ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
নতুন ভিডিও বার্তায় জাতিকে যে প্রতিশ্রুতি দিলেন তালেবান নেতারা
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৬ আগস্ট সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- টিকটক-পাবজি-ফ্রি ফায়ার-লাইকি বন্ধের নির্দেশ হাইকোর্টের-ইত্তেফাক
- আফগান ছাড়তে বাধা না দিতে যুক্তরাষ্ট্রসহ ৬৫ দেশের বিবৃতি-প্রথম আলো
- মাস্ক পরার অভ্যাসে যুক্তরাষ্ট্রের থেকে এগিয়ে বাংলাদেশ-মানবজমিন
- নতুন ভিডিও বার্তায় জাতিকে যে প্রতিশ্রুতি দিলেন তালেবান নেতারা-যুগান্তর
- কাবুল বিমানবন্দরে মার্কিন বাহিনীর গুলি, নিহত পাঁচ-কালের কণ্ঠ
- কাবুল দখলের পর ভারতের উদ্দেশ্যে যা বলল তালেবান-বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- উড়ানপথ বন্ধ করে দিল কাবুল, ভারতীয় নাগরিকদের ফেরানো হবে কী ভাবে, চিন্তায় দিল্লি-আনন্দবাজার
- ৩০ বছরের সম্পর্ক শেষ, Sonia Gandhi-কে চিঠি লিখে কংগ্রেস ছাড়লেন Sushmita Dev-সংবাদ প্রতিদিন
- দুটো ঢিল মারতেই বিপ্লব শেষ, ত্রিপুরায় খেলা শুরু হয়ে গিয়েছে'! তৃণমূলকে খোঁচা দিলীপের-আজকাল
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
আফগান ছাড়তে বাধা না দিতে যুক্তরাষ্ট্রসহ ৬৫ দেশের বিবৃতি-প্রথম আলো
কাবুলের পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করল তালেবান। এমন পরিস্থিতিতে যাঁরা আফগানিস্তান ছেড়ে যেতে চান, তাঁদের বাধা না দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে ৬৫টি দেশ। দেশত্যাগে ইচ্ছুক ব্যক্তিরা কোনো হয়রানির শিকার হলে এর দায় তালেবানকেই নিতে হবে বলে জানিয়েছে এসব দেশ। খবর এএফপি ও রয়টার্সের।
স্থানীয় সময় গতকাল রোববার ৬৫ দেশের পক্ষ থেকে স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্টও করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। টুইটে তিনি বলেন, ‘আফগানসহ বিভিন্ন দেশের নাগরিক যাঁরা দেশত্যাগ করতে চান, তাঁদের যেন তা করতে দেওয়া হয়। এটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে রয়েছে।’
টিকটক-পাবজি-ফ্রি ফায়ার-লাইকি বন্ধের নির্দেশ হাইকোর্টের-ইত্তেফাক
অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম ও লাইকিসহ এ ধরনের অনলাইনভিত্তিক ক্ষতিকর সব ধরনের অ্যাপস অপসারণ এবং লিংক অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে সব অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম তথা লাইকির মতো সব ধরনের অনলাইন গেম এবং অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। সোমবার (১৬ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।
আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম সরোয়ার পায়েল। আর বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।
কাবুল বিমানবন্দরে মার্কিন বাহিনীর গুলি, নিহত পাঁচ-কালের কণ্ঠ
আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবান দখলে নেওয়ার পর দেশ ছাড়তে বিমানবন্দরে জনসমুদ্রে পরিণত হয়েছে। সেখানে বিমানে ওঠার চেষ্টারত সাধারণ মানুষের চাপ সামলাতে হিমশিম খেয়ে ফাঁকা গুলি ছোড়ে মার্কিন সেনারা। সেখানে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কাবুল বিমানবন্দরের একটি উড়োজাহাজকে ঘিরে লোকে লোকারণ্য। আফগানিস্তানের চরম রাজনৈতিক অস্থিরতায় দেশ ছাড়তে অসংখ্য মানুষ সেখানে ভিড় করছেন।
দাঁড়িয়ে থাকা বিমানটিতে উঠতে যে যার মতো চেষ্টা চালাচ্ছিল। কে কার আগে বিমানে উঠতে পারে তা নিয়ে হট্টগোলের মধ্যেই গুলি চালায় মার্কিন বাহিনী। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরে।
নতুন ভিডিও বার্তায় জাতিকে যে প্রতিশ্রুতি দিলেন তালেবান নেতারা-যুগান্তর
রাজধানী কাবুলে তালেবান দখলদারিত্ব প্রতিষ্ঠা করার পর সেখানকার সাধারণ মানুষের মনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। অনেকে দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন। বিদেশি দূতাবাস কর্মী ও আফগানিস্তানের বেসামরিক লোকজনকে ভীত-স্বন্ত্রস্ত হয়ে বিমানবন্দরে ভিড় করতে দেখা গেছে।
এর মধ্যেই জাতির উদ্দেশে দেওয়া নতুন একটি ভিডিও বার্তায় তালেবান নেতারা আফগানিস্তানের মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
কাবুল দখল ও বিজয় ঘোষণার একদিন পরে তালেবানের পক্ষ থেকে নতুন এই ভিডিও বার্তা প্রচার করা হলো। সেই ভিডিও বার্তায় তালেবানের উপ-প্রধান নেতা মোল্লা বারাদার আখুন্দ বলেছেন, এখন সময় হয়েছে আফগানিস্তানের মানুষের সেবা আর তাদের জীবনমান উন্নয়নের।
কাবুল দখলের পর ভারতের উদ্দেশ্যে যা বলল তালেবান-বাংলাদেশ প্রতিদিন
সৈন্য পাঠালে ফল ভাল হবে না বলে ভারতের প্রতি আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল তালেবান। এবার সরাসরি ভারতকে অবস্থান পাল্টানোর পরামর্শ দিলেন তালেবান মুখপাত্র শাহীন সুহেল। পূর্বতন আশরফ গনি সরকারের সঙ্গে যে সখ্য ছিল, তালেবানের সঙ্গেও তেমন সুসম্পর্ক বজায় রাখলে ভারত এবং আফগানিস্তান, দুই দেশের পক্ষেই তা মঙ্গলজনক বলে জানিয়ে দিলেন তিনি।
রবিবার কাবুল দখলের পর তালিবানের নেতৃত্বে আফগানিস্তানে পূর্ণ সময়ের সরকার গঠন এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এই তালেবান সরকারের সঙ্গে আগামী দিনে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু তালেবানের দাবি, ভারত চাইলে আগের মতোই দু’দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব।
মাস্ক পরার অভ্যাসে যুক্তরাষ্ট্রের থেকে এগিয়ে বাংলাদেশ-মানবজমিন
কতদিন আর মাস্ক পরে থাকতে হবে? এই প্রশ্নটা এখন ছোট-বড় সবার মাথাতেই কমবেশি ঘুরপাক খাচ্ছে। কারণ দেখা যাচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট টিকা নেওয়া এবং না নেওয়া উভয় ব্যাক্তিদের ওপরেই প্রভাব বিস্তার করছে। তাই বাড়ছে মাস্ক পরার প্রয়োজনীয়তা। শিশুদের নানারকম উপহার দিয়ে এ বিষয়ে সচেতন করার প্রয়াস চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি প্রেস বিবৃতিতে মাস্ক বিরোধী আচরণের তীব্র নিন্দা করেছেন। তবে কিছু দেশ মানুষকে মাস্ক করার প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝাতে সক্ষম হয়েছে। স্ট্যানফোর্ড, ইয়েলের গবেষকরা বাংলাদেশের ৬০০ টি গ্রামে সমীক্ষা চালিয়েছেন এবং বিস্মিত হয়েছেন এই দেখে যে তাঁরা মাস্কের ব্যবহার সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। গবেষকরা জানাচ্ছেন নিম্ন আয়ের দেশগুলিতে বিশেষ করে যাদের ভ্যাকসিন কেনার ক্ষমতা নেই তাদের মাস্ক পরার অভ্যাস কোভিড -১৯ প্রতিহত করতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
উড়ানপথ বন্ধ করে দিল কাবুল, ভারতীয় নাগরিকদের ফেরানো হবে কী ভাবে, চিন্তায় দিল্লি-আনন্দবাজার
বন্ধ করে দেওয়া হয়েছে কাবুলের উড়ানপথ। যার জেরে আফগানিস্তানের রাজধানী শহরে আটকে থাকা ভারতীয়দের কী ভাবে দেশে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে এ বার উদ্বিগ্ন দিল্লি। কাবুলের উড়ানপথ বন্ধ হওয়ায় আপাতত হামিদ কারজাই বিমানবন্দরে কোনও বিমানই অবতরণ করতে পারবে না। ছাড়বে না কোনও বিমানও।এয়ার ইন্ডিয়ার এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘দুপুর সাড়ে ১২টা নাগাদ একটি বিমান কাবুলের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। সেটি আপাতত বাতিল করা হচ্ছে।’’ কাবুল বিমান বন্দর কর্তৃপক্ষের তরফেও সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, বিমান বন্দরে প্রচুর মানুষের ভিড় জমেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই উড়ানপথ আপাতত বন্ধ করা হয়েছে।
দুটো ঢিল মারতেই বিপ্লব শেষ, ত্রিপুরায় খেলা শুরু হয়ে গিয়েছে'! তৃণমূলকে খোঁচা দিলীপের-আজকাল
ত্রিপুরায় গতকালও আক্রান্ত হয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন এবং অপরূপা পোদ্দার। বারবার আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে গর্জে উঠেছে তৃণমূল। আর ত্রিপুরায় তৃণমূলের আক্রান্ত হওয়ার ঘটনাকে নিয়ে কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের কথায়, ‘দুটো ঢিল মারতেই দেখা যাচ্ছে ত্রিপুরায় তৃণমূলের বিপ্লব শেষ হয়ে গেল। খুব কান্নাকাটি করছে ওরা। বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে ত্রিপুরায় গিয়েছে। বাচ্চা ছেলেদের কেন নিয়ে যায়? কান্না কাটি করছে কেউ, কেউ বলছে সুইসাইড করব, কেউ বলছে রাস্তায় শুয়ে থাকবে- দুটো ঢিল মেরেছে আর তাতেই বিপ্লব শেষ। আর ত্রিপুরায় তো খেলা শুরু হয়ে গিয়েছে। সব জায়গায়তেই খেলা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল খেলা শুরু করার আগেই খেলা শুরু হয়ে গিয়েছে। আর তৃণমূল খেলা হবে দিবস করছে যা হাস্যকর। তৃণমূল রাজনৈতিক হিংসার খেলা শুরু করেছে। আর খেলার প্রসারে কোনও কাজ করছে না তৃণমূল।’
৩০ বছরের সম্পর্ক শেষ, Sonia Gandhi-কে চিঠি লিখে কংগ্রেস ছাড়লেন Sushmita Dev-সংবাদ প্রতিদিন
রাজনৈতিক সচেতনতা হওয়া ইস্তক কংগ্রেসের সঙ্গেই ছিলেন। অনুপ্রেরণা অবশ্যই প্রয়াত বাবা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেব। বাবাকে দেখেই কংগ্রেসী ঘরানার প্রতি আগ্রহ এবং সক্রিয় সদস্য হিসেবে যোগদান। দলের সাংসদ, মুখপাত্র, মহিলা কংগ্রেসের সভাপতি – একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। দলের প্রতি একনিষ্ঠ নেত্রী সুস্মিতা দেব (Sushmita Dev) এবার দীর্ঘ ৩০ বছরের সম্পর্ক ছেদ করলেন কংগ্রেসের (Congress) সঙ্গে। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) চিঠি পাঠিয়ে তিনি দলত্যাগের কথা জানালেন। আর সঙ্গে সঙ্গেই সুস্মিতাকে নিয়ে শুরু হয়েছে নয়া জল্পনা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সুস্মিতা কি তৃণমূলে যোগ দেবেন? #
পার্সটুডে/বাবুল আখতার/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।