সেপ্টেম্বর ১৮, ২০২১ ১৫:১২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৮ সেপ্টেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে বিশ্ব নেতাদের কাছে শেখ হাসিনার ৬ প্রস্তাব-ইত্তেফাক
  • জাতিসংঘে বাংলাদেশের চিঠি ভারতের সমুদ্ররেখা নিয়ে আপত্তি-প্রথম আলো-প্রথম আলো
  • নি র্বা চ ন-রোডম্যাপ তৈরি করছে আওয়ামী লীগ-মানবজমিন
  • সিরিজ বৈঠকের পর চাঙ্গা নেতারা মাঠে নামবে বিএনপি-যুগান্তর
  • আগে সরকার পতন, পরে নির্বাচন : বিএনপি-কালের কণ্ঠ
  • বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৮৩ লাখ ছাড়াল- বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • তালেবান সরকার নিয়ে বিশ্বমঞ্চে প্রথমবার সরব হলেন মোদী-আনন্দবাজার পত্রিকা
  • পেট্রোপণ্যে জিএসটির প্রস্তাব খারিজ, দাম কমছে না পেট্রল-ডিজেলের -সংবাদ প্রতিদিন
  • মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করোনাবিধি ভঙ্গের অভিযোগ বিজেপির, পাল্টা জবাব দিলেন কুনাল ঘোষ-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

প্রথমে বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনের খবর। হঠাৎ করে নির্বাচন নিয়ে খানিকটা সরগরম হয়েছে বাংলাদেশের রাজনীতির মাঠ। প্রতিদিনই এ সম্পর্কিত খবর চাউর হচ্ছে। আজকের মানবজমিনের কয়েকটি খবরে লেখা হয়েছে, নি র্বা চ ন নিয়ে-রোডম্যাপ তৈরি করছে আওয়ামী লীগ। অপর একটি খবর এরকম- বিএনপি’র সাড়ে ১৫ ঘণ্টার বৈঠকে আন্দোলনের পরামর্শ দেয়া হয়েছে। তারা বলছে আগে সরকার পতন, পরে হবে নির্বাচন। সেখানে আলোচনা হয়েছে ঐক্যফ্রন্ট, জামায়াত নিয়ে। এখবরে আরো লেখা হয়েছে, সিরিজ বৈঠকের পর চাঙ্গা নেতারা। সমাবেশ কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপি। 

দৈনিকটি লিখেছে- রাজনীতিতে নতুন তারকার উত্থান নেই কেন?

 বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রীয়াজ মানবজমিনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন,আগামী নির্বাচন নিয়ে খুব একটা আশাবাদী নন তিনি। অত্যন্ত শক্তিশালীভাবে বাংলাদেশে বিরাজনীতিকরণের প্রচেষ্টা চলছে। এটা দীর্ঘদিন ধরেই চলছে। গত কয়েক বছর ধরে তার শক্তিশালী রূপ দেখা যাচ্ছে। রাজনীতিতো নিয়ন্ত্রণ করার কথা নাগরিকদের, দেশের মানুষদের। তারা কাউকে সমর্থন দেবেন বা দেবেন না? রাজনৈতিক দলগুলো সকল নীতি আদর্শ অনুসরণ করে, ভুলভ্রান্তি সংশোধন করে চলবেন। একটা সুস্থ ও সুষ্ঠু নির্বাচন হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে কেউ বিজয়ী হবেন, কেউ হবেন না। সকলের সমাবেশের অধিকার থাকবে, কথা বলার অধিকার থাকবে। তাই নিয়ন্ত্রিত গণতন্ত্র বা নিয়ন্ত্রিত রাজনীতি না বলে বলা উচিত বিরাজনীতিকরণের চেষ্টা হচ্ছে। দেখা যাচ্ছে, ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছে। আপাতদৃষ্টিতে কিছু গণতন্ত্রের উপাদান থাকছে। সবাই বলছেন যে, এটাকে হাইব্রিড রেজিম বলে। হাইব্রিড রেজিম এ গণতন্ত্রের কিছু দৃশ্যমান উপাদান থাকে। কিন্তু রাজনীতি কি করা যাচ্ছে?

টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে বিশ্ব নেতাদের কাছে শেখ হাসিনার ৬ প্রস্তাব-ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে সব অংশীজনের সঙ্গে কাজ করার জন্য বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, পরবর্তী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রধান অর্থনীতির দেশগুলোকে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সব অংশীজনদের সঙ্গে কাজ করতে হবে

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা ‘মেজর ইকোনমিক ফোরাম অন এনার্জি অ্যান্ড ক্লাইমেট’ শীর্ষ সম্মেলন শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে পূর্বে ধারণ করা ভাষণে প্রধানমন্ত্রী ফোরামের বিবেচনার জন্য ছয় দফা প্রস্তাব রাখেন।

জাতিসংঘে বাংলাদেশের চিঠি ভারতের সমুদ্ররেখা নিয়ে আপত্তি-প্রথম আলো

ভারত নিজের সমুদ্রসীমা নির্ধারণের জন্য যে উপকূলীয় ভিত্তিরেখা বা বেসলাইন ব্যবহার করেছে, এর একটি অংশ বাংলাদেশের সমুদ্রসীমার ভেতরে পড়েছে। সাত বছর ধরে বিষয়টি দ্বিপক্ষীয়ভাবে সমাধানের চেষ্টা করে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থানের বিষয়টি অবহিত করে বাংলাদেশ ১৩ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিবের কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। ভারতের সমুদ্র সীমার ৮৯ নম্বর ভিত্তি পয়েন্ট বাংলাদেশের জলসীমানার প্রায় ২ দশমিক ৩ মাইল অভ্যন্তরে। যা নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে মহাসচিবের কাছে ওই চিঠি পাঠানো হয়েছে। জাতিসংঘের ওয়েবসাইটে এরই মধ্যে ওই চিঠিটি প্রকাশ করা হয়েছে।এদিকে বঙ্গোপসাগরে মহীসোপানের দাবির বিষয়ে বাংলাদেশের যুক্তির বিপক্ষে আপত্তি জানিয়ে ভারত গত এপ্রিলে জাতিসংঘকে একটি চিঠি দিয়েছিল। ভারতের সেই চিঠির বিষয়ে ১৩ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিবকে পৃথক আরেকটি একটি চিঠি দেয় বাংলাদেশ। ওই চিঠিতে বাংলাদেশ বলেছে, ২০১৪ সালে আন্তর্জাতিক সালিসি আদালত যে রায় দিয়েছেন, তা অনুসরণ করেই মহীসোপানের দাবি নির্ধারণ করেছে ঢাকা।

বিদেশে পালিয়ে যাওয়ার চিন্তা করেছিল রাসেল-মানবজমিন

২০১৮ সালে পুরনো প্রতিষ্ঠান বিক্রির এক কোটি টাকা দিয়ে ইভ্যালির যাত্রা শুরু করেছিলেন মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন। রাসেল প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও নাসরিন চেয়ারম্যানের দায়িত্ব নেন। বলতে গেলে পারিবারিক প্রতিষ্ঠান ইভ্যালির হর্তাকর্তা তারা দু’জনই ছিলেন। শুরু থেকেই ইভ্যালি একটি অলাভজনক প্রতিষ্ঠান ছিল।বিশেষ বিশেষ দিবসকে সামনে রেখে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে গ্রাহকের দৃষ্টি কাড়া হতো। 

ছাড়ের ছড়াছড়িতে অল্প সময়েই ৪৪ লাখের উপরে গ্রাহক হয়ে যায়। গ্রাহক যত বাড়ছিল দেনা তত বাড়ছিল। একসময় এক হাজার কোটি টাকা দেনা হয়ে যায়। রাসেল ও তার স্ত্রী লোকসান হচ্ছে এটি বুঝতে পেরেও ব্যবসা বন্ধ করেননি। কারণ হঠাৎ করে ব্যবসা বন্ধ করলে বিনিয়োগকারীরা ঝামেলার সৃষ্টি করবে।ইভ্যালিকে শেয়ার বাজারের অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও ছিল। আর কোনো কিছু না হলে ইভ্যালিকে দেওলিয়া ঘোষণা করে বিদেশে পালিয়ে যাওয়ার চিন্তা করেছিলেন রাসেল। কিন্তু তাদের সব পরিকল্পনাই পণ্ড হয়েছে এক গ্রাহকের করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় র‌্যাব’র হাতে গ্রেপ্তারের পর।রাসেল ও তার স্ত্রী নাসরিনকে থানায় হস্তান্তরের আগে র‌্যাব গতকাল সংবাদ সম্মেলন করে। র‌্যাব সদরদপ্তরের ওই সংবাদ সম্মেলনে সংস্থাটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ইভ্যালি কারসাজির মূলহোতা রাসেল ২০০৭ সালে একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করে ২০১৩ সালে এমবিএ করেন। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করেন। পরে শিক্ষকতা ছেড়ে দিয়ে একটি বেসরকারি ব্যাংকে চাকরি নেন। ৬ বছর চাকরি করার পর ২০১৭ সালে শুরু করেন এক বছর বয়সী শিশুদের একটি আইটেম নিয়ে ব্যবসা। ২০১৮ সালে ওই প্রতিষ্ঠান বিক্রি করে ওই টাকা দিয়েই ইভ্যালি প্রতিষ্ঠার উদ্যেগ নেন।মঈন বলেন, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ইভ্যালির দায় ও দেনা ছিল ৪০৩ কোটি টাকা। চলতি সম্পদ ছিল ৬৫ কোটি টাকা। বিভিন্ন পণ্য বাবদ গ্রাহকদের কাছ থেকে অগ্রিম নেয়া ২১৪ কোটি টাকা এবং বিভিন্ন গ্রাহক ও কোম্পানির কাছে বকেয়া প্রায় ১৯০ কোটি টাকা। তবে র‌্যাব’র জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছেন, তার দেনা এখন হাজার কোটি টাকার বেশি।বুধবার রাতে রাসেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা করেন আরিফ বাকের নামের এক গ্রাহক।রাসেল ও শামীমা ৩ দিনের রিমান্ডে

ইভ্যালি ডটকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আফগানিস্তান সংকট:

প্রথম আলোর খবর-কাবুলে ড্রোন হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র।আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলাকারীকে হত্যার উদ্দেশে যে ড্রোন হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, তাতে ১০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে পেন্টাগন। কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগের দিন ওই ড্রোন হামলা চালানো হয়েছিল।  যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের তদন্তে এ তথ্য উঠে এসেছে।

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রত্যয় রাশিয়া, চীন, পাকিস্তান ও ইরানের।দুশানবেতে সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশন (এসসিও) ও কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও) জোটের রাষ্ট্রপ্রধানদের বৈঠকের ফাঁকে আফগানিস্তান নিয়ে ওই বৈঠকে মিলিত হন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান।

 বৈঠকে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর শীর্ষ কূটনীতিকেরা আফগানিস্তান ও এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ত্বরান্বিত করার ক্ষেত্রে নিজেদের প্রত্যয়ের কথা ব্যক্ত করেন।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

তালেবান সরকার নিয়ে বিশ্বমঞ্চে প্রথমবার সরব হলেন মোদী-আনন্দবাজার পত্রিকা

বিস্তারিত খবরে লেখা হয়েছে,আফগানিস্তানের তালেবান সরকার নিয়ে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর শীর্ষ সম্মেলনে তীব্র সমালোচনা করলেন। মোদী বলেন, আফগানিস্তানে অস্থিরতার জেরে গোটা বিশ্বে সন্ত্রাসবাদ এবং চরমপন্থার বাড়বাড়ন্ত হতে পারে।অন্য সন্ত্রাসবাদী সংগঠনগুলো এইভাবে সরকার গড়তে উৎসাহী হতে পারে। আফগানিস্তান থেকে অন্য দেশে যাতে সন্ত্রাস না ছড়ায় সেটা সবাই মিলে সিনিশ্চিত করতে হবে। কূটনীতিকদের মতে তালেবান সরকারকে ভারতে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আশু সম্ভাবনা নেই।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করোনাবিধি ভঙ্গের অভিযোগ বিজেপির, পাল্টা জবাব দিলেন কুনাল ঘোষ-আজকাল

প্রচারে কোভিডবিধি ভঙ্গ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নির্বাচন কমিশনে এমন অভিযোগ জানিয়েছে রাজ্য বিজেপি। তাদের এক নির্বাচনী এজেন্ট সজল ঘোষ এ অভিযোগ জানায়।অন্যদিকে সজলের অভিযোগ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন,চৌরঙ্গি কেন্দ্রের টিকিট পেতে যাওয়া সজল ঘোষ হয়ে গেলেন ভবানীপুরের এজেন্ট।তার ভারসাম্যের সমস্যা হচ্ছে। শিখে যাবেন ধীরে ধীরে।

পেট্রোপণ্যে জিএসটির প্রস্তাব খারিজ, দাম কমছে না পেট্রল-ডিজেলের- সংবাদ প্রতিদিনের এখবরে লেখা হয়েছে,এখনই জিএসটির আওতায় আসছে না পেট্রল-ডিজেল। গতকাল একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পেট্রোপণ্য নিয়ে কেন্দ্রের এই পদক্ষেপ রাজ্যগুলোর বিরোধিতার জেরেই থমকে গিয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এ সম্পর্কিত প্রস্তাবের বিরোধিতায় অংশ নেয় খোদ বিজেপি শাসিত একাধিক রাজ্য।

মোদির জন্মদিনে টিকাকরণের এভারেস্টে ভারত- সংবাদ প্রতিদিনের এখবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ভারতে একদিনে করোনা ভ্যাকসিন পেলেন ২ কোটিরও বেশি।এই উদ্যোগে খুশি প্রধানমন্ত্রী। তিনি সেকথা টুইট করে জানিয়েছেন।গতকাল ৭১ এ পা দিলেন মোদী। দিনটিকে ঐতিহাসিক করে তুলতে বিজেপি এ উদ্যোগ নিয়েছিল।তবে এই দিনটিতে ভারতে করোনা সংক্রমণের হার উর্ধ্বমুখী ছিল। আর বিষয়টিকে কোনো কোনো পর্যবেক্ষক জন্মদিনে টিকা রাজনীতি বলেও মন্তব্য করেছেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮

ট্যাগ