আগস্ট ২১, ২০২১ ১৬:৩৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২১ আগস্ট শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • বিএনপি-জামায়াতের সহযোগিতায় ২১ আগস্ট হামলা: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • সাংবাদিকদের হয়রানি বন্ধে তালেবান-যুক্তরাষ্ট্র আলোচনা-প্রথম আলো
  • তালেবানরা নারী ও মানবাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করবে বলে আশা পাকিস্তানি সেনাপ্রধানের-মানবজমিন
  • কারাগারে পাঠানো হলো পরীমনিকে-যুগান্তর
  • বিল্ডিং কোড না মানলে ভবনে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না: মেয়র আতিক?-কালের কণ্ঠ
  • তালেবানের সঙ্গে তুমুল লড়াই, তিন জেলা পুনরুদ্ধারের দাবি বিরোধী জোটের : বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • তালিবানি কব্জা থেকে মুক্ত ভারতীয়রা! দ্রুত ফেরানো হবে দেশে, বলছে বায়ুসেনা-আনন্দবাজার
  • পদত্যাগ করলেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষকান্তি বিশ্বাস, তৃণমূলে যোগ নিয়ে জল্পনা-সংবাদ প্রতিদিন
  • খেলা হবে’ দিবসের পর ত্রিপুরায় রাখিবন্ধনের আয়োজন ‌TMC-র!‌ 'মানুষ বন্ধনে আবদ্ধ হবে না', কটাক্ষ বিজেপির-আজকাল

শ্রোতাবন্ধুরা এবার বাংলাদেশের বিস্তারিত খবর তুলে ধরছি

সাংবাদিকদের হয়রানি বন্ধে তালেবান-যুক্তরাষ্ট্র আলোচনা-প্রথম আলো

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর থেকেই দেশটিতে সাংবাদিকদের হয়রানির নানা খবর সামনে আসছে। এই হয়রানি বন্ধে তালেবানের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। খবর বার্তা সংস্থা এএনআইয়ের।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস

গতকাল সংবাদ সম্মেলনে নেড প্রাইসের কাছে আফগানিস্তানে গণমাধ্যমের হয়রানি নিয়ে জানতে চান সাংবাদিকেরা। এ সময় তিনি বলেন, ‘আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে তাঁদের (তালেবান নেতা) সঙ্গে সব পর্যায়ে সংলাপ চালিয়ে যাচ্ছি।’ গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। পরের দিনই সংবাদ সম্মেলনে তালেবানের পক্ষ থেকে বলা হয়, তারা কারও বিরুদ্ধে প্রতিশোধমূলক কিছু করবে না। দেশে সংবাদমাধ্যমকে কাজ করতে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল তারা। তবে তাদের ওই কথার সঙ্গে কাজের মিল পাওয়া যাচ্ছে না।

বিল্ডিং কোড না মানলে ভবনে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না: মেয়র আতিক?-কালের কণ্ঠ

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার এমিকনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থান আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বনানীর কোনো ভবনে বিল্ডিং কোড মানা হয়নি। তিনি বলেন, বিল্ডিং কোড মানা ছাড়া কোনো ভবনে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না।

ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আতিকুল ইসলাম

আজ শনিবার (২১ আগস্ট) দুপুর ১ টার দিকে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, আমাদের এখানে যিনি আঞ্চলিক নির্বাহী কর্মকতা আছেন, তাকে আমি নির্দেশ দিয়েছি এসব বিল্ডিংয়ে থেকে যারা লাইসেন্স নেওয়ার জন্য যাবে প্রতিটি বিল্ডিংয়ের মালিককে বিল্ডিং আইন মেনে ট্রেড লাইসেন্স দিতে হবে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মানা ছাড়া কোনো ভবনে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না।

কারাগারে পাঠানো হলো পরীমনিকে-যুগান্তর

মাদক আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিকে আবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  শনিবার সকালে তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় পরীমনিকে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা ফের রিমান্ড না চেয়ে পরীমনিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

বেলা আড়াইটার পর শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  তবে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেননি। তারা পরীমনিকে যেন আদালতে তোলা হয় এবং তার উপস্থিতিতে যাতে শুনানি করা হয়, সেই আবেদন করবেন বলে জানিয়েছেন। 

বিএনপি-জামায়াতের সহযোগিতায় ২১ আগস্ট হামলা: প্রধানমন্ত্রী-ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের সহযোগিতা ছাড়া ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা সম্ভব নয়।’ তিনি এই ঘটনায় তৎকালীন সরকার ও প্রশাসনকে সরাসরি দায়ী করেছেন।

শনিবার সকালে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী।

গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি সরকার আলামত নষ্ট করে ফেলে উল্লেখ করে তিনি বলেন, ‘ভুয়া তদন্ত প্রতিবেদন দেয় এবং জজ মিয়া নাটক সাজায়। আহতরা হাসপাতালে গিয়ে পর্যন্ত চিকিৎসা পায়নি। তাদেরকে তখন সংসদেও কথা বলতে দেয়নি বিএনপি-জামায়াত। উল্টো এই ঘটনার দায় আওয়ামী লীগের ওপর চাপানোর চেষ্টা করা হয়।’

তালেবানের সঙ্গে তুমুল লড়াই, তিন জেলা পুনরুদ্ধারের দাবি বিরোধী জোটের : বাংলাদেশ প্রতিদিন

আফগানিস্তানের বাগলান প্রদেশে তালেবান যোদ্ধাদের ওপর প্রত্যাঘাত শুরু করেছে বিরোধী জোট। শুক্রবার উত্তর-মধ্য আফগানিস্তানের ওই প্রদেশের তিনটি জেলা তালেবানের দখলমুক্ত করেছে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ’র অনুগত বাহিনী। খবর ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র লড়াইয়ের পর শুক্রবার পানশির লাগোয়া বাগলান প্রদেশের বানু, পুল-ই-হিসার এবং দে-সালাহ জেলা পুনরুদ্ধার করেছে বিরোধী জোট। সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১৫ জন তালেবান যোদ্ধা। আহত হয়েছে আরও বেশ কয়েক জন। সালেহ অনুগত যোদ্ধারা রাজধানী পুল-ই-খুমরির অদূরে পৌঁছে গিয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তালেবানরা নারী ও মানবাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করবে বলে আশা পাকিস্তানি সেনাপ্রধানের-মানবজমিন

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া আশা প্রকাশ করেছেন, নারী এবং মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি পূর্ণাঙ্গভাবে রক্ষা করবে তালেবান। তারা এ বিষয়ে বিশ্বের কাছে প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া অন্য কোনো দেশের বিরুদ্ধে তাদের দেশকে ব্যবহার করতে দেবে না। কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে ফ্লাগ প্রেজেন্টেশন প্যারেডে প্রধান অতিথির ভাষণে তিনি এমন আশা প্রকাশ করেন।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া

শুক্রবার আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বিভিন্ন ইস্যুতে কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন ডন। জেনারেল বাজওয়া বলেন, আফগানিস্তানে ও আঞ্চলিক শান্তি চায় পাকিস্তান। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দশকের পর দশক ধরে যে সংঘাত বা বিরোধ রয়েছে আফগানিস্তানের নেতৃত্বে তা সমাধানের জন্য আন্তরিক সমর্থন দিয়ে যাবে পাকিস্তান।

তালিবানি কব্জা থেকে মুক্ত ভারতীয়রা! দ্রুত ফেরানো হবে দেশে, বলছে বায়ুসেনা-আনন্দবাজার

অবশেষে মুক্তি। কাবুল বিমানবন্দরে বহু ভারতীয়-সহ ১৫০ জনকে মুক্তি দিল তালিবান। যদিও শুরু থেকেই অপহরণের খবর অস্বীকার করে এসেছে তালিবান। সূত্রের খবর, কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে ঢোকার সময় তাঁদের ‘অপহরণ’ করে তালিবান। বেশ কয়েক ঘণ্টা বাদে অপহৃতদের মুক্তি দেয় তারা। ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, দ্রুত তাঁদের কাবুল থেকে এয়ার লিফট করা হবে।

কাবুলের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ১৫০ জনকে অপহরণ করে একটি ট্রাকে নিকটবর্তী থানায় নিয়ে যায় তালিবান। এঁদের মধ্যে ছিলেন বহু ভারতীয়। সেখানে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। বেশ কয়েকঘণ্টা পর তাঁদের সবাইকে মুক্তি দেওয়া হয়। বর্তমানে সবাই নিরাপদে রয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি।

খেলা হবে’ দিবসের পর ত্রিপুরায় রাখিবন্ধনের আয়োজন ‌TMC-র!‌ 'মানুষ বন্ধনে আবদ্ধ হবে না', কটাক্ষ বিজেপির-আজকাল

খেলা হবে’ দিবসের পর ত্রিপুরায় রাখিবন্ধনের আয়োজন ‌TMC-র। ত্রিপুরায় ৮ জেলা ও ৬০ বিধানসভা এলাকায় পালন করা হবে এই রাখি বন্ধন উৎসব। ত্রিপুরায় বিজেপিকে হারাতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল ছাত্র-‌যুবদের উদ্যোগে ত্রিপুরায় সর্বত্র আগামিকাল রাখি বন্ধন পালন করা হবে। পথচলতি মানুষকে রাখি পরানো হবে। ত্রিপুরার সর্বত্র রাখি বিলি করবেন তৃণমূলের কর্মী-‌সমর্থকরা। তৃণমূল কংগ্রেস নেতা আশিষলাল সিংহর কথায়, ‘‌রাখি বন্ধন একটা বড় উৎসব। রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আমরা সকলের সঙ্গেই আনন্দ ভাগ করে নিতে চাই৷ ত্রিপুরায় দলকে লাগাতার কর্মসূচির মধ্যে দিয়ে যেতে হবে। ছাত্র-যুবদের গ্রহণযোগ্যতা সব থেকে বেশি। তাই সকলকে সঙ্গে নিয়েই আমরা রবিবার আগরতলা সহ সর্বত্র রাখি উৎসব পালন করব।

পদত্যাগ করলেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষকান্তি বিশ্বাস, তৃণমূলে যোগ নিয়ে জল্পনা-সংবাদ প্রতিদিন

দত্যাগ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস (Congress) কমিটির কার্যকরী সভাপতি পীযুষকান্তি বিশ্বাস (Pijush Kanti Biswas)। শনিবার টুইটারে নিজের ইস্তফার সিদ্ধান্ত ঘোষণা করেছেন পীযুষবাবু। ত্রিপুরার রাজনৈতিক মহলে জল্পনা, সুস্মিতা দেবের হাত ধরে তিনিও তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন। পেশায় আইনজীবী পীযুষবাবু দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত। সুদীপ রায়বর্মণ কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর থেকেই সেরাজ্যে কংগ্রেসের শক্তিক্ষয় শুরু হয়েছে। মাঝখানে প্রদ্যোত মাণিক্য দেববর্মার হাত ধরে কংগ্রেস শক্তিশালী হয়ে উঠছিল। কিন্তু তাঁর দলত্যাগের পর আবার তথৈবচ অবস্থা হাত শিবিরের। কঠিন সময়েও দলের হাল ধরেছিলেন পীযুষবাবু। কিন্তু সম্প্রতি রাজ্যে তৃণমূলের (TMC) উত্থানের ফলে কংগ্রেসের যে সামান্য শক্তি ছিল, সেটাও এখন ক্ষয়িষ্ণু। একে একে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূলে।#

পার্সটুডে/বাবুল আখতার/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ