আগস্ট ০৩, ২০২১ ১৭:১৫ Asia/Dhaka

শ্রোতা/পাঠক!৩ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • শেষের আগেই ‘শেষ’ কঠোর বিধিনিষেধ-ইত্তেফাক
  • সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বস্তিবাসীর মধ্যে ফ্ল্যাট হস্তান্তর প্রধানমন্ত্রীর-প্রথম আলো
  • আবারও ৮ দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর –মানবজমিন
  • বস্তি-ছেড়ে-গ্রামে-ফিরলে-দেওয়া-হবে-জমিঘরখাবার-যুগান্তর

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • ডেরেকের পাপড়ি চাট মন্তব্য সংসদ ও দেশের অপমান, বিরোধীদের কড়া জবাব মোদীর -আনন্দবাজার
  • ব্রেকফাস্ট বৈঠকের পর মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল র্যালি রাহুলের, উঠে  এল না বিরোধী ঐক্য-আজকাল
  • ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি লজ্জাজনক’, দিল্লির নাবালিকা ধর্ষণ কাণ্ডে শাহকে তোপ অভিষেকের-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বাংলাদেশে ভারতীয় টিকা 'কোভ্যাক্সিন' ট্রায়ালের অনুমোদন দেয়া হয়েছে। বিষয়টিকে কীভাবে দেখছেন? 

২. ওমান সাগরের ঘটনা পরমাণু সমঝোতার আলোচনায় প্রভাব ফেলবে না বলে জানিয়েছে আমেরিকা। কী বলবেন আপনি?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

১০ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ, পরদিন থেকে শিথিল-ইত্তেফাক

লকডাউনের বেহাল অবস্থা

চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হলো আরেক দফা। আগামী ১০ আগস্ট পর্যন্ত এ বিধিনিষেধ চলবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।দোকানপাট খুলছে ১১ আগস্ট। শেষের আগেই ‘শেষ’ কঠোর বিধিনিষেধ-এ শিরোনামের খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে,বিধিনিষেধের ১২তম দিন আজ। আজ মঙ্গলবার (৩ আগস্ট) রাজধানীর সড়কগুলোতে অফিসগামী ও বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষের চাপ অন্য দিনের তুলনায় বেশি দেখা গেছে। গণপরিবহন না থাকলেও প্রধান সড়কগুলো ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশার দখলে রয়েছে। কয়েকটি সিগন্যালে তীব্র যানজটও চোখে পড়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বস্তিবাসীর মধ্যে ফ্ল্যাট হস্তান্তর প্রধানমন্ত্রীর-প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঢাকায় নির্মিত ফ্ল্যাট এবং বস্তিবাসীর জন্য মিরপুরে নির্মিত স্বল্প ভাড়াভিত্তিক ফ্ল্যাট উদ্বোধন ও হস্তান্তর করেছেন।সরকারপ্রধান আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করে এই ফ্ল্যাট উদ্বোধন ও হস্তান্তর করেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আজিমপুর সরকারি কলোনি, মিরপুর ৬ নম্বর সেকশন, মালিবাগ ও মতিঝিলে ২ হাজার ৪৭৪টি ফ্ল্যাট–সংবলিত ৫টি আবাসন প্রকল্প এবং বস্তিবাসীর জন্য মিরপুরে নির্মিত ৩০০টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট উদ্বোধন ও হস্তান্তর করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে মাদারীপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্মিত সমন্বিত অফিস ভবনও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আবারও দুটি মামলা ১৪ দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর -ইত্তেফাক/মানবজমিন

হেলেনা জাহাঙ্গীর

প্রতারণাসহ দুই মামলায় আবারো ১৪ দিনের রিমান্ডে আওয়ামী লীগ থেকে বাদ পড়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। মঙ্গলবার (৩ জুলাই) তিনদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে দ্বিতীয় দফায় তার রিমান্ড মঞ্জুর করা হয়।

শুক্রবার (৩০ জুলাই) রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলা সুষ্ঠু তদন্তের জন্য এই মামলায় ৫ দিনের রিমান্ড চাওয়া হয়।এর আগে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হেলেনা জাহাঙ্গীরকে হাজির করা হয়। গুলশান থানার তদন্ত কর্মকর্তা শেখ শাহানুর আলম তাকে আদালতে নিয়ে আসেন। রিমান্ড আদেশের পর আবার গুলশান থানা পুলিশের কাছেই হেলেনা জাহাঙ্গিরকে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালায় র‌্যাব। তার বাসা থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিপুল পরিমাণ মাদক, একটি হরিণের চামড়া, একটি বন্য পশুর চামড়া, ১০ ধরনের বিদেশি চাকু, বিপুল সংখ্যক বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি ও একটি লাল রঙের লাগেজ ভর্তি অবৈধ জিনিস উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে গভীর রাতে তার জয়যাত্রা আইপি টিভি ও জয়যাত্রা ফাউন্ডেশন ভবনেও অভিযান চালানো হয়।

টিকা নিয়ে সেই ভিডিও সরিয়ে ক্ষমা চাইলেন ডা. জাহাঙ্গীর কবীর- যুগান্তর

বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে ভাইরাল ডা. জাহাঙ্গীর কবীর সামাজিক মাধ্যমে নানারকম ভুল ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলে দাবি করেছে চিকিৎসকদের একটি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিজ (এফডিএসআর)। সাত দিনের মধ্যে বিভ্রান্তিকর ও অবৈজ্ঞানিক এসব ভিডিও কনটেন্ট অনলাইন থেকে না সরালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। চিকিৎসকদের এই সংগঠন জাহাঙ্গীর কবীরের এসব কার্যক্রমকে ম্যালপ্র্যাকটিস বা অপচিকিৎসা বলে আখ্যা দিয়েছে। এবার এফডিএসআরের এসব দাবি ও হুঁশিয়ারির পর টিকা নিয়ে বিতর্কিত একটি ভিডিও নিজের পেজ থেকে সরিয়ে নিলেন ডা. জাহাঙ্গীর কবীর এবং ক্ষমা চাইলেন । মঙ্গলবার এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এ চিকিৎসক।

তার সেই স্ট্যাটাসটি পাঠকের উদ্দেশে তুলে ধরা হলো -

‘আসসালামু আলাইকুম। আমি ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবীর। সুস্থ থাকার লক্ষ্যে একটি স্বাস্থ্যকর জীবনধারা নিয়ে কাজ করছি। সেই লক্ষ্যে দীর্ঘ দিন ধরে আমার রোগীদের লাইফস্টাইল মডিফিকেশনের পরামর্শ দিয়ে আসছি। ইদানিংকালে আমার একটি ভিডিও এবং দুইটি পোস্ট নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। প্রথমত সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো বিষয়ে গুরুত্বারোপ করে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম সেখানে করোনার ভ্যাকসিন বিষয়ে কিছু তথ্য সহজভাবে বোঝাতে গিয়ে আমি অসাবধানতাবশত ভুল ব্যাখ্যা দিয়েছিলাম। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হলে আমি অত্যন্ত দ্রুততার সঙ্গে ভিডিওতে যে তথ্যগুলো ভুল ছিল এবং যে কথাগুলো জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে সেসব বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়ে পূর্বের ভিডিওটি অনলাইন থেকে সরিয়ে নিয়েছি। একইসাথে সকলকে ভ্যাকসিন দেওয়ার জন্য পরামর্শ এবং উৎসাহ দিয়েছি।’

জাহাঙ্গীর কবীর লিখেছেন, ‘এরপরেও কয়েকজন সম্মানিত ডাক্তার আমাকে ভুল বুঝে সরাসরি আমার নাম উল্লেখ করে নানান রকম পোস্ট করেন। তন্মধ্যে একটি পোস্টের স্ক্রিনশট আমি আমার পেজে শেয়ার করেছিলাম। এছাড়া অন্য একটি জনসচেতনতামূলক পোস্টে উদাহরণস্বরুপ একটি প্রেসক্রিপশন শেয়ার করেছিলাম। ওই প্রেস্ক্রিপশনটি যিনি লিখেছিলেন তার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক আমি তার নাম ও রেজিস্ট্রেশন নাম্বারটি প্রকাশ করিনি। তথাপি এই পোস্টটি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে তৎক্ষণাৎ দুটি পোস্টই ডিলিট করে দেই।’

এরপর তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি আমাদের ডাক্তার সমাজের প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে জনসেবা করে যাচ্ছেন, মানবিক কাজ করে যাচ্ছেন, এজন্য প্রত্যেক ডাক্তারই আমার কাছে অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন। একজন ডাক্তার হিসেবে আমি কখনোই কাউকে অসম্মান করতে পারি না এবং আমি তা করতে চাইও না। তবুও আমার অনিচ্ছায় তা হয়ে থাকলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

ডেরেকের পাপড়ি চাট মন্তব্য সংসদ ও দেশের অপমান, বিরোধীদের কড়া জবাব মোদীর-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বাদল অধিবেশনে ঐক্যবদ্ধ বিরোধীদের বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ সংসদের কর্মকাণ্ড। বারবার মুলতুবি হচ্ছে অধিবেশন। এবার বিরোধীদের এহেন আচরণের তুমুল সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেঁধেন তৃণমূল সাংসদদেরও। তাঁদের আচরণকে ‘সংসদের জন্য অপমানজনক’ বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার অধিবেশন শুরুর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ বিজেপির সংসদীয় কমিটির অন্যান্য শীর্ষ নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই দুই তৃণমূল সাংসদের কার্যকলাপের তীব্র নিন্দা করেন মোদি।অধিবেশনের শুরুতেই তৃণমূল সাংসদ শান্তনু সেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে কাগজ কেড়ে নিয়েছিলেন। এই ঘটনার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী। বলেন, “দুই কক্ষেই বিরোধীদের আচরণ সংসদকে অপমান করছে।

উত্তপ্ত উপত্যাকা, সেনার গুলিতে খতম এক জঙ্গি- আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে-উপত্যকায় ফের সেনা জঙ্গি সংঘর্ষ। মঙ্গলবার সাকলে কাশ্মীরের বান্দিপোরা জেলার চান্দাজি এলাকায় সেনার গুলিতে এক জঙ্গি খতম হয়েছে। দৈনিকটি আরও লিখেছে, সামনে ১৫ আগস্ট তার আগে নাশকতার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো। সীমান্তে আচমকা বেড়েছে ড্রোনের উপস্থিতি। এ পরিস্থিতিতে নিরাপত্তা আরও জোরালো করেছে ভারতীয় সেনা।

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি লজ্জাজনক’, দিল্লির নাবালিকা ধর্ষণ কাণ্ডে শাহকে তোপ অভিষেকের-সংবাদ প্রতিদিন
ন’বছরের এক বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। শুধু তা-ই নয়, নিগৃহীতার পরিবারকে হুমকি দিয়ে পুলিশকে না জানিয়ে হামলাকারীরা দেহটি দাহও করে দেয় বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে ফের উত্তপ্ত রাজধানী। এই মর্মান্তিক ঘটনা ঘিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

রাজধানীতে নাবালিকার (Delhi Minor Rape) উপর নির্যাতনের ঘটনার উল্লেখ করে টুইটারে অভিষেক লেখেন, “প্রতিদিন দেশজুড়ে আমাদের মেয়েদের, তফসিলি সম্প্রদায়ের সদস্যদের ভয়ানক অত্যাচারের মুখে পড়তে হচ্ছে। যা প্রমাণ করে দিচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কতটা অসংবেদনশীল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি লজ্জাজনক।”

শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩

ট্যাগ