Pars Today
ভারতে চলমান করোনা পরিস্থিতিতে সতর্কতার মধ্যে ঈদুল আজহা পালিত হচ্ছে। প্রাণঘাতী করোনার থাবায় গভীর সঙ্কটের মধ্যে কার্যত ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়েছে। ঈদ উপলক্ষে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন নেতৃবৃন্দ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিশ্বমহামারী করোনা আর বন্যাদুর্গত বাংলাদেশে আজ ঈদুল আজহা পালিত হয়েছে এক ভিন্ন পরিস্থিতিতে। দেশে করোনায় আক্রান্ত হাজার হাজার মানুষ। অনেকে হারিয়েছেন তাদের প্রিয়জন। অনেকের স্বজন বাড়িতে বা হাসপাতালে কাতরাচ্ছেন মৃত্যু যন্ত্রণায়। অর্থনৈতিক বিপর্যয়ে পরাস্ত লক্ষ লক্ষ পরিবার এবার পশু কুরবানি করতে পারছেন না। এসব কারণে ধর্মীয় বাধ্যবাধকতার বাইরে সত্যিকার অর্থে আনন্দটা ম্রিয়মাণ।
মুসলিম উম্মাহ'র বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। প্রতিবছর যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয় দিনটি। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন। দিনটি উপলক্ষে রেডিও তেহরানের রংধনু আসরে একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয়েছে।
করোনাভাইরাস মহামারিসহ সব ধরনের রোগবালাই থেকে মানবজাতিকে হেফাজতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ জানিয়ে বাংলাদেশের বিভিন্নস্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের পর পরই শুরু হয় পশু কোরবানি।
অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছ ইরান ও তুরস্ক। গতকাল (শুক্রবার) এক টেলিফোলাপে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে গিয়ে এ প্রত্যয় জানান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও তার তুর্কি সমকক্ষ রজব তাইয়্যেব এরদোগান।
সৌদি আরব এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ মুসলিম বিশ্বের বহু দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনেই ঈদুল আযহা উদযাপিত হচ্ছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠান 'আল্লাহর প্রেমে ত্যাগের উৎসব- কুরবানি' শীর্ষক বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও পবিত্র ঈদুল আযহার একরাশ শুভেচ্ছা। ‘শহিদান’দের ঈদ এল বকরীদ!/ অন্তরে চির-নওজোয়ান যে তারই তরে এই ঈদ। আল্লার রাহে দিতে পারে যারা আপনারে কোরবান, নির্লোভ নিরহংকার যারা, যাহারা নিরভিমান,
ভারতের কেরালা রাজ্যে আজ ঈদুল আজহা পালিত হয়েছে। ভারতের অন্যত্র আগামীকাল (শনিবার) ঈদ পালিত হবে। করোনা পরিস্থিতির মধ্যে আজ কেরালার বিভিন্ন মসজিদে দৈহিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বিভিন্ন এলাকায় কুরবানিও সম্পন্ন হয়েছে। যদিও রাজ্যটিতে বাঙালিসহ ভিন রাজ্যের যেসব শ্রমিক রয়েছেন তাদেরকে মসজিদের পরিবর্তে বাসাতেই নামাজ আদায় করতে হয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতির তোয়াক্কা না করে ঈদের একদিন আগে বিপুল সংখ্যক মানুষ বাড়ীর টানে পথে নেমে পড়েছেন চরম বিপাকে । বিশেষ করে রাজধানী থেকে বের হওয়ার প্রধান দুটি মহাসড়কে যমুনা ব্রিজের উভয় অংশে এবং পদ্মা নদী পারাপারের জন্য মাওয়া ও পাটুরিয়া ফেরী পথের দুই দিকেই দীর্ঘ সময় ধরে আটকে আছে সারি সারি গাড়ী। দীর্ঘ যানজটে নাকাল যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর, লালমনিরহাট, শেরপুর, মৌলভীবাজার, সুনামগঞ্জ, চাঁদপুর, শরিয়তপুর, পটুয়াখালী ও চট্টগ্রামের শতাধিক গ্রামে আজ (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।