ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
বরিশালের ঘটনা সরকার ও প্রশাসনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কদর্য রূপ
শ্রোতা/পাঠক! ২৪ আগস্ট মঙ্গলবারে কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
-
সব পক্ষের অংশগ্রহণে সরকার গঠন করা হবে: তালেবান-ইত্তেফাক
- প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে কালই স্কুল খুলতে পারি’-যুগান্তর
- পরীমনিসহ অন্যদের ১৫ মামলার তদন্ত শেষ পর্যায়ে: সিআইডি-প্রথম আলো
- ইসরাইলের হামলায় বাড়ছে ফিলিস্তিনি শিশু মৃত্যুর সংখ্যা-মানবজমিন
- 'বরিশালের ঘটনা সরকার ও প্রশাসনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কদর্য রূপ'-কালের কণ্ঠ
-
আফগান ইস্যুতে ‘বন্ধু’ পুতিনের সঙ্গে আলোচনা মোদির- বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- মোদী-মমতা বৈঠকের পর বাংলার বরাদ্দ বাড়ছে! অগস্টে ১ কোটি টিকা পাচ্ছে রাজ্য-আনন্দবাজার
- কোনও আলোচনা ছাড়াই দেশের সম্পদ বিক্রি’! সার্বিক বিরোধিতায় তৃণমূল-আজকাল
- তালিবানের সঙ্গে প্রতিদিন কথা বলছে আমেরিকা, জানালেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা-সংবাদ প্রতিদিন
শ্রোতা বন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. কেবল শিক্ষাপ্রতিষ্ঠানে গেলেই করোনা ছড়াবে ব্যাপারটি কি তাই? এই প্রশ্নবোধক শিরোনাম করেছে দৈনিক মানবজমিন পত্রিকা। আপনার পর্যবেক্ষণ কী?
২. পারস্য উপসাগরে যৌথ মহড়া চালাবে ইরান, রাশিয়া ও চীন। রাশিয়া এই ঘোষণা দিয়েছে। এই মহড়ার আসল গুরুত্ব কোথায়?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
পরীমনিসহ অন্যদের ১৫ মামলার তদন্ত শেষ পর্যায়ে: সিআইডি-প্রথম আলো
চিত্রনায়িকা পরীমনি, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা হেলেনা জাহাঙ্গীরসহ বিভিন্নজনের নামে থাকা ১৫টি মামলার তদন্তকাজ শেষ পর্যায়ে বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে।
সিআইডির প্রধান মাহবুবুর রহমান জানিয়েছেন, মামলাসংশ্লিষ্ট রাসায়নিক ও ফরেনসিক প্রতিবেদন পাওয়া সাপেক্ষে এক থেকে দেড় মাসের মধ্যেই আদালতে প্রতিবেদন জমা দেওয়া শুরু হবে। নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজ মঙ্গলবার দুপুরে তিনি এ তথ্য জানান।
সিআইডির প্রধান আরও জানিয়েছেন, আসামিদের অপরাধলব্ধ আয় আছে কি না, সেটিও যাচাই–বাছাই করছে সিআইডি। বেশ কয়েকজন আসামির আর্থিক হিসাব জানার জন্য বাংলাদেশ ব্যাংক বরাবর চিঠি দেওয়া হয়েছে।
চিত্রনায়িকা পরীমনিকে তিন দফা রিমান্ডে নেওয়ার আবেদন প্রসঙ্গে সিআইডির প্রধান সাংবাদিকদের আরও বলেন, মামলার তদন্তের স্বার্থেই পরীমনিকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। পরীমনির দেওয়া তথ্যে বেশ কিছু অসংগতি পাওয়া গিয়েছিল। এসব তথ্য যাচাই–বাছাইয়ের জন্য পুনরায় পরীমনিকে রিমান্ডে নিতে আবেদন করা হয়।
গত ২৯ জুলাই গুলশানের বাসা থেকে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে বিদেশি মদসহ গ্রেপ্তার করার কথা জানায় র্যাব। এরপর ১ আগস্ট বারিধারা ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে ইয়াবাসহ গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে শরফুল হাসান ও মাসুদুল ইসলামকে গ্রেপ্তার করে র্যাব।
৪ আগস্ট পরীমনিকে তাঁর বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। একই দিন প্রযোজক নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসব আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এসব মামলায় আদালতের অনুমতি নিয়ে চিত্রনায়িকা পরীমনিসহ অন্য আসামিদের জিজ্ঞাসাবাদ করে সিআইডি। ফারিয়া মাহবুব পিয়াসা ও হেলেনা জাহাঙ্গীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
'বরিশালের ঘটনা সরকার ও প্রশাসনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কদর্য রূপ'-কালের কণ্ঠ
বরিশালের সাম্প্রতিক ঘটনাবলী সরকার এবং প্রশাসন ও প্রশাসনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কদর্য প্রকাশ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে মান্না বলেন, বরিশালের সাম্প্রতিক ঘটনাবলী সরকার এবং প্রশাসন ও প্রশাসনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কদর্য প্রকাশিত হয়ে পড়েছে। তথাকথিত নির্বাচিত মেয়রের দাপটে অসহায় উপজেলা নির্বাহী কর্মকর্তা যখন বিচার চেয়েছেন, তখন বোঝা যায় প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে সেটা গিলে ফেলার চেষ্টা করা হচ্ছে। প্রশাসন ক্যাডারের বিবৃতি এবং তার পরিপ্রেক্ষিতে কতিপয় সচিবের বিরক্তি ও উষ্মা প্রকাশে বোঝা গেছে, সচিবরা নিজেদের মধ্যে কী কুৎসিত ক্ষমতার দ্বন্দ্বে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। প্রশাসন ক্যাডারের সমিতির বিবৃতিতে সইদাতা কর্মকর্তা আবার একজন সচিব, যিনি এক মন্ত্রী তথা সরকারের আশীর্বাদে নিজের নামে মিছিল করে স্লোগান দিয়ে দাপট দেখিয়ে বেড়ান।
মান্না আরো বলেন, জোর করে ক্ষমতায় থাকার জন্য যারা দিনের ভোট রাতে করিয়ে দেওয়ার জন্য প্রশাসনকে নির্লজ্জভাবে ব্যবহার করেন, তাদের পক্ষে যে প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়, সেটা আজ দিনের আলোর মতো স্পষ্ট। ইতোপূর্বে আমরা এর অনেক নজির দেখেছি। সর্বশেষ দেখা গেল কীভাবে ব্যক্তিগত কাজের জন্য একজন সচিব তার অধস্তন কর্মকর্তাদের ব্যবহার করছেন।
এই সরকার দিনকে দিন দেশের সমস্ত প্রতিষ্ঠান গুড়িয়ে ফেলছে, এমনকি জাতির মেরুদণ্ড যে শিক্ষা, সেটাও ধ্বংস করে ফেলছে বলেও মন্তব্য করেন মান্না। অবিলম্বে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
ইসরাইলের হামলায় বাড়ছে ফিলিস্তিনি শিশু মৃত্যুর সংখ্যা-মানবজমিন
দখলীকৃত পশ্চিম তীরের নাবি সালেহ গ্রাম। সেখানে ৩ বছর বয়সী ওমর তামিমি বার বার তার মায়ের কাছে জানতে চাইছে- মা, মুহাম্মদ কোথায়! তার এ প্রশ্নে মা বারা’আ তামিমি সন্তানের সামনে অনেক কষ্টে কান্না ধরে রাখেন। রামাল্লাহর কাছে নাবি সালেহ এলাকার এই মা তার সন্তানকে শান্তনা দেন। তারপর একা হয়ে কান্নায় ভেঙে পড়েন। গত মাসে ইসরাইলি সেনারা পিছন থেকে তার সন্তান মুহাম্মদ তামিমিকে (১৭) পিছন দিক থেকে গুলি করে তিনবার। বারা’আ তামিমি বলেন, আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলাম। কিন্তু গুলি করার এক ঘন্টারও কম সময়ের মধ্যে মারা যায় সে। ডাক্তাররা তাকে বাঁচাতে পারেনি।
ঘটনার দিন ২৩ শে জুলাই ওই এলাকায় কোন সংঘর্ষ হয়নি। তবু ইসরাইলি সেনারা নিত্যদিনের মতোই তাদের গ্রামে অভিযান চালায়। স্থানীয়দের প্রলুব্ধ করে। তাদের বাড়িঘরে কাঁদানে গ্যাস ছোড়ে।নাবি সালেহ গ্রামে বসবাস প্রায় ৬০০ মানুষের। এর বেশির ভাগই তামিমি গোত্রের। অধিকার আদায় নিয়ে আন্দোলনের ইতিহাস আছে তাদের। নিয়মিত প্রতি শুক্রবার জুমার নামাজের পর তারা বিক্ষোভ করে থাকে। বারা’আ তামিমি বলেন, ইসরাইলি সেনারা যখন আমাদের বাড়িতে কাঁদানে গ্যাস ছোড়ে তখন মুহাম্মদ ছিল ঘরের পিছনে। অন্য শিশুদের নিয়ে আমি নিরাপত্তার জন্য ঘরের ভিতর প্রবেশ করি। নিজের এক ভাইয়ের চোখে ক্যান্সার। সে ঠিকমতো দেখতে পায় না। তাকে খুঁজতে বের হয় মুহাম্মদ। এ সময় তার সঙ্গে এবং সেনাদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তিনটি গুলির শব্দ শুনতে পাই।২৮ শে জুলাই। ১১ বছর বয়সী মুহাম্মদ আবু সারা ইসরাইলি সেনাদের গুলিতে প্রাণ হারায়। তার বুকে গুলি লাগে। এদিন পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় বেইত উমর গ্রামে পিতার সঙ্গে গাড়িতে ছিল সে। তাদেরকে লক্ষ্য করে ইসরাইলি সেনারা ১৩ রাউন্ড গুলি করে। ওইদিনও ওই গ্রামে কোনো সংঘর্ষ ছিল না। জবাবে ইসরাইলি সেনারা বলেছে, থামার নির্দেশ দেয়া হয়েছিল ওই গাড়িটিকে। কিন্তু তারা থামেনি। কিন্তু ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইন (ডিসিআইপি) বলেছে, আন্তর্জাতিক আইনের অধীনে শুধু তখনই প্রাণঘাতী শক্তি ব্যবহার করা যাবে, যদি সরাসরি জীবনের ওপর হুমকি আসে অথবা ভয়াবহ আহত হওয়ার আশঙ্কা থাকে। ডিসিআইপি বলেছে, তারা নিয়মিত যেসব অনুসন্ধান ও তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে তাতে দেখা যায়, ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে ইসরাইলি সেনারা যেভাবে প্রাণঘাতী শক্তি ব্যবহার করে তাকে বিচারবহির্ভূত হত্যাকা- বা ইচ্ছাকৃত হত্যাকা- হিসেবে বিবেচনা করা যেতে পারে।মঙ্গলবার পশ্চিমতীরে ইসরাইলিদের গুলিতে নিহত হয়েছে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই শিশুটির নাম ইমাদ খালেদ সালেহ হাশাশ। তার মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর পরই সে মারা গেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মতে, এ বছর ইসরাইল দখলীকৃত পশ্চিম তীরে ১২টি শিশুকে হত্যা করেছে ইসরাইল। উপরোক্ত তিনটি শিশু তাদের অন্তর্গত। এ ছাড়া মে মাসে ১১ দিনের হামলায় ইসরাইল গাজায় আরও ৬৭টি শিশুকে হত্যা করেছে। ডিসিআইপির মতে, ২০২০ সালে গাজা ও পশ্চিমতীরে সাতটি শিশুকে হত্যা করেছে ইসরাইল।এভাবে শিশু হত্যার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং আল বাইরেহ’তে ডিসিআইপির অফিসে ইসরাইলের সেনারা তল্লাশি চালায় জুলাইয়ের শেষের দিকে। এর ফলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ডিসিআইপি অফিস থেকে যেসব গোপনীয় ডকুমেন্ট, অফিস সামগ্রী নিয়ে গেছে ইসরাইলিরা তা অবিলম্বে ফেরত দেয়ার দাবি জানায়। বিশেষজ্ঞরা বলেন, সুপরিচিত ও সম্মানজনক এনজিও ডিসিআইপিতে ইসরাইলের সামরিক বাহিনীর হস্তক্ষেপে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করি। সেখান থেকে রাতের বেলা যেসব কম্পিউটার, হার্ড ড্রাইভ, বাইন্ডার ও অন্য জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে তা ফেরত দিতে হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে কালই স্কুল খুলতে পারি’-যুগান্তর
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘স্কুল খোলার সব প্রস্তুতি আমাদের আছে। এ মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে আগামীকালই আমরা সরকারি প্রাইমারি স্কুলগুলো খুলতে পারি।’
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জাকির হোসেন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। স্কুলগুলো পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আমাদের শিক্ষকরা স্কুলে যাচ্ছেন। আমরা অনলাইন ও অফলাইনে শিক্ষা কার্যক্রম চালাচ্ছি। সংসদ টিভিতে ক্লাস হচ্ছে। স্কুল বন্ধ থাকলেও আমাদের শিক্ষার্থীদের পাঠদান চলছে। তাদের ওয়ার্কশিট দেওয়া হচ্ছে।
স্কুল কবে খুলবে, এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘স্কুল খোলার জন্য সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা লাগবে। এখন যে পরিস্থিতি, হুট করে স্কুল খোলা যায় না। প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন।’
তিনি আরও বলেন, ‘বিজ্ঞজনরা স্কুল খোলার বিষয়ে মত দিচ্ছেন। দীর্ঘ দেড় বছর ধরে আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে না। তারা নানা ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। অনলাইনেও আমাদের কিছু ডিস্টার্ব হচ্ছে। শিক্ষার্থীরা বিভিন্ন বাজে গেমের সঙ্গে জড়িয়ে পড়ছে। আমার এলাকার বাচ্চারা তো সারাদিন খেলাধুলায় মত্ত। স্কুল বন্ধ থাকায় প্রত্যন্ত চরাঞ্চলে বাল্যবিবাহ বেড়েছে।'
সব পক্ষের অংশগ্রহণে সরকার গঠন করা হবে: তালেবান-ইত্তেফাক
আফগানিস্তানে সব পক্ষের অংশগ্রহণে একটি নতুন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন তালেবানের সাংস্কৃতিক কমিশনের মুখপাত্র আবদুল কাহার বালখি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। গত সপ্তাহে কাবুল দখল করার পর এই প্রথম কোনো সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তিনি। তালেবান সরকারের ভবিষ্যৎ নিয়ে অনেক কথাই বলেছেন।
আবদুল কাহার বালখি বলেন, তারা দেশীয় ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে চান। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
নতুন সরকার গঠন প্রসঙ্গে তিনি বলেন, এখনো পরামর্শ চলছে। সব পক্ষের অংশগ্রহণে সরকার গঠন করা হবে। তবে রাজধানী কাবুল হবে নাকি কান্দাহার সে ব্যাপারে এখনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলার বিষয়টি নিয়ে সম্পর্কের ভিত্তিতে আলোচনা চলছে জানিয়ে তালেবানের এই নেতা বলেন, নিরাপত্তাব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কাজ করছেন। বিমানবন্দরের বাইরের চেকপয়েন্টগুলো তালেবানের নিয়ন্ত্রণে। ভেতরের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর হাতে। উভয় পক্ষ সমন্বয় করে কাজ করছে।
মানুষ যেভাবে তাড়াহুড়ো করে বিমানবন্দরের দিকে যাচ্ছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন আবদুল কাহার বালখি। বলেন, ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। তবুও এ ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার কোনো মানে নেই।
আফগান ইস্যুতে ‘বন্ধু’ পুতিনের সঙ্গে আলোচনা মোদির- বাংলাদেশ প্রতিদিন
আফগানিস্তান ইস্যুতে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদি।
মঙ্গলবার দেশটির সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, আফগান ইস্যু নিয়ে ৪৫ মিনিট তাদের মধ্যে আলোচনা হয়েছে।
মঙ্গলবার এক টুইট বার্তায় মোদি লেখেন, আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনা নিয়ে, 'বন্ধু' পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে দু-পক্ষের সহযোগিতাসহ, ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক এজেন্ডার বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ ইস্যুগুলিতে পরামর্শ চালিয়ে যেতে আমরা উভয়েই রাজি।'
উল্লেখ্য, রাশিয়ার খাতায় তালেবান সন্ত্রাসী সংগঠন হলেও বর্তমানে আফগানিস্তানে আমেরিকার হারে কিছুটা আনন্দ রাশিয়া। আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূতকে বলতে শোনা গেছে, ‘তালেবান শাসনে আগের সরকার থেকে বেশি ভালো পরিস্থিতি কাবুলে।’ এতেই অনেকে ভাবতে থাকেন, তাহলে কি তালেবানের সঙ্গে হাত মেলাবে রাশিয়াও।
এদিকে, চীন জানিয়েছে, তারা তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। কান্দাহারে গিয়ে মোল্লা আব্দুল গনি বারাদারের সঙ্গে দেখাও করেছেন আফগানিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। এই আবহে ভারতের কপালে চিন্তার ভাঁজ আরও দীর্ঘায়িত হচ্ছে। এই আবহে বন্ধু রাষ্ট্র রাশিয়া যদি তালেবানের পক্ষে ঝুঁকে যায়, তাহলে কতটা বেকায়দায় পড়তে পারে ভারত। এই পরিস্থিতিতে আপাতত সবাই ধীরে চলো নীতি গ্রহণ করেছে তালেবান ইস্যুতে।
মোদী-মমতা বৈঠকের পর বাংলার বরাদ্দ বাড়ছে! অগস্টে ১ কোটি টিকা পাচ্ছে রাজ্য-আনন্দবাজার
তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই রাজ্যের জন্য অতিরিক্ত ২৯ লক্ষাধিক কোভিড প্রতিষেধক বরাদ্দ করল কেন্দ্র সরকার। চলতি মাসে রাজ্যের বরাদ্দ থেকে ৭ লক্ষাধিক অতিরিক্ত টিকা পাঠিয়েছে কেন্দ্র সরকার। অগস্টে আরও ২২ লক্ষাধিক টিকা পাঠানো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সোমবার রাতে বাংলার জন্য অতিরিক্ত টিকা বরাদ্দের বিষয়টি স্বাস্থ্য দফতরকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট দফতরের টিকাকরণের সঙ্গে যুক্ত এক শীর্ষ আধিকারিক। স্বাভাবিক ভাবেই রাজ্যে টিকার পরিমাণ বাড়লে টিকাকরণেও গতি আসবে বলে জানান রাজ্যের স্বাস্থ্য দফতরের এক কর্তা।
কোনও আলোচনা ছাড়াই দেশের সম্পদ বিক্রি’! সার্বিক বিরোধিতায় তৃণমূল-আজকাল
খাতায় কলমে "আর্থিক সংস্কার নীতি"। গতকাল দেশের অর্থমন্ত্রী নির্মলা সিতারামন ঘোষণা করলেন। সব মিলিয়ে প্রায় ৬ লক্ষ কোটি টাকার পাইপলাইন প্রকল্প। এর পরেই কার্যত তুমুল বিরোধিতা শুরু করে সব কটি বিজেপি বিরোধী দল। সরকারি সম্পদ বেসরকারিকরণের দিকে ক্রমশ এগোচ্ছে কেন্দ্র, এই অভিযোগে একের পর এক প্রতিক্রিয়া দিতে থাকেন বিরোধী নেতারা। একদিকে সংসদ বন্ধ। অন্যদিকে সর্বদলীয় কোনও বৈঠকের সুযোগ নেই। এই পরিস্থিতিতে শুধুমাত্র নীতি আয়োগের সমর্থন নিয়ে কেন্দ্রের এহেন সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরোধীরা। এক ঝলকে দেখে নেওয়া যাক, ঠিক কোন কোন বিষয় নিয়ে ক্ষুব্ধ বিরোধী শিবির। বলা হচ্ছে দীর্ঘদিন ধরে পড়ে থাকা সরকারের নিয়ন্ত্রণাধীন সম্পত্তি, যা রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে সেগুলোকেই এই পাইপলাইন প্রকল্পে রাখা হয়েছে। এগুলোকে বলা হচ্ছে, "ব্রাউন ফিল্ড প্রজেক্ট"। পি পি পি মডেলে অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে লিজ দেওয়া হবে। ৩০ অথবা ৪০ বছরের জন্য। তবে ২৫ বছরের পরে এই চুক্তি পুনর্নবীকরণ করা যাবে। তালিকায় রয়েছে, ২৬হাজার ৭০০ কিলোমিটার জাতীয় সড়ক, ৪০০ রেল স্টেশন, ১৫০ ট্রেন, ৪২ হাজার ৩০০ কিলোমিটার ট্রান্সমিশন লাইন সহ আরও বেশ কিছু সরকারি সম্পত্তি। ইতিমধ্যেই গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া সহ বেশ কিছু প্রতিষ্ঠানের বেসরকারিকরণের কথা ঘোষণা করেছে কেন্দ্র। কেন্দ্রের বক্তব্য, দেশের অর্থনীতির সার্বিক পুনরুজ্জীবনের জন্য টাকা দরকার। যা এইভাবে আসবে।
তালিবানের সঙ্গে প্রতিদিন কথা বলছে আমেরিকা, জানালেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা-সংবাদ প্রতিদিন
উত্তপ্ত আফগানিস্তান (Afghanistan)। মার্কিন সেনা সরতেই বলতে গেলে গোটা দেশটাই চলে গিয়েছে তালিবানের দখলে। এই পরিস্থিতিতে ২৪ ঘণ্টা আগেই মুখ খুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। এবার তালিবান প্রসঙ্গে বক্তব্য রাখলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান।
সোমবার সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন, তালিবানদের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা চালাচ্ছে আমেরিকা। তাঁদের এখন মূল উদ্দেশ্যই হল মার্কিনীদের আফগানিস্তান থেকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে নিয়ে আসা। সুলিভান বলেন, “রাজনৈতিক এবং নিরাপত্তা স্তরে আমরা প্রতিনিয়ত তালিবানদের সঙ্গে কথা বলছি। কী ব্যাপারে কথা হয়েছে, সে কথা হয়তো এখানে জানাতে পারব না। তবে এটুকু বলতে পারি, একাধিক বিষয়ে দু’পক্ষের মধ্যে কথা হয়েছে।”
এরপরই সুলিভানের সংযোজন, “তালিবানদের ব্যাপারে আমরা কোনও ভুল ধারণা পোষণ করছি না। আমাদের একটাই লক্ষ্য, আমাদের হাতে যে কাজটি রয়েছে, তা দ্রুত শেষ করা। ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে হাজারেরও বেশি মানুষকে দেশে ফেরাতে বদ্ধপরিকর মার্কিন প্রশাসন।”
পার্সটুডে/ বাবুল আখতার/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।