আগস্ট ৩১, ২০২১ ১২:২১ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! ৩১ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • যুক্তরাষ্ট্রের ২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি -প্রথম আলো
  • ২৫ দিনে এলো ১৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স -ইত্তেফাক
  • চন্দ্রিমায় জিয়ার লাশ নেই,প্রধানমন্ত্রীর বক্তব্যই সঠিক –বলছেন আওয়ামী লীগ নেতারা-কালের কণ্ঠ
  • আরও চাল আমদানির অনুমতি, তবুও বাড়ছে দাম -মানবজমিন
  • বন্যা পরিস্থিতির আরও অবনতি-নতুন নতুন এলাকায় ঢুকছে বন্যার পানি-যুগান্তর

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • জালিয়ানওয়ালায় মুছেছে ইতিহাসের চিহ্ন, রূপ বদল নিয়ে বিতর্ক, প্রশ্নের মুখে মোদি-আনন্দবাজার
  • করোনার নতুন প্রজাতি আরও মারাত্মক, বশ মানবে না টিকাতেও-বলছে গবেষণা-আজকাল
  • ‘আমাদের দলে মমতা ব্যানার্জীর’র মতো নেত্রী নেই’, ‘প্রশংসা’ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের -সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. জিয়া নামে কাউকে দেশের মানুষ চিনত না- একথা বলেছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। কী বলবেন আপনি?

২. আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের আনুষ্ঠানিক অবসান হয়েছে। আফগান ঘটনাবলী নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

ফিরে গেল মার্কিন সেনা; যুদ্ধ শেষ

আফগান ইস্যু: আমেরিকার যুদ্ধ শেষ। বিশ্বের সব মিডিয়ায় এ বিষয়টি প্রধান শিরোনাম করা হয়েছে। প্রথম আলোর শিরোনাম-যুক্তরাষ্ট্রের ২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি। এ খবরে লেখা হয়েছে, শেষ মার্কিন সামরিক বিমান আফগানিস্তানের কাবুল বিমানবন্দর ত্যাগ করেছে। এর মধ্য দিয়ে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের যুদ্ধের অবসান ঘটেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অধিনায়ক জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।

জেনারেল ম্যাকেঞ্জি জানিয়েছেন, কাবুলের স্থানীয় সময় ৩০ আগস্ট দিবাগত রাত ১২টার কিছু আগে শেষ মার্কিন সামরিক বিমান সি-১৭ কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তখন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় ছিল সোমবার বেলা ৩টা ২৯ মিনিট। জেনারেল ম্যাকেঞ্জি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতি অনুযায়ী, ৩১ আগস্টের সময়সীমার মধ্যেই আফগানিস্তানের আকাশসীমা ছেড়ে দিয়েছে মার্কিন বাহিনী।

জেনারেল ম্যাকেঞ্জি আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন অবসানের ঘোষণা দেন। তিনি বলেন, কাবুল থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়েছে।সামরিক ব্যবস্থাপনায় আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে নেওয়ার মার্কিন মিশনের সমাপ্তি ঘোষণা করা হলেও দেশটিতে কিছু আমেরিকান এখনো আটকে আছেন বলে জানান জেনারেল ম্যাকেঞ্জি। এ ছাড়া দেশত্যাগ করতে ইচ্ছুক, এমন সব আফগান নাগরিককেও নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।এখন কূটনৈতিক মিশনের মাধ্যমে বাকি লোক আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে বলে জানান জেনারেল ম্যাকেঞ্জি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। কাবুল ত্যাগ করা শেষ মার্কিন সামরিক বিমানে কতজন আরোহী ছিলেন, সে সম্পর্কেও কোনো তথ্য দেওয়া হয়নি।

জেনারেল ম্যাকেঞ্জি মার্কিন সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে কাবুলের মাটিতে শেষ পর্যন্ত দাঁড়ানো ছিলেন যুক্তরাষ্ট্রের ৮২তম সামরিক এয়ারবর্নের অধিনায়ক জেনারেল ক্রিস্টোফার ডোনাহিউ ও আফগানিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রস উইলসন। উভয়ই কাবুল ত্যাগ করা শেষ মার্কিন সামরিক বিমানে রয়েছেন।

আফগানিস্তানে ঠিক কতজন মার্কিন নাগরিক এখনো আটকা পড়ে আছেন, এর কোনো হিসাব দেওয়া হয়নি। তবে এই সংখ্যা হাজারো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব লোকজন নিরাপদে কাবুল বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে না পারার কারণে তাঁদের এ দফা সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

একইভাবে ২০ বছর ধরে নানাভাবে মার্কিন বাহিনীকে সাহায্য করা সব আফগান নাগরিককে নিরাপদে কাবুল থেকে সরানো সম্ভব হয়নি। তাঁদের সংখ্যা কয়েক হাজার। তাঁরা তালেবানের হাত থেকে বাঁচার জন্য দেশত্যাগে মরিয়া।

জেনারেল ম্যাকেঞ্জি জানিয়েছেন, আফগানিস্তান থেকে বাকি লোকজনকে কূটনৈতিক মিশনের মাধ্যমে সরিয়ে নেওয়ার পথ উন্মুক্ত রয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। এর জেরে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায়। হামলার মাধ্যমে আফগানিস্তানের তখনকার তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। তৎকালীন তালেবান সরকারের আশ্রয়-প্রশ্রয়ে জঙ্গি সংগঠন আল-কায়েদা যুক্তরাষ্ট্রে হামলা চালিয়েছিল। পরে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

২০ বছরের আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় আড়াই হাজার সেনা প্রাণ হারান। আহত ২০ হাজারের বেশি। সবশেষ গত বৃহস্পতিবার কাবুল ত্যাগ করার প্রাক্কালে জঙ্গি হামলায় ১৩ মার্কিন সেনা নিহত হন। এ ঘটনা আমেরিকানদের বিমর্ষ তোলে।

৩০ আগস্ট কাবুল ত্যাগের ঠিক আগমুহূর্ত পর্যন্ত মার্কিন বাহিনীর যুদ্ধসরঞ্জাম বিমানবন্দর এলাকায় প্রস্তুত ছিল। কাবুল ত্যাগের আগে এসব যুদ্ধসরঞ্জাম বিনষ্ট করা হয়েছে। এসব যুদ্ধসরঞ্জাম আর কখনো ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন জেনারেল ম্যাকেঞ্জি।কাবুল ত্যাগ করার আগে ৭৩টি এয়ারক্র্যাফট, ২৭টি সাঁজোয়া যানসহ বেশ কিছু যুদ্ধসরঞ্জাম চিরতরে ব্যবহারের অনুপযোগী করা হয়েছে বলে জেনারেল ম্যাকেঞ্জি জানিয়েছেন।

আফগানিস্তানে মার্কিন বাহিনীর অনেক আধুনিক যুদ্ধসরঞ্জাম ইতিমধ্যে তালেবানের হাতে চলে গেছে। এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগও দাবি করেছেন।

যুক্তরাষ্ট্রের দীর্ঘতম এই যুদ্ধের অবসানের ঘোষণায় যুদ্ধবিরোধী মার্কিন লোকজনের মধ্যে স্বস্তি দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান গণমাধ্যম এই যুদ্ধের ‘অর্জন’ বিশ্লেষণ করছে।

২০ বছর আগে যে যুদ্ধ শুরু করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ, সে যুদ্ধের সমাপ্তি টানলেন বর্তমান প্রেসিডেন্ট বাইডেন। অবশ্য যুদ্ধের সমাপ্তি টানতে গিয়ে বাইডেন সমালোচিত হচ্ছেন। বিশেষ করে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারার জন্য তাঁকে দায়ী করা হচ্ছে।

আরও চাল আমদানির অনুমতি, তবুও বাড়ছে দাম-মানবজমিন

দেশের বাজারে চালের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার থেকে নানা উদ্যোগ নেয়া হলেও কার্যত কোনো সুফল মেলেনি। শেষ চেষ্টা হিসেবে চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল আরও ৭৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ১ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। সবমিলিয়ে চলতি মাসে মোট ৪১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৬ লাখ ৯৩ হাজার টন চাল আমদানির অনুমতি দিলো সরকার। একইসঙ্গে ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক আমদানির শুল্কহারও কমানো হয়েছে। তবে আমদানির অনুমতি দেয়া হলেও এখনো বাড়ানো হচ্ছে চালের দাম।

এ অবস্থায় গতকাল আরেক দফা আমদানির অনুমতি দেয়া হলো। শুল্ক কমিয়ে আমদানির অনুমতি দেয়ার পর এরইমধ্যে আমদানির চাল স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশে আসতে শুরু করেছে। তা সত্ত্বেও চালের দাম বাড়ছে। যদিও ব্যবসায়ীরা বলেছিলেন, চাল আমদানি শুরু হলেই দাম নিয়ন্ত্রণে আসবে। এ অবস্থায় ক্রেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারা বলছেন, চাল আমদানি করা হচ্ছে, আর কিছুদিন পর বাজারে সেই চাল বিক্রি শুরু হবে। কিন্তু এই কয়টা দিনও যেন ব্যবসায়ীদের সইছে না। এখনো তারা দাম বৃদ্ধি করে যাচ্ছেন।  

বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম স্থানীয় বাজারের চেয়ে কম। চাল আমদানি করা হলে তা ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক হবে। যদিও এতে কৃষকের কোনো উপকার হবে না। বরং কৃষকদের জন্য তা হুমকি স্বরূপ। এ ছাড়া চাল আমদানি করা হলেও বাজারে সরকারের পর্যাপ্ত মনিটরিং না থাকলে দাম নিয়ন্ত্রণে এই উদ্যোগ সুফল বয়ে আনবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা।

২৫ দিনে এলো ১৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স-ইত্তেফাক

চলতি আগস্ট মাসের ২৫ দিনে ১৫৫ কোটি (১ দশমিক ৫৫ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৫ টাকা ধরে) যার পরিমাণ ১৩ হাজার ১৭৫ কোটি টাকার বেশি। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে প্রবাসী আয়ের পরিমাণ ১৯০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নগদ প্রণোদনা ও করোনায় বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে অপ্রাতিষ্ঠানিক খাত থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স বেশি এসেছে। ফলে করোনা মহামারির মধ্যেও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক রয়েছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত ১ আগস্ট ব্যাংক বন্ধ ছিল। তাই ২ আগস্ট থেকে রেমিট্যান্সের হিসাব করা হয়েছে। অবশ্য চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস আগস্টে হঠাৎ করে রেমিট্যান্স কমে গিয়েছিল।

মহামারি নিয়ে স্বস্তিতে থাকার সময় আসেনি-প্রথম আলো

করোনা মহামারি নিয়ে মানুষের মধ্যে আশা ও শঙ্কা—দুটোই দেখা যাচ্ছে। দৈনিক রোগী শনাক্তের হার ও মৃত্যু কমে আসার কারণে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি লক্ষ করা যাচ্ছে। অন্যদিকে ভাইরাসটির নতুন কোনো ধরন বা ভেরিয়েন্টের আবির্ভাবে পরিস্থিতি আবারও বদলে যায় কি না, সেই আশঙ্কাও দেখা যাচ্ছে অনেকের মধ্যে।

সংক্রমণ নিয়ন্ত্রণে আরোপ করা প্রায় সব বিধিনিষেধ উঠে গেছে। হাটে–বাজারে মানুষের ভিড়। রাস্তায় যানজট। অফিস–আদালত প্রায় স্বাভাবিক। আন্তর্জাতিক যাতায়াতে কড়াকড়ি উঠে যাচ্ছে। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গেও যোগাযোগ স্বাভাবিক হতে চলেছে। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া আর প্রায় সবকিছুই খোলা। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কবে চালু হবে, তা এখনো নিশ্চিত নয়।জনস্বাস্থ্যবিদ ও ভাইরাসবিজ্ঞানীরা করোনাভাইরাসটির গতিপ্রকৃতি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার মতো উপসংহারে পৌঁছাতে পারছেন না। গত রোববার নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন বলেছিলেন, স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই। টানা দুই বা তিন সপ্তাহ রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলে ধরে নেওয়া যায়। তবে সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

ডেডলাইন শেষের আগেই আফগানিস্তান ছাড়ল মার্কিন সেনা, ‘পূর্ণ স্বাধীনতা’ দেখছে তালেবান- সংবাদ প্রতিদিন

ঘড়ির কাঁটায় ঠিক রাত ১১.৫৯। ক্যালেন্ডারের পাতায় ৩১ আগস্ট পড়ার আগেই অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতি পালন করে আফগানিস্তান ছাড়ল মার্কিন সেনাবাহিনী । ২০ বছর পর আফগানভূম থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করল আমেরিকা।গভীর রাতেই বিবৃতি দিয়ে তা জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । আর মার্কিন সেনা প্রত্যাহারকে ‘পূর্ণ স্বাধীনতা’ হিসেবে দেখছে তালিবান। রাতেই আতসবাজি পুড়িয়ে তারা উল্লাসে মেতেছে। তাদের বক্তব্য, ২০ বছর ধরে আফগানিস্তানকে রক্তাক্ত করার পর অবশেষে ফিরে গিয়েছে মার্কিন সৈন্যরা। অন্যদিকে, মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাধারণ আফগানবাসীর সাহায্যের জন্য সবসময় প্রস্তুত আমেরিকা। তবে তালিবানের সরকারকে স্বীকৃতি দেবে না। তাই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হলেও, মানবিকতার স্বার্থে পাশে থাকছে বাইডেন প্রশাসন।

তালিবান শাসন শুরু হতেই আফগানিস্তানে ফিরল লাদেনের দেহরক্ষী, মাথাচাড়া দিচ্ছে নয়া আশঙ্কা-সংবাদ প্রতিদিন

আফগানিস্তানে ফিরল ওসামা বিন লাদেনের একদা বিশ্বস্ত সঙ্গী আমিন উল হক। গুরুত্বপূর্ণ এই আল কায়দা নেতার প্রত্যাবর্তন ঘিরে জাগছে প্রশ্ন। তালিবানের সঙ্গে আল কায়দার সম্পর্কের মেরামতির ইঙ্গিতই কি বহন করছে ওই দুঁদে জঙ্গি নেতার আফগানিস্তানের আগমন?লাদেনের দীর্ঘদিনের ছায়াসঙ্গী ছিল আমিন উল হক। একসময় আল কায়দা নেতার দেহরক্ষী ছিল সে। তোরা বোরার যুদ্ধের সময় এই দায়িত্ব পালন করেছিল সে। আটের দশকে মক্তবা আখিদমতের আবদুল্লা আজমের সঙ্গে কাজ করত লাদেন। সেই সময় থেকেই তার সঙ্গে আমিনের ঘনিষ্ঠতা। ২০১১ সালে লাদেন নিকেশের পর আর কোথাও দেখা যায়নি তার ছায়াসঙ্গীকেও।অবশেষে আফগানিস্তানে ফিরে এসেছে আমিন। একটি সাদা গাড়িতে চড়ে নিজের পুরনো বাড়িতে ফেরে সে। নঙ্গরহর প্রদেশে ছিল তার বাড়ি। আফগানিস্তানের সাংবাদিক বিলাল সরওয়ারি একটি ভিডিও পোস্ট করেছেন টুইটারে। যা ভাবাচ্ছে ওয়াকিবহাল মহলকে। তার এই ফিরে আসা থেকে পরিষ্কার, সম্ভবত তালিবানের সঙ্গে আল কায়দার সম্পর্কে নয়া সমীকরণ তৈরি হচ্ছে এবার।

‘আমাদের দলে মমতা ব্যানার্জীর’র মতো নেত্রী নেই’, তৃণমূল সুপ্রিমোর ‘প্রশংসা’ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের-সংবাদ প্রতিদিন/গণশক্তি

বিধানসভা ভোটের পর থেকেই ভাঙন শুরু হয়েছে রাজ্য বিজেপিতে। জেলায় জেলায় বহু নেতা বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। সোমবার ব্রাত্য বসুর হাত ধরে ঘাসফুল শিবিরে ফিরলেন বিধায়ক তন্ময় ঘোষ। এরপরই ভিডিও বার্তায় দলের প্রতি ক্ষোভ উগরে দিলেন গেরুয়া শিবিরের নেতা জয় বন্দ্যোপাধ্যায়। প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়েরএরপরই তৃণমূল সুপ্রিমোর প্রশংসা করেন বিজেপি নেতা। তিনি বলেন, “ভোটের আগে একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া সব অযোগ্য তৃণমূল নেতারা যখন বিজেপিতে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় শক্ত হাতে পরিস্থিতি সামলেছেন। কিন্তু বিজেপিকে মনে রাখতে হবে আমাদের দলে কোনও মমতা বন্দ্যোপাধ্যায় নেই।” এদিন রাজ্যের নেতাদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন জয় বন্দ্যোপাধ্যায়।

জালিয়ানওয়ালায় মুছেছে ইতিহাসের চিহ্ন, রূপ বদল নিয়ে বিতর্ক, প্রশ্নের মুখে মোদি-আনন্দবাজার

বিস্তারিত খবরে লেখা হয়েছে,জালিয়ানওয়ালাবাগের এই সরু গলি দিয়ে  জেনারেল ডায়ার তার বাহিনী নিয়ে ঢুকে নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছিল। একশ বছর হয়ে গেলেও এই গলিপথে ঢুকতে সেদিনের ভয়ংকর স্মৃতি ফিরে আসত মানুষের মনে। দীর্ঘদিন জালিয়ানওয়ালাবাগ বন্ধ ছিল সংস্কারের জন্য। শনিবার প্রধানমন্ত্রী মোদী নতুন করে সাজানো জালিয়ানওয়ালাবাগের উদ্বোধন করেছেন। কিন্তু উধাও হয়েছে সেই পুরনো দেওয়াল, সেই কুয়ো যেখানে ১৯১৯ সালের ভয়ংকর দিনে মানুষ প্রাণে বাঁচতে ঝাঁপ দিয়েছিল-ভেঙে ফেলে নতুন করে তৈরি করা হয়েছে। ইতিহাসবিদ এস ইরফান হাবিব বলেন, এ হল দেশের ঐতিহাসিক স্মারকের বাণিজ্যিকীকরণ। ইতিহাসবিদ অধ্যাপক কিম এ ওয়াগানের মন্তব্য-আমি স্তম্ভিত। এর অর্থ হলো –জালিয়ানওয়াবাগের ঘটনার শেষ চিহ্ন মুছে দেওয়া হল।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১


 

ট্যাগ