এপ্রিল ১৩, ২০২৩ ২৩:২৮
মানবীয় মর্যাদার দিক থেকে ইসলাম নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য করেনি। মহানবী (সা) নারীকে সুগন্ধি ফুল বা লতার সঙ্গে তুলনা করেছেন। তিনি স্ত্রী বা নারীকে কর্মচারী বা প্রধান কর্মী তথা কাহরিমান (আরবি অর্থে!) (ফার্সি কাহরিমান অর্থ পাহলোয়ান) হিসেবে ভাবতে নিষেধ করেছেন এবং বলেছেন, মায়ের পায়ের নীচে রয়েছে সন্তানের বেহেশত!