একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২১ সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- বিমানবন্দরে করোনা পরীক্ষা কবে, জানাতে পারেননি দুই মন্ত্রী-প্রথম আলো
- কোভিড টিকা: ভারত বা বাংলাদেশে দেওয়া ভ্যাক্সিনের স্বীকৃতি না দিয়ে বৃটেন কি বর্ণবাদী আচরণ করছে? -মানবজমিন
- লোভনীয় বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না: ইত্তেফাক
- সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের বিষয়টি প্রধানমন্ত্রী দেখবেন: কাদের-যুগান্তর
- এসডিজি অগ্রগতি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী-টেকসই ভবিষ্যতের জন্য জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর-কালের কণ্ঠ
-
সরকারকে সরাতে ভূমিকা রাখবে কৃষক দল, আশা ফখরুলের-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- দিলীপদা ব্র্যান্ড, ওঁর বিকল্প নেই, প্রাক্তনের স্তুতিতে বিজেপি-র নতুন রাজ্য সভাপতি -আনন্দবাজার পত্রিকা
- প্রচারে বাধা দিচ্ছে পুলিশ, কমিশনের দ্বারস্থ হব’! গর্জে উঠলেন প্রিয়াঙ্কা - আজকাল
- ভোটের আগে বড় ধাক্কা জঙ্গিপুরের কংগ্রেস শিবিরে, TMC-তে যোগ দিচ্ছেন প্রাক্তন বিধায়ক মইনুল হক–সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার প্রশ্ন (২১ সেপ্টেম্বর)
১. দু'জনের প্রাণহানি বাদ দিলে নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইসি সচিব। এই শিরোনাম করেছে দৈনিক মানবজমিন পত্রিকা। আপনার পর্যবেক্ষণ কি?
২. নিরপেক্ষতা বজায় রাখুন, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়ুন.... আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-কে লক্ষ্য করে এই কথা বলেছে ইরান। বক্তব্যটির আসল তাৎপর্য কি?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
বিমানবন্দরে করোনা পরীক্ষা কবে, জানাতে পারেননি দুই মন্ত্রী-প্রথম আলো
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে আগামী দু–তিন দিনের মধ্যে করোনা পরীক্ষাগার স্থাপন করা হবে। বহুতল কার পার্কিংয়ের ওপর স্থায়ীভাবে করোনার পরীক্ষাগার বসাতে আরও ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে। তবে স্থায়ী বা অস্থায়ীভাবে কবে নাগাদ করোনার পরীক্ষা শুরু হবে, তা সরকারের দুই মন্ত্রী জানাতে পারেননি।
আজ মঙ্গলবার সকালে বিমানবন্দর পরিদর্শন করতে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দরের পার্কিংয়ের জায়গা পরিদর্শন শেষে প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কবে নাগাদ বিমানবন্দরে করোনার পরীক্ষাগার বসবে, তা জানতে চাইলে তিনি বলেন, ‘বিমানবন্দরে পার্কিংয়ের ছাদ তৈরি করতে ১০ দিন লাগবে। ভেতরে যে জায়গা আছে, সেটা তৈরি আছে। দু–তিন দিনের মধ্যে কাজ শুরু হবে। যারা কাজ করবে বলেছে, যদি এখন তারা বলে যন্ত্র নেই, আমদানি করতে হবে, তাহলে আমি বলব বাড়িতে যাও।’
ইমরান আহমদ আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত চেয়েছে বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষাগার বসাতে। আরটি-পিসিআর পরীক্ষা করতে সময় বেশি লাগে। তবে র্যাপিড পিসিআর করতে সময় কম লাগে। এদিকে র্যাপিড পরীক্ষার যন্ত্র দেশে নেই।১৫ সেপ্টেম্বর সাত বেসরকারি প্রতিষ্ঠানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর পরীক্ষাগার বসাতে নির্বাচিত করে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জমা দেয়। এসব এসওপি যাচাই করতে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়। তবে এর জবাব সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এখনো দেয়নি।
এসওপির বিষয়ে ইমরান আহমদ বলেন, ‘এসওপির বিষয়টি সিভিল এভিয়েশনের কাজ। এটা প্রবাসীকল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেখার বিষয় নয়। এটা তারা কোথায় পাঠিয়েছে, কোত্থেকে ক্লিয়ারেন্স পাবে, সেই ভিত্তিতে সিভিল এভিয়েশন কাজ করে যাবে। আপাতত আমরা আরটি-পিসিআর কাজ দিচ্ছি। র্যাপিড পরীক্ষাও আমরা বিবেচনায় নেব। এটা কোথায় গিয়ে ঠেকবে, আমি এখনো বলতে পারছি না।’
করোনার পরীক্ষাগার কবে চালু হবে—এমন প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘এটা তো এক সপ্তাহ আগে হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে সেটা হয়নি। বিভিন্ন মন্ত্রণালয়ের ইনভলভমেন্ট এটা একটা সমস্যা।’ তিন দিনের মধ্যে বিমানবন্দরের করোনা পরীক্ষাগার চালু হবে বলে প্রবাসীকল্যাণমন্ত্রীর আশা। তিনি বলেন, ‘আমার দায়িত্ব হলো প্রবাসীদের যাওয়াটা সহজ করে দেওয়া। এই প্রক্রিয়া সহজ করে দেওয়ার দায়িত্ব কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশনের। আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, এত দিন আমরা ঘোরার মধ্যে ছিলাম।’
সংযুক্ত আরব আমিরাত সে দেশে যেতে যাত্রার ছয় ঘণ্টা আগে করোনার আরটি-পিসিআর পরীক্ষার শর্ত আরোপ করে। এ কারণে দীর্ঘদিন ধরে কর্মস্থলে যেতে পারছেন না প্রবাসীরা।
এদিকে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে দ্রুত করোনার র্যাপিড আরটি-পিসিআর পরীক্ষাগার স্থাপনের দাবিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন প্রবাসীরা। গত মঙ্গলবার এ দাবিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিচে প্রবাসীরা প্রতিবাদ করেন। ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা শনাক্তে পিসিআর পরীক্ষার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের শর্ত, যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার পরীক্ষা করে নেগেটিভ সনদ নিতে হবে। পরীক্ষার জন্য পরীক্ষাগার লাগবে, সেই পরীক্ষাগার বসাতে জায়গা লাগবে। দ্রুত এই কাজ শুরু করার জন্য বিমানবন্দরের ভেতরে একটি জায়গা দেওয়া হয়েছে। ছয়টি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। তারা আপাতত ছোট আকারে সেখানে পরীক্ষাগার বসাবে। যত তাড়াতাড়ি সম্ভব এ কার্যক্রম শুরু করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের ছাদে স্টিলের কাঠামো করে পরে করোনার আরেকটি পরীক্ষাগার বসানো হবে। মজবুত সেই জায়গা শীততাপনিয়ন্ত্রিত থাকবে, পানি ও বিদ্যুতের ব্যবস্থা থাকবে। এটা করতে তো একটু সময় লাগবে। এসওপি সংযুক্ত আরব আমিরাতকে পাঠানোর পর কোনো জবাব এসেছে কি না জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়গুলো আমরা দেখছি না, এটা বেবিচক দেখছে। যত দূর জানি, সে উত্তর তারা এখনো পায়নি।’
কবে নাগাদ চালু হবে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের যে কাজ ছিল, সেটি মন্ত্রণালয় থেকে করা হয়েছে। আমরা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কাছে দিয়ে দিয়েছি। আমরা যে কয়টি প্রতিষ্ঠান নাম প্রস্তাব করেছিলাম, সে কয়টি তারা নির্বাচিত করেছে। সংযুক্ত আরব আমিরাত এসবের জবাব না দিলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।’
বিমানবন্দরে প্রথমে সিদ্ধান্ত হয়েছিল বহুতল কার পার্কিংয়ের ছাদে করানোর পরীক্ষাগার বসবে। এখন আপাতত সিদ্ধান্ত হয়েছে বিমানবন্দরের ভেতরে পরীক্ষার বসানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ‘করোনার পরীক্ষাগার স্থানান্তরের সিদ্ধান্ত সরকারিভাবে হয়েছে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে এসওপি আবার দিতে হবে কি না আমি নিশ্চিত নই।’
বিমানবন্দরের ভেতরে জায়গা প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘বিমানবন্দরের ভেতরের জায়গাটা ছোট। অনেকেই হয়তোবা যেতে পারবেন না। কারণ, ভেতরে সক্ষমতা কম। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে হয়তো আমরা জানিয়ে দেব, ৩০০–এর বেশি লোক আমরা পরীক্ষা করতে পারছি না। পরীক্ষাগার বসানো হলে আমরা বুঝতে পারব কয়টা বুথ বসিয়ে কতজনকে একসঙ্গে পরীক্ষা করা যাবে।’বেবিচক চেয়ারম্যান জানান, সাধারণ সময়ে প্রতিদিন ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ যাত্রী বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে থাকেন। এখন যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার পরীক্ষা করা যাচ্ছে না বলে বাংলাদেশ থেকে কোনো প্রবাসী সে দেশে যেতে পারছেন না।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা, স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বেবিচকের কথা, বিমানবন্দরে করোনার পরীক্ষাগার স্থাপনের যে বিলম্ব হচ্ছে, তার দায় কার—এমন প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আমরা জায়গা দিয়ে দিয়েছি। আমি সমন্বয়হীনতার কথা বলব না। কারণ, বিষয়টি সমাধানে আজ দুই মন্ত্রণালয়ের মন্ত্রী বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। সমন্বয়হীনতা হলে তো তাঁরা আসতেন না।’
এসডিজি অগ্রগতি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরিকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে অগ্রসরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কারে’ ভূষিত করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে টেকসই উন্নয়ন বিষয়ে নবম বার্ষিক আন্তর্জাতিক কনফারেন্সে (ভার্চ্যুয়াল) এ পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন বলেন, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের অর্জনের জন্য এসডিএসএনসহ কয়েকটি সংস্থা প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করেছে। তারা বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করেছে এবং মূল্যায়ন করে দেখেছে- বাংলাদেশ বিস্ময়কর সাফল্য অর্জন করছে। এ পুরস্কার বাংলাদেশের জনগণকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশিষ্ট অর্থনীতিবিদ ও উন্নয়ন কৌশলবিদ অধ্যাপক জেফ্রি ডি. সচ’র নেতৃত্বে জাতিসংঘ মহাসচিবের পৃষ্ঠপোষকতায় ২০১২ সালে এসডিএসএন প্রতিষ্ঠা করা হয়। টেকসই উন্নয়নের জন্য বাস্তব ভিত্তিক সমাধান জোরদারে বিশ্বের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের কাজে লাগানোই এ প্লাটফর্মের লক্ষ্য।
অনুষ্ঠানের সঞ্চালক শেখ হাসিনাকে ‘জুয়েল ইন দি ক্রাউন অব দি ডে’ হিসেবে তুলে ধরেন এবং সচ বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস চলাকালেও এসডিজি প্রচারণা কার্যক্রম চালাতে তাঁর নেতৃত্বের প্রশংসা করেন।
এ অনুষ্ঠানে তিনি বলেন, এ পুরস্কার হচ্ছে এসডিজি’র লক্ষ্য অর্জনের ক্ষেত্রে জোরালো দায়িত্ব পালনের একটি প্রমাণপত্র।
প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) ফাঁকে আজ আরো কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি ব্রিটেন প্রধানমন্ত্রী বরিস জনসন ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের যৌথভাবে আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকার প্রধানদের গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন।
সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের বিষয়টি প্রধানমন্ত্রী দেখবেন: কাদের-যুগান্তর
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সাংবাদিক নেতাদের বিরুদ্ধে ঢালাওভাবে ব্যাংক হিসাব তলবের বিষয়টি সাংবাদিক মহলে যে ক্ষোভের সৃষ্টি করেছে, তা স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে বিষয়টি দেখবেন।
সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, করোনাকালে কিংবা অন্যান্য সময়ে গণমাধ্যম এবং সংশ্লিষ্ট কর্মীদের সুখে-দুঃখে শেখ হাসিনা সবসময় পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।
বিএনপির শাসনামল ছিল গণমাধ্যমের জন্য অন্ধকার সময় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তখন অসংখ্য সাংবাদিক হত্যার শিকার হয়েছিলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, যাদের হাত সাংবাদিকদের রক্তে রঞ্জিত আজ তারা সাংবাদিকদের জন্য মায়াকান্না করছে। এ নিয়ে বিএনপির কুম্ভিরাশ্রু প্রদর্শন মাছের মায়ের পুত্র শোকের মতো। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ চার সংগঠনের ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।
সরকারের একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোকে এ বিষয়ে একটি চিঠি দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
চিঠিতে ১৩ সেপ্টেম্বরের মধ্যে এই তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
তালিকায় থাকা এই ১১ সাংবাদিক নেতা হলেন— জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আব্দুল কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক (আওয়ামী লীগ সমর্থিত) সাজ্জাদ আলম খান তপু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) (বিএনপি সমর্থিত) সভাপতি এম আব্দুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) (আওয়ামী লীগ সমর্থিত) সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালীন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।
লোভনীয় বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না: ইত্তেফাক
লোভনীয় ও অসত্য বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন প্রচার রোধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে এসব বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে কেন আইনগত পদক্ষেপ নেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এ আদেশ দেন।
লোভনীয় বিজ্ঞাপন নিয়ন্ত্রণে বিবাদীদের নিস্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী কামরুল ইসলাম। রিটের ওপর শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।
কোভিড টিকা: ভারত বা বাংলাদেশে দেওয়া ভ্যাক্সিনের স্বীকৃতি না দিয়ে বৃটেন কি বর্ণবাদী আচরণ করছে? -মানবজমিন
ভারত বা বাংলাদেশে যারা দুই ডোজ কোভিশিল্ড টিকা পেয়েছেন, বৃটেন তাদেরকে পূর্ণ টিকাপ্রাপ্ত হিসেবে স্বীকার না-করায় নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে।গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বৃটিশ সরকার তাদের যে সবশেষ ভ্রমণ নির্দেশিকা জারি করেছে তাতে ইউরোপ, আমেরিকার বাইরে আরও সতেরোটি দেশে পূর্ণ টিকাপ্রাপ্তদের 'ডাবল ভ্যাকসিনেটেড' হিসেবে স্বীকার করার কথা জানানো হলেও ভারত বা বাংলাদেশ সে তালিকায় ঠাঁই পায়নি।ভারতে শশী থারুর, জয়রাম রমেশের মতো সিনিয়র কংগ্রেস নেতারা প্রকাশ্যেই অভিযোগ করছেন, যুক্তরাজ্যের এই অযৌক্তিক সিদ্ধান্ত 'বর্ণবাদ' ছাড়া কিছুই নয়।বিষয়টি নিয়ে ভারত কূটনৈতিক স্তরে বৃটেনের কাছে প্রতিবাদ জানাচ্ছে বলেও বিবিসি জানতে পেরেছে।বৃটেনের অত্যন্ত জটিল ও বিতর্কিত 'ট্র্যাফিক লাইট ট্র্যাভেল সিস্টেম', অর্থাৎ বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে আসার ক্ষেত্রে যে সব আলাদা আলাদা নিয়মকানুন মানতে হবে - তা আগামী ৪ঠা অক্টোবর থেকে অনেকটা সরল করার কথা ঘোষণা করেছে সে দেশের সরকার।তাতে বলা হয়েছে, ইউরোপ, বৃটেন, আমেরিকার বাইরেও আরও অন্তত সতেরোটি দেশে যারা অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না বা জনসন অ্যান্ড জনসনের পূর্ণ ডোজ টিকা পেয়েছেন তাদেরও সম্পূর্ণ টিকাপ্রাপ্ত হিসেবে গণ্য করা হবে - এবং বৃটেনে নামার পর তাদের আর কোয়ারেন্টিন বা আইসোলেশনে থাকতে হবে না।
এই সতেরোটি দেশের তালিকায় মালয়েশিয়া, সৌদি, কাতার বা তাইওয়ান, অ্যান্টিগার মতো দেশ জায়গা পেলেও ভারত বা বাংলাদেশ কেন নেই - সে প্রশ্ন জোরশোরে উঠতে শুরু করেছে।ভারতে বেশিরভাগ নাগরিক যে কোভিড টিকা পেয়েছেন সেটি হল কোভিশিল্ড - অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত যে টিকা পুনের সিরাম ইনস্টিটিউটে তৈরি হয়েছে।বাংলাদেশেও টিকাপ্রাপ্তদের অধিকাংশই এই কোভিশিল্ড নিয়েছেন, কারণ সে দেশেও প্রথম দিকে টিকার চালানের পুরোটাই গেছে ভারত থেকে।বৃটেনের নতুন নিয়মে এই ভারতীয় ও বাংলাদেশি কোভিশিল্ড-প্রাপ্তরা 'পূর্ণ টিকাপ্রাপ্ত' হিসেবে স্বীকৃতি পাচ্ছেন না।'এতো পরিষ্কার বর্ণবাদ'এমন কী, অন্য কোনও নির্মাতার টিকা নিলেও ভারত বা বাংলাদেশের টিকাকরণ কর্মসূচীকেই বস্তুত মান্যতা দিতে অস্বীকার করছে বৃটেন।ভারতের সাবেক ক্যাবিনেট মন্ত্রী, কংগ্রেস নেতা ও এমপি জয়রাম রমেশ এদিন সকালেই টুইট করেছেন, বৃটেনের এই সিদ্ধান্ত 'বর্ণবাদ' ছাড়া আর কিছুই নয়।তিনি বিবিসি বাংলাকে বলছিলেন, "পুরো ব্যাপারটাই আসলে চরম অযৌক্তিক।
প্রথমত, এই কোভিশিল্ড টিকার ফর্মুলা বৃটেনেই তৈরি হয়েছে।""দ্বিতীয়ত, ভারতে তৈরি করার পর সেই টিকা বৃটেন-সহ বহু দেশে পাঠানো হয়েছে, বৃটেন তাদের অন্তত ৫০ লক্ষ নাগরিককে ভারতে নির্মিত সেই টিকাও দিয়েছে।""মেইড-ইন-ইন্ডিয়া কোভিশিল্ড বৃটেনে দেওয়া হলে ক্ষতি নেই, অথচ একই জিনিস ভারতে দিলে মানা যাবে না - এটা কী ধরনের যুক্তি?"মি রমেশের সতীর্থ ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুরও লিখেছেন, বৃটেনের এই সিদ্ধান্তের কারণে তিনি সে দেশে নিজের একটি বুক লঞ্চ অনুষ্ঠানে যাচ্ছেন না।
পূর্ণ টিকাপ্রাপ্ত ভারতীয়দের সে দেশে কোয়ারেন্টিন করতে বলাকে অত্যন্ত 'অবমাননাকর' বলে বর্ণনা করেছেন তিনি।বিষয়টি যে ভারতের জন্য অস্বস্তিকর, দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও তা একান্তে স্বীকার করছেন।তবে সেই সঙ্গে তারা জানাচ্ছেন, এর আগে অগাস্টের গোড়াতেও ভারতকে বৃটেনের রেড লিস্ট থেকে সরানোর ক্ষেত্রে তাদের কূটনৈতিক তৎপরতা কাজে দিয়েছিল - এবারেও তারা বৃটিশ সরকারকে বুঝিয়ে রাজি করাতে পারবেন বলেই সাউথ ব্লক আশা করছে।চলতি সপ্তাহে আমেরিকায় প্রধানমন্ত্রী মোদী বিষয়টি বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে আলোচনাতে উত্থাপন করতে পারেন বলে ইঙ্গিত মিলেছে।ঘাটতি ছিল ভারতেরও?তবে কোভিশিল্ডের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের যে কোথাও একটা ঘাটতি ছিল, তা স্বীকার করছেন অনেক বিশেষজ্ঞই।ইউরোপীয় ইউনিয়ন ও নেদারল্যান্ডসে ভারতের সাবেক রাষ্ট্রদূত ভাস্বতী মুখার্জি যেমন বিবিসিকে বলছিলেন, "এর আগেও ইউরোপের একটি দেশ বলেছিল হ্যাঁ আমরাও কোভিশিল্ড দিয়েছি ঠিকই - কিন্তু ভারতে বানানো কোভিশিল্ডের সঙ্গে আমাদেরটার ১.১২ শতাংশ ফারাক আছে।
""অন্যভাবে বললে, শ্বেতাঙ্গদের জন্য যা ঠিক আছে, বাদামি চামড়ার নারী-পুরুষের জন্য তা ঠিক নেই!""কোভিশিল্ড অনুমোদনের ক্ষেত্রেও প্রতিটি দেশ আলাদা সিদ্ধান্ত নিয়েছে, ব্রাসেলসের রেগুলেটর এককভাবে কোনও সিদ্ধান্ত নেয়নি - যেটা হওয়া উচিত ছিল না।""আসলে আমরা এ ব্যাপারে যথেষ্ঠ চাপ বোধহয় তৈরি করতে পারিনি - অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত কোভিশিল্ড দুনিয়ার সব দেশেই অনুমোদন পাওয়া উচিত ছিল", বলছিলেন মিঃ মুখার্জি।জয়রাম রমেশও বিবিসিকে বলেছেন, ভারতের টিকাকরণ নিয়ে বৃটেনের কোনও সন্দেহের কারণ থাকলে তাদের সেটা পরিষ্কার করা উচিত।
সরকারকে সরাতে ভূমিকা রাখবে কৃষক দল, আশা ফখরুলের-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
সরকার পতনের আন্দোলনে কৃষক দল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে জবরদখল করে দেশে যে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় বসে আছে, তাদের সরাতে ভূমিকা রাখবে কৃষক দল।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন
কৃষক দলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ফখরুল বলেন, জাতির একটা যুগসন্ধিক্ষণে কৃষক দলের কমিটি ঘোষণা হয়েছে। সুতরাং তাদের দায়িত্ব অনেক বেশি, বিশেষ করে অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা। একইসঙ্গে যে মানুষগুলোকে কেন্দ্র করে এই দলটি গঠন করেছিলেন জিয়াউর রহমান, সেই কৃষকদের সংগঠিত করা। কৃষকদের মাঝে ছড়িয়ে পড়া।
তিনি বলেন, আজকে বাংলাদেশে কেউ ভালো নেই। কৃষকরা সবেচেয়ে বেশি অবহেলিত। তারা তাদের উৎপাদিত পূণ্যের ন্যায্যমূল্য পায় না। কোনোরকম সাহায্য-সহযোগিতা পায় না। এমনকি করোনার যে ভয়াবহ সময় গেলো, এই সময়েও কৃষকরা কোনো প্রণোদনা পায়নি। আমরা এই সময় কৃষক দলের কাছ থেকে যেটা আশা করবো, তারা অতি দ্রুত নিজেদেরকে সংগঠিত করবে।
শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দলের নব নির্বাচিত কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন প্রমুখ।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:
দিলীপদা ব্র্যান্ড, ওঁর বিকল্প নেই, প্রাক্তনের স্তুতিতে বিজেপি-র নতুন রাজ্য সভাপতি -আনন্দবাজার পত্রিকা
বিজেপি-র রাজ্য সভাপতি হিসাবে তাঁর নাম ঘোষণা ২৪ ঘণ্টাও হয়নি। তার মধ্যেই দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে পাশে নিয়ে সমন্বয়ের বার্তা দিলেন নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, ‘‘দিলীপদা ব্র্যান্ড, ওঁর বিকল্প নেই। দিলীপদার থেকেই লড়াই শিখেছি। ওঁর আদর্শকে সামনে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব।’’ রাজ্য সভাপতি থাকাকালীন সকালে দিলীপের ‘চায়ে পে চর্চা’ আগামী দিনেও চলবে বলে জানিয়ে দেন বালুরঘাটের সাংসদ।সোমবার রাতে নতুন দায়িত্ব পাওয়ার পরে মঙ্গলবার কলকাতায় বিজেপি-র সদর দফতরে যান সুকান্ত। সেখানে তাঁর জন্য একটি সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। দিলীপ নিজেই পেন, মালা দিয়ে স্বাগত জানান তাঁর উত্তরসূরিকে। অনুষ্ঠানে তাঁর বক্তব্যে বার বার দিলীপের প্রশংসা শোনা যায় সুকান্তর মুখে। পূর্বসূরির নেতৃত্বে বাংলায় বিজেপি-র সাফল্যের কথা সবাইকে স্মরণ করিয়ে দেন তিনি।
প্রচারে বাধা দিচ্ছে পুলিশ, কমিশনের দ্বারস্থ হব’! গর্জে উঠলেন প্রিয়াঙ্কা -সংবাদ প্রতিদিন
ভবানীপুরে ৭৩ নম্বর ওয়ার্ডে এদিন প্রচারে বেরিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভবানীপুরে জোরকদমে প্রচার করছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভবানীপুরের মানুষের মন জয় করতে মরিয়া প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এদিন মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রচারে যান বিজেপি প্রার্থী। ভোট প্রচারে গিয়ে পুলিশের 'বাধা'র মুখে পড়েন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাড়ায় মানুষের বাড়ি বাড়ি প্রচারে যান প্রিয়াঙ্কা টিবরেওয়াল। মুখ্যমন্ত্রীর পাড়ায় ভোট প্রচারে বাধা দিচ্ছে পুলিশ, অভিযোগ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের।
এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, ‘ভবানীপুরে ভোট প্রচারে বাধা দিচ্ছে পুলিশ। শাসক দলের হয়ে কাজ করছে পুলিশ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে এবার নির্বাচন কমিশনের দারস্থ হব।
ভোটের আগে বড় ধাক্কা জঙ্গিপুরের কংগ্রেস শিবিরে, TMC-তে যোগ দিচ্ছেন প্রাক্তন বিধায়ক মইনুল হক–আজকাল
ভোটের আগে বড়সড় ধাক্কার মুখে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার কংগ্রেস শিবির। দীর্ঘদিনের দল ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন ফরাক্কার ৫ বারের কংগ্রেস বিধায়ক তথা জাতীয় কংগ্রেসের (Congress) সাধারণ সম্পাদক মইনুল হক। আগামী ২৩ তারিখ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যাবেন মুর্শিদাবাদের দুই কেন্দ্রের প্রচারে। সূত্রের খবর, জঙ্গিপুরে অভিষেকের হাত ধরেই তৃণমূলে (TMC) যোগ দেবেন ফরাক্কার প্রাক্তন কংগ্রেস বিধায়ক, অধীর ঘনিষ্ঠ নেতা। আর তাঁর দলত্যাগ ভোটের আগে হাত শিবিরকে বড়সড় ভাঙনের মুখে ফেলবে বলেই মত রাজনৈতিক মহলের।#
পার্সটুডে/বাবুল আখতার/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।