করছেন বিধিনিষেধ। যদিও বাংলাদেশে আটকে পড়া অধিকাংশ প্রবাসী কিংবা বিদেশ যেতে ইচ্ছুকরা এখনো ভ্যাকসিন পাননি। এতে কর্মী নিয়োগে বাড়ছে জটিলতা।
মতামত ইসরাইলের সঙ্গে বাণিজ্য হচ্ছে কীভাবে?-প্রথম আলোর এ প্রতিবেদনে লেখা সাংবাদিক ও লেখক-
আসজাদুল কিবরিয়া লিখেছেন,বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরাইল ব্যতীত সকল দেশের জন্য বৈধ’ নির্দেশিকাটুকু বহু বছর ধরে বহাল ছিল। মাত্র কিছুদিন আগে বাংলাদেশ যে ই-পাসপোর্টের যুগে প্রবেশ করেছে, সেখানে ইস্যু করা পাসপোর্টেও এই নির্দেশিকা মুদ্রিত হয়েছে। কিন্তু এখন যেসব ই-পাসপোর্টে দেওয়া হচ্ছে, তাতে ‘সকল দেশের জন্য বৈধ’ বাক্যটি শুধু থাকছে। ‘ইসরায়েল ব্যতীত’ শব্দগুলো উধাও হয়ে গেছে। একাধিক গণমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর থেকে নানা রকম আলোচনা-বিতর্ক উঠেছে।
পাসপোর্ট ইস্যুর দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে যে হুট করে নয়, বরং ভেবেচিন্তেই কাজটি করা হয়েছে। তবে মূল ভাবনাটি কী, তা প্রকাশ না করে যুক্তি দেওয়া হয়েছে যে বাংলাদেশের পাসপোর্টকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এই পদক্ষেপ। এটা যে খোঁড়া যুক্তি, তা বলা বাহুল্য। বিষয়টির স্পর্শকাতরতা বুঝতে পেরে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমে একটি লিখিত ব্যাখ্যা পাঠিয়েছে। তাতে বলা হয়েছে যে বাংলাদেশের পাসপোর্টধারীদের ইসরায়েল সফরে নিষেধাজ্ঞা বহাল রয়েছে, ইসরাইলকে স্বীকৃতি দিয়ে কূটনীতিকভাবে সম্পর্ক স্থাপনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান অটুট রয়েছে। দৃষ্টিভঙ্গি কি পাল্টাচ্ছে?
বাংলাদেশের বেশির ভাগ মানুষ ইসরাইলের প্রতি সাধারণভাবে বিদ্বেষী ও ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল, তাতে কোনো সন্দেহ নেই। তবে সময়ের সঙ্গে সঙ্গে দুটোই যে কিছুটা কমছে, তারও কিছু আভাস মেলে। বাণিজ্য চলছে অনেক দিন ধরে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছে নীরবে। প্রতিবছরই বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ কিছু পণ্য রপ্তানি হচ্ছে এবং তা সিঙ্গাপুর, মালয়েশিয়া বা দুবাইয়ের মতো তৃতীয় দেশ হয়ে। বাংলাদেশ থেকে ইসরায়েলে পণ্য রপ্তানির বিষয়টি প্রতিফলিত হয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যানে। এতে দেখা যায়, গত ১০ বছরে প্রায় ৫ লাখ ডলারের পণ্য ইসরায়েলে রপ্তানি হয়েছে। এর মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে সর্বোচ্চ ১ লাখ ১৮ হাজার ডলারের পণ্য। আর ২০১৩-১৪ অর্থবছরে সর্বনিম্ন ২ হাজার ৫৭ ডলারের পণ্য। সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে রপ্তানি হয়েছে ২৮ হাজার ডলারের পণ্য। বাংলাদেশ থেকে ইসরায়েলে বিভিন্ন ধরনের তৈরি পোশাক, ওষুধ ও বিবিধ পণ্য রপ্তানি হয় বলে ইপিবির পরিসংখ্যান দেখায়।ইপিবির পরিসংখ্যানে ইসরাইলে পণ্য রপ্তানির বিষয়টি স্বীকৃত হলেও বাংলাদেশে ব্যাংকের কোনো পরিসংখ্যানে এটি পাওয়া যায় না।অন্যদিকে ডব্লিউআইটিএসের তথ্যভান্ডার থেকে এটাও জানা যায় যে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়কালে বাংলাদেশ ইসরায়েল থেকে প্রায় ৩৭ লাখ ডলারের পণ্য আমদানি করেছে।
ফিলিস্তিনে ‘গুপ্তহত্যা’ চালাচ্ছে ইসরাইল-প্রথম আলো
আল-আমারি শরণার্থীশিবিরে ২৪ বছরের আহমেদ ফাহাদের জানাজা চলছিল। এ সময় আহমেদ ফাহাদের মা উম ফাহাদ অঝোরে কাঁদছিলেন। বললেন, ‘নির্মমভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। হাসিখুশি ছেলেটি ছিল খুবই বন্ধুবৎসল।’ আল বিরেহ মিউনিপ্যালিটিতে কাজ করতেন ফাহাদ। কয়েক সপ্তাহ পরেই তাঁর বিয়ের কথা ছিল।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, আহমেদ ফাহাদের পরিবার বলছে, ইসরাইলি গুপ্তচরেরা প্রথমে ফাহাদকে আটক করে। ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁকে বেশ কয়েকবার গুলি করা হয়। ফিলিস্তিনের রামাল্লার কাছে উম আল শরায়েত এলাকায় একটি রাস্তায় গত মঙ্গলবার তাঁর মরদেহ ফেলে যাওয়া হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-আওদা কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল–জাজিরাকে বলেন, রামাল্লা হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, ফাহাদকে খুব কাছ থেকে কয়েকটি গুলি করা হয়েছে।
‘ফিলিস্তিনিদের গুপ্তহত্যা’
আহমেদ ফাহাদের ঘটনায় ইসরায়েলি বাহিনী ভুল স্বীকার করলেও তা মানতে নারাজ রামাল্লায় নিযুক্ত মানবাধিকার সংস্থা আল-হক। মানবাধিকারকর্মী শাওয়ান জাবারিন বলেন, ‘ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে। গুপ্ত সংস্থার পরিচালিত এসব হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা নয়।’
জাবারিন আল–জাজিরাকে বলেন, আহমেদ ফাহাদের হত্যা নিয়ে তাঁরা তদন্ত চালাচ্ছেন। তবে নিয়মিত বাহিনীর পাশাপাশি মুসতা’রিবিন নামে ইসরাইলি গুপ্ত সংস্থার সদস্যরা ফিলিস্তিনিদের হত্যা করছেন।
ফেসবুক-ফোনে প্রেম করে সর্বস্ব লুট, ৩ ছাত্রলীগকর্মী গ্রেফতার-যুগান্তর
ফেনীর সোনাগাজী উপজেলায় ফেসবুকে নারীর ছবি দিয়ে দীর্ঘদিন প্রেম করে মোবাইল ফোনে ডেকে নিয়ে মো. আইয়ুব খান (২৮) নামে এক এনজিওকর্মীকে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দুপুরে গ্রেফতার তিন ছাত্রলীগকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, গ্রেফতার আসামিরা ফেসবুকে নারীর ছবি ব্যবহার করে বিভিন্নজনকে বন্ধু হওয়ার আমন্ত্রণ জানান। এর পর তাদের সঙ্গে বন্ধুত্ব করে মোবাইল ফোন নম্বর নেন। ফোনে নারীকণ্ঠে কথা বলে সোনাগাজীতে ডেকে এনে জিম্মি করে টাকা, ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে মারধর করে তাড়িয়ে দেন।
খাদ্য নিরাপত্তা অর্জনে সাফল্য, শেখ হাসিনার প্রশংসা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার-বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ব্যাপক প্রশংসা করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক চুডংইউ। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় (এফএও) স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক ২৮ মে এ মন্তব্য করেন । তিনি বলেন, "আমরা বাংলাদেশ থেকে অনেক কিছু শিখতে পারি, কারণ তাদের সমাধানগুলো সাশ্রয়ী এবং বাস্তবায়ন সহজ"।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
নদীতে ছুড়ে ফেলা হচ্ছে কোভিডে মৃতের দেহ, নিদারুণ ছবি ধরা পড়ল যোগীরাজ্যে-আনন্দবাজার পত্রিকা
সম্প্রতি উত্তরপ্রদেশ এবং বিহারে গঙ্গায় করোনা আক্রান্তের দেহ ভেসে যাওয়ার দৃশ্য ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। ওই ঘটনা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছিল গোটা দেশ জুড়ে। এ বার তার চেয়েও ভয়াবহ ছবি ধরা পড়ল যোগীরাজ্যে। নদীতে ছুড়ে ফেলা হচ্ছে করোনা আক্রান্তের দেহ।
জানা গিয়েছে, গত শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুর জেলায়। প্রকাশ্যে আসা ভিডিয়োতে দেখা গিয়েছে, সেতু থেকে রাপ্তী নদীতে একটি মরদেহ ছুড়ে ফেলছেন দুই ব্যক্তি। তাঁদের মধ্যে একজন পিপিই কিট পরিহিত। ওই সেতু দিয়ে যাওয়ার সময়ে দুই ব্যক্তি গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন। তার পরই ওই ভিডিয়ো প্রকাশ্যে আসে।মাস খানেক আগেই উত্তরপ্রদেশ এবং বিহারে গঙ্গা থেকে বহু কোভিড আক্রান্তের দেহ উদ্ধার হয়েছিল। বক্সারে গঙ্গার পার থেকে ৭১টি দেহ মিলেছিল। বিষয়টি নিয়ে বিতর্ক হতেই কেন্দ্রের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছিল সেই সব রাজ্যগুলিকে।
জনসংখ্যার ৭০ শতাংশ টিকা না পেলে করোনা নির্মূল সম্ভব নয়, জানালেন হু-এর ডিরেক্টর -আজকাল
গোটা দুনিয়ার মানুষের মনে এখন একটাই প্রশ্ন, কবে স্বাভাবিক হবে দুনিয়া, কবে কাটবে করোনার গ্রাস। খুব শিগগিরই যে নয় তা জানিয়ে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ইউরোপ রিজিওনাল ডিরেক্টর হান্স ক্লুগ। তিনি জানিয়ে দিয়েছেন, জনগোষ্ঠীর ৭০ শতাংশের টিকাকরণ না হওয়া পর্যন্ত করোনাকে নির্মূল করা সম্ভব নয়। ভারতে পাওয়া বি.১৬১৭ স্ট্রেনের সংক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বেশিরভাগ দেশেই এখনও টিকাকরণের বেশিরভাগটাই বাকি রয়েছে।
শান্তি ফেরানোর প্রথম ধাপ! ভারত-পাক ‘যুদ্ধবিরতি’ নিয়ে সন্তোষপ্রকাশ সেনাপ্রধানের-সংবাদ প্রতিদিন
ফেব্রুয়ারি মাস থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বিরতি ভারত-পাক সম্পর্ক স্বাভাবিক করার পথে প্রথম ধাপ হতে পারে। এমনটাই মনে করছেন সেনাপ্রধান এম এম নারাভানে । তাঁর মতে, তিন মাসের এই সংঘর্ষ বিরতি শান্তি ফেরানোর দীর্ঘ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ। তবে, সেজন্য পাকিস্তান সেনাকে আরও সক্রিয় হতে হবে বলেই মনে করছেন এদেশের সেনাপ্রধান।
সেই ফেব্রুয়ারি মাস থেকে সংঘর্ষ বিরতি চলছে ভারত-পাক সীমান্তে। একটা সময় সীমান্তের দুই প্রান্তের সংঘর্ষ নিত্যনৈমিত্তিক ঘটনা ছিল। সে তুলনায় অনেক শান্ত গত তিন মাস। সেনাপ্রধান নারাভানে মনে করছেন, এই সাময়িক শান্তির ফলে কাশ্মীরের অনেক লাভ হচ্ছে। গত তিন মাস অনেকটাই শান্ত উপত্যকা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।