আগস্ট ২০, ২০২১ ১৬:০৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২০ আগস্ট শুক্রবার কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর-ইত্তেফাক
  • রাজধানীর হোসেনি দালানে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলকালের কণ্ঠ
  • ‘সরকার কোনও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেনি’কাদের-মানবজমিন
  • কাবুলের আকাশে একে একে চক্কর মার্কিন সশস্ত্র যুদ্ধবিমানের-যুগান্তর
  • মশা মারতে বড় অঙ্কের অর্থ ব্যয়, সুফল কম-প্রথম আলো

 এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • বাড়ি বাড়ি ঢুকে খানাতল্লাশি! ‘শত্রু’ খুঁজে বেড়াচ্ছে তালিবান, রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের-আনন্দবাজার
  • সোনিয়ার ডাকা বৈঠকের কেন্দ্রবিন্দুতে মমতাই! আর কারা থাকবেন?সংবাদ প্রতিদিন
  • পশ্চিমবাংলায় NRC দরকার’, শান্তনুকে পাশে নিয়ে বার্তা শুভেন্দুর-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর-ইত্তেফাক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ পবিত্র আশুরা উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান। খবর তথ্য বিবরণীর। প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র আশুরা অত্যন্ত শোকাবহ, তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি দিন। বিভিন্ন কারণে এ দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পবিত্র ও ভাবগাম্ভীর্যপূর্ণ। হিজরি ৬১ সালের ১০ মহরম মহানবী হযরত মুহম্মদ (সঃ) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ও তার পরিবারবর্গ কারবালা প্রান্তরে শাহাদতবরণ করেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাদের এ আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

শেখ হাসিনা বলেন, ‘আমরা এক সংকটময় সময়ে আশুরা পালন করছি। করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমাদের সরকার এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা জনগণকে সকল সহযোগিতা অব্যাহত রেখেছি। আল্লাহ বিপদে মানুষের ধৈর্য পরীক্ষা করেন। এসময় সকলকে অসীম ধৈর্য নিয়ে সহনশীল ও সহানুভূতিশীল মনে একে অপরকে সাহায্য করে যেতে হবে।’

‘সরকার কোনও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেনি’কাদের- মানবজমিন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকার কোনও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেনি বরং সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির পৃষ্ঠপোষকতায় পরিপুষ্ট সন্ত্রাস ও দুর্বিত্তায়নের রাজনীতির বিস্তার প্রতিরোধে কাজ করছে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজ শুক্রবার বিবৃতিটিতে ওবায়দুল কাদের বলেন, দলীয় পরিচয়ের আড়ালে কোনও অপরাধী পার পাবে না। আওয়ামী লীগ সবসময় আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। দলীয় পরিচয়ের আড়ালে কোনও অপরাধী কোনোদিন প্রশ্রয় পায়নি, পাবেও না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকার কোনও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেনি বরং সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির পৃষ্ঠপোষকতায় পরিপুষ্ট সন্ত্রাস ও দুর্বিত্তায়নের রাজনীতির বিস্তার প্রতিরোধে কাজ করছে।

আজ শুক্রবার বিবৃতিটিতে ওবায়দুল কাদের বলেন, দলীয় পরিচয়ের আড়ালে কোনও অপরাধী পার পাবে না। আওয়ামী লীগ সবসময় আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। দলীয় পরিচয়ের আড়ালে কোনও অপরাধী কোনোদিন প্রশ্রয় পায়নি, পাবেও না।

তিনি আরও বলেন, বরিশালের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং অনেকেই গ্রেপ্তার হয়েছে।

টিকা ক্লিনিকে গেল কীভাবে?-মানবজমিন

রাজধানীর ক্লিনিকে পাওয়া গেল মডার্নার ভ্যািকসিন!

রাজধানীর দক্ষিণখানের একটি ক্লিনিকে ‘মডার্নার করোনার টিকা’ দেয়ার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, ক্লিনিকটিতে ‘মডার্নার টিকা’ দেয়া হচ্ছিল। এ জন্য প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে নিচ্ছিলেন গ্রেপ্তার হওয়া ব্যক্তি। অবৈধভাবে টাকার বিনিময়ে করোনাভাইরাসের টিকা দেয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।  প্রশ্ন হলো এই টিকা কীভাবে ক্লিনিকে গেল। পুলিশ ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

করোনার টিকা ক্লিনিকে কীভাবে গেল জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন মানবজমিনকে বলেন, পুলিশ ক্লিনিক থেকে কিছু টিকা উদ্ধার করার খবর শুনেছি। এটি সত্য কিনা মিথ্যা পুলিশ আগে বের করুক। বিষয়টি পুলিশ আগে দেখুক। নকল টিকাও তো হতে পারে। তারপর তদন্ত করা হবে।

দৈনিকটি অপর এক খবরে লিখেছে,১৮ বছর বয়সী শিক্ষার্থীরাও নিতে পারবেন টিকা। যুগান্তর লিখেছে,দেশে টিকা দেওয়া হয়েছে সোয়া ২ কোটি।  

মশা মারতে বড় অঙ্কের অর্থ ব্যয়, সুফল কম-প্রথম আলো

মশকনিধনে বেশ বড় অঙ্কের অর্থ ব্যয় হলেও সুফল খুব একটা মিলছে না। বিশেষজ্ঞদের মতে, মশার সমস্যা নিয়ন্ত্রণে শুধু ওষুধ ছিটালে হবে না, প্রয়োজন কার্যকর ওষুধ ও সমন্বিত কীট ব্যবস্থাপনা।

সেই ব্যবস্থাপনা কী হবে, তা ঠিক করতে স্থানীয় সরকার বিভাগ গত বছরের ৬ জানুয়ারি একটি কমিটি গঠন করে দিয়েছিল। কথা ছিল, এক মাসের মধ্যে কমিটি সুপারিশ জমা দেবে। তবে এক বছর সাত মাস পেরিয়ে গেছে, কমিটি কোনো সুপারিশ জমা দেয়নি। সভা করেছে মাত্র একটি।

কমিটি গঠন করা হয়েছিল ২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার পর। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ওই বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখের বেশি মানুষ। সরকারি হিসাবে মারা যান ১৭৯ জন, যা বেসরকারি হিসাবে ৩০০ জনের বেশি। এমন অবস্থায় ওই বছরের মাঝামাঝি ও ২০২০ সালের শুরুতে মশকনিধনের উপায় খুঁজতে স্থানীয় সরকার বিভাগ বিশেষজ্ঞদের নিয়ে বেশ কয়েকটি সভা করে। এসব সভায় বিশেষজ্ঞরা সিটি করপোরেশন ও পৌরসভা পর্যায়ে বিক্ষিপ্তভাবে মশক নিয়ন্ত্রণের কার্যক্রম না চালিয়ে সমন্বিত ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট) গড়ে তোলার সুপারিশ করেন।

আফগানিস্তান পরিস্থিতি। কাবুলের আকাশে একে একে চক্কর মার্কিন সশস্ত্র যুদ্ধবিমানের-যুগান্তর

কাবুল দখল নিয়ে আফগানিস্তানের ক্ষমতায় বসেছে তালেবান।এরপর থেকেই আফগানিস্তান ছেড়ে যাচ্ছেন সরকারি ও মার্কিন বাহিনীকে সহযোগিতা করা আফগানরা।এ ছাড়া কাবুল বিমানবন্দর দিয়ে ছেড়ে যাচ্ছে মার্কিন বাহিনী।আর তাদের নিরাপত্তা দিতেই কাবুলের আকাশে একে একে চক্কর দিচ্ছে মার্কিন যুদ্ধবিমানগুলো।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের যে অভিযান অব্যাহত আছে, তার নিরাপত্তা নিশ্চিত করতেই কাবুলের আকাশে মার্কিন যুদ্ধবিমান উড়ছে।

দৈনিকটির অপর একটি খবরে লেখা হয়েছে, আফগানিস্তান পুনর্গঠনের চীন ভূমিকা রাখতে পারে বলে এক সাক্ষৎকারে জানিয়েছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহিন।

আফগানিস্তানে তালেবান প্রতিরোধে বিক্ষিপ্ত বিক্ষোভ। যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুল দখল নিয়ে দেশটির ক্ষমতায় আসে তালেবান। কিন্তু ক্ষমতায় এসে আফগান জাতীয় পতাকা নামিয়ে তালেবানের পতাকা উত্তোলন নিয়ে দেশটিতে বিক্ষোভের মুখে পড়েছে তালেবান। কাবুলের ১৫০ কিলোমিটার উত্তরের পাঞ্জশির উপত্যকায় তালেবান গোষ্ঠীকে প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

কুষ্টিয়ার ৩৭ গ্রামের ৫০ হাজার মানুষ পানিবন্দি-মানবজমিন

বাংলাদেশের বন্যা পরিস্থিতি

পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুই ইউনিয়নের ৩৭টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ এখন পানিবন্দি অবস্থায় রয়েছে। রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৯টি গ্রামের মধ্যে ১৭টি গ্রাম ও চিলমারী ইউনিয়নের ২০টি গ্রাম বন্যাকবলিত হওয়ায় গ্রামের মানুষ এখন পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। বেড়েছে তাদের চরম দূর্ভোগ দূর্দশা।পানিবন্দি হয়ে রয়েছে ওইসকল গ্রামের অর্ধলক্ষ মানুষ। বন্যার পানি বৃদ্ধির ফলে আমন ধান, পাটক্ষেত, মরিচক্ষেত, কলাবাগান ও পানবরজসহ বিভিন্ন ধরণের কয়েক হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও পশু খাদ্যের সংকট। কোমর অথবা হাঁটু পানির মধ্যে বসবাস করতে হচ্ছে বন্যাকবলিতদের।

খাদ্য সংকট দেখা দেওয়ায় তারা সাহায্য ও সহযোগিতার দাবিও করেছেন। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, প্লাবিত লালমনিরহাট-নীলফামারীর ৫০টির অধিক চর

লোকালয়ে তিস্তার পানি। বিস্তারিত খবরে বলা হয়েছে, পাহাড়ি ঢল ও ভারতের গজলডোবার সব গেট খুলে দেয়া হয়েছে। ফলে তিস্তা ব্যারেজে এখনো বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় লালমনিরহাট ও নীলফামারী জেলার ৫০টির অধিক চর ও পাঁচটি উপজেলার চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য ২১ মাসের বয়স ছাড়-কালের কণ্ঠ

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য ২১ মাসের বয়স ছাড়ের সিদ্ধান্ত জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থাৎ ২০২০ সালের ২৫ মার্চ যাঁদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল, তাঁরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জারি করা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্য হবেন।

এই হিসাবে গত বছরের ২৫ মার্চ থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ২১ মাস সাত দিনের ছাড় পেলেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে এই ছাড় দিয়েছে সরকার।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

সন্ত্রাসবাদ বিশ্বাসকে গুঁড়িয়ে দিতে পারে না’, তালিবানি তাণ্ডবের আবহে মন্তব্য মোদির-সংবাদ প্রতিদিন

সন্ত্রাসবাদ কখনও বিশ্বাসকে দমিয়ে রাখতে পারে না। সোমনাথ মন্দিরে একাধিক প্রকল্পের শিলান্যাসের অনুষ্ঠানে গিয়ে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। আফগানিস্তানে তালিবানি সন্ত্রাসের আবহে মোদির এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।প্রসঙ্গত, আফগানিস্তান (Afghanistan) ইস্যু নিয়ে এখনও পুরোপুরি অবস্থান ঠিক করে উঠতে পারেনি ভারত সরকার। ইতিমধ্যেই নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীকে নিয়ে একাধিক বৈঠক করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মনে করা হচ্ছে, তালিবান (Taliban) সম্পর্কে এবার আর আগের মতো কড়া অবস্থান নেবে না ভারত।

পশ্চিমবাংলায় NRC দরকার’, শান্তনুকে পাশে নিয়ে বার্তা শুভেন্দুর

‘পশ্চিমবাংলায় NRC দরকার’, শান্তনু ঠাকুরকে পাশে নিয়ে সাফ বার্তা শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর বনগাঁয় পা রাখলেন মতুয়া বাড়ির ছেলে শান্তনু ঠাকুর।NRC প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘যে লড়াই ১৯৪৫ সাল থেকে সবাই করছে, তার স্থায়ী সমাধান করে দিয়েছে ভারত সরকার। NRC কার্যকর করার প্রয়োজন রয়েছে। পশ্চিমবঙ্গে NRC-টা দরকার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা যা যা করছে, বাংলাতে সেটা দরকার। না হলে বাংলা দ্বিতীয় বাংলাদেশ হবে। রাজ্যে আজ, কাল বা পরশু BJP-র সরকার তৈরি হবে। গেরুয়া ঝাণ্ডা মহাকরণের মাথায় উঠবে। এটা সবাই জানেন যে কেবল নরেন্দ্র মোদির ভারতেই মাথা উঁচু করে হরি বোল বলা যায়।’

সোনিয়ার ডাকা বৈঠকের কেন্দ্রবিন্দুতে মমতাই! আর কারা থাকবেন?-সংবাদ প্রতিদিন

শেষবার যখন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছিলেন, তখন মধ্যমণির ভূমিকায় দেখা গিয়েছিল এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই। সোনিয়া নিজেই বৈঠকে মমতাকে সভাপতিত্ব করার আহ্বান জানিয়েছিলেন। বিনয়ের সঙ্গে সেই ডাকে সাড়া দিয়ে সভাপতিত্ব করেন তৃণমূল সুপ্রিমো। শুক্রবার ফের ২০২৪-এ বিজেপি (BJP) বিরোধী জোটের সুতো পাকাতে বৈঠকে বসছেন কংগ্রেস সভানেত্রী। এবারেও মমতাই হয়ে উঠতে পারেন সেই বিরোধী বৈঠকের মধ্যমণি।আসলে একুশে এরাজ্যের নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করার পর দিল্লি দখলকে পাখির চোখ করেছে তৃণমূল (TMC)। সেই লক্ষ্যে এরাজ্যের বাইরেও ক্ষমতা বাড়াতে উদ্যগী হয়েছে এরাজ্যের শাসকদল। সংসদেও বিজেপি বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকায় দেখা গিয়েছে তৃণমূলকে। গতমাসে দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই বিরোধী জোটের গোড়াপত্তন করেছিলেন। তাছাড়া বাংলার নির্বাচনে প্রবল পরাক্রমী বিজেপিকে যেভাবে মমতা রুখে দিয়েছেন, তা জাতীয় রাজনীতিতে তাঁর গুরুত্বও বাড়িয়েছে। স্বাভাবিকভাবেই আজকের বৈঠকে মমতাই যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই তৃণমূলের তরফে জানানো হয়েছে, মমতা আজকের বৈঠকে থাকবেন।

বাড়ি বাড়ি ঢুকে খানাতল্লাশি! ‘শত্রু’ খুঁজে বেড়াচ্ছে তালিবান, রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের-আনন্দবাজার পত্রিকা

Image Caption

বিরোধীদের ক্ষমা করে দেওয়া হবে— ক্ষমতা দখলের ঠিক পরেই এই কথা শোনা গিয়েছিল তালিবান নেতৃত্বের মুখে। কিন্তু তা যে শুধুই কথার কথা, তা যেন প্রমাণ করে দিচ্ছে তালিবান। বিরোধী এবং পূর্বতন সরকারের যে সব আধিকারিক আমেরিকা এবং ন্যাটো বাহিনীর সঙ্গে কাজ করেছেন, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছেন বন্দুকধারী তালিব যোদ্ধারা। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে রাষ্ট্রপুঞ্জের গোয়েন্দাদের রিপোর্টে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০

ট্যাগ