'সাদা পোশাকে গ্রেফতারের ঘটনা ভয়াবহ'
সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৭ মে মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকা:
তনুর ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে:বাবা-মায়ের চোখে ঘুম নেই- প্রথম আলো
আ'লীগ নেতা ফারুক হত্যা এমপি রানাসহ ১০ জনের বিরুদ্ধে হুলিয়া- যুগান্তর
সকল নির্বাচনই হবে সংবিধান মোতাবেক স্বচ্ছ ও নিরপেক্ষ: জাবেদ আলী- কালের কন্ঠ
অধ্যাপক রেজাউল হত্যায় চার জেএমবি: আরএমপি কমিশনার -সমকাল
রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠায় তারানকোর উদ্যোগ নেবার ইঙ্গিত জাতিসঙ্ঘের - নয়া দিগন্ত
‘ইউনিফর্ম ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতারের ঘটনা ভয়াবহ-ইত্তেফাক
ধাওয়ার মুখে পালালো ‘আসল’ বিএনপি- ইত্তেফাক
‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তনু হত্যার বিচার’-ইত্তেফাক
গজারিয়ায় নির্বাচনী সংঘর্ষে একজন গুলিবিদ্ধ, নারীসহ আহত ৪- ইনকিলাব
বাজেট আসছে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার- দৈনিক সংবাদ
কোলকাতা:
আর ৯ বছরে ভারতে ৫ লক্ষ মহিলার মৃত্যু হতে পারে ক্যানসারে- আনন্দবাজার
বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ব্রিটানিকার শীর্ষকর্তার- দৈনিক বর্তমান
মোদির ছবি বিকৃত করে শ্রীঘরে যুবক- দৈনিক সংবাদ প্রতিদিন
রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজনকে অবিলম্বে ছাটাইয়ের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী- এইসময় অনলাইন
দিল্লি পৌর নিগমের ১৩টি আসনের ৫টি–তে আপ, ৪টি–তে কংগ্রেস, ৩টি–তে বি জে পি ও ১টি–তে - দৈনিক আজকাল
মাসুদের বিরুদ্ধে ইন্টারপোলের হুলিয়া জারি- আজকাল
তো পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
শিক্ষককে কান ধরে ওঠ-বসে জড়িতরা শাস্তি পাবে : আইনমন্ত্রী- ইত্তেফাক
শিক্ষককে কান ধরে ওঠ-বস করার ঘটনা টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে।
খবরটিতে বলা হয়েছে, শিক্ষককে কান ধরে ওঠ-বস করানোর ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় কাজ উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন এ ঘটনায় জড়িতরা অবশ্যই শাস্তি পাবেন। সম্প্রতি নারায়ণগঞ্জের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কান ধরে উঠ-বস করান নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও ব্যবসায়িক নেতা সেলিম ওসমান। বিদ্যালয় প্রাঙ্গণেই এ ঘটনা ঘটে। এসময় উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশসহ নিন্দার ঝড় উঠে। পরে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়। এদিকে যুগান্তরসহ প্রায় সব দৈনিকের এসছে নারায়ণগঞ্জের বন্দরের পিয়ার সাত্তার স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে শিক্ষককে অপদস্ত করার ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ হয়েছে।
তনুর ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে:বাবা-মায়ের চোখে ঘুম নেই-প্রথম আলো
তনু হত্যা সম্পর্কিত ফলোআপ খবরও আজকের দৈনিকগুলোর প্রধান খবর হিসেবে প্রকাশিত হয়েছে। প্রথম আলোর খবরে বলা হয়েছে, কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে হত্যার আগে ধর্ষণ করা হয়। তার শরীর থেকে নেয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে ধর্ষণের আলামত মিলেছে বলে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি নিশ্চিত করেছে।
এদিকে, তনুর ডিএনএ পরীক্ষার প্রতিবেদন সম্পর্কে জানার পর গত রাত নির্ঘুম কাটিয়েছেন তার বাবা, মা ও ছোট ভাই। একমাত্র আদরের মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে—এমন তথ্য জেনে তনুর বাবা-মা কান্নায় বুক ভাসিয়েছেন। কেঁদেছেন ছোট ভাইটিও। পরিবারটির দাবি, এখন দ্রুত আসামিদের শনাক্ত করে তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক।
আর ইত্তেফাকের খবরে বলা হয়েছে, তনুর ধর্ষণের আলামত প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। দুইটি তদন্ত প্রতিবেদনে গরমিল পাওয়া গেলে আদালত ব্যবস্থা নেবেন।
‘ইউনিফর্ম ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতারের ঘটনা ভয়াবহ’-ইত্তেফাক
প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, ইউনিফর্ম না পরে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতারের ঘটনা ভয়াবহ। আদালত বলেছে, কাউকে গ্রেফতার করতে হলে ইউনিফর্ম পরিহিত অবস্থায় থাকতে হবে।
মঙ্গলবার বিনা পরোয়ানায় গ্রেফতার সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও রিমান্ড সংক্রান্ত ১৬৭ ধারার নির্দেশনার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিকালে আদালত এই মন্তব্য করে।
শুনানির এক পর্যায়ে প্রধান বিচরাপতি এস কে সিনহা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উদ্দেশ্যে বলেন, বিনা পরোয়ানায় গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হাইকোর্ট রায়ে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছিল। ১৩ বছর পার হয়ে গেলেও আপনার একটি নির্দেশনাও (সরকার) প্রতিপালন করেননি।
প্রধান বিচারপতি বলেন, ফৌজদারি কার্যবিধি একটি কলোনিয়াল আইন। ১৯৭০ সালে মালয়েশিয়া এই আইনের সংশোধনী এনেছে। মালয়েশিয়াকে অনুসরণ করে পার্শ্ববর্তী দেশ ভারতও তাদের ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছে। কিন্তু আমরা এখনো এটি করতে পারছি না।
প্রধান বিচারপতি বলেন, যথাযথ চিন্তাভাবনা না করেই আইন প্রণয়ন না করার কারণেই বিচার বিভাগের ওপর মামলার চাপ আছে। তিনি বলেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আমাকে বলেছে, বঙ্গবন্ধুর বডিগার্ডের দায়িত্ব পালনকারী এক মুক্তিযুদ্ধের সন্তানকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আজও তাদের খোঁজ পাওয়া যায়নি।
তিনি বলেন, আইনশৃঙ্খলাবাহিনী কাউকে গ্রেফতার করেই গণমাধ্যমের সামনে হাজির করছেন না। এটি গ্রহণযোগ্য নয়।
ভোগ্যপণ্যের মজুদ পর্যাপ্ত, দাম বাড়ালে ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী –কালের কন্ঠ
আসন্ন রমাজানে বাজারে ছোলা, পেঁয়াজ, ডালসহ ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাজারে পণ্য মজুদ ও সরবরাহ পর্যাপ্ত থাকায় মূল্যবৃদ্ধির কোনো কারণ নেই বলে মন্তব্য করে তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্য বিক্রি না করে মজুদ করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের বিভিন্ন নিত্যপণ্য ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকের এসব কথা বলেন।
তবে গতকালের দৈনিক মানবজমিনের প্রতিবেদনে এসেছে, ব্যবসায়ীরা অভিনব কৌশলে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে।
পাঠক ! বাংলাদেশের পর এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।
দিল্লি পুরসভার উপনির্বাচনে ধাক্কা কেজরীওয়ালের- আনন্দবাজার/আজকাল
নরেন্দ্র মোদীর দশার গ্রাসে এখন অরবিন্দ কেজরীওয়ালও। ফাঁকতালে তার ফায়দা তুলল কংগ্রেস। আনন্দবাজারের প্রতিবেদনে লেখা হয়েছে, দিল্লি পুরসভার ১৩টি আসনে উপনির্বাচন হয়েছিল গত রবিবার। আজ ফল প্রকাশের পর দেখা গেল, এক বছর পার হতেই খোদ দিল্লিতে জনপ্রিয়তা খোয়াচ্ছেন অরবিন্দ কেজরীওয়াল। ঠিক যে ভাবে লোকসভার সময় ওঠা মোদী-হাওয়া এখন উধাও হয়েছে, সেই একই দশা কেজরীওয়ালের। আর এ সবের মাঝে হাসি চওড়া হয়েছে কংগ্রেসের।
আর ৯ বছরে ভারতে ৫ লক্ষ মহিলার মৃত্যু হতে পারে ক্যানসারে- আনন্দবাজার
প্রতিবেদনে বলা হয়েছে, মহিলাদের জন্য এটি রীতিমতো আতঙ্কের খবর। ক্যান্সারের ‘স্বর্গরাজ্য’হয়ে উঠেছে ভারত! আর এ দেশে ক্যান্সারের বড় ‘শিকার’হচ্ছেন মহিলারাই! পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এ দেশে আর ৯ বছর পর, ২০২৫ সালের মধ্যে কম করে ৫ লক্ষ মহিলা মারা যেতে পারেন ক্যান্সারে। আক্রান্তের সংখ্যাটা হতে পারে তার অন্তত ৪/৫ গুণ।
এই ভয়াবহ ছবিটা উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হেল্থ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস (ইউএসডিএইচএইচএস)-এর অধীনস্থ ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের (এনসিআই) হালের একটি সমীক্ষায়।
মাসুদের বিরুদ্ধে ইন্টারপোলের হুলিয়া জারি-আজকাল
খবরটিতে বলা হয়েছে, পাঠানকোট হামলায় যোগসাজশের অভিযোগে জৈশ প্রধান মাসুদ আজহার এবং তার ভাই আবদুল রউফের বিরুদ্ধে হুলিয়া জারি করল ইন্টারপোল। দাবি একটি সংবাদ সংস্থার। সম্প্রতি আজহার, রউফ এবং হামলাকারীদের ২ হ্যান্ডলার কাশিফ জান, শহিদ লতিফের বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মোহালির বিশেষ এন আই এ আদালত। তার পরেই ৪ জনের বিরুদ্ধে হুলিয়া জারির জন্য ইন্টারপোলের দ্বারস্থ হয় তারা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭