করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে বাংলাদেশের সকল আন্তর্জাতিক বন্দরে সতর্কতা
বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন-এর সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের সব আন্তর্জাতিক বন্দরে সতর্কবার্তা দেওয়া হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এ কথা জানান অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, বিমান, স্থল ও সমুদ্র দিয়ে দেশের প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. নাজমুল ইসলামও বলেছেন, নতুন এ ধরনটি প্রতিরোধে ‘সব ধরনের প্রস্তুতি’ নিচ্ছে স্বাস্থ্য বিভাগ।
এর আগে গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন এ ধরনটি প্রথম শনাক্ত হয়। এরপর বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দেয় ‘ওমিক্রন’। এরইমধ্যে বতসোয়ানা, ইসরাইল, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি ও ইতালিতেও শনাক্ত হয়েছে এই নতুন ধরন।
ধরনটিকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধারণা করা হচ্ছে, করোনার আগের সব ধরনের চেয়ে এটি অনেক বেশি সংক্রামক। তবে ওমিক্রন করোনার অন্য ধরনের তুলনায় কম নাকি বেশি মারাত্মক, তা এখনও নিশ্চিত হতে পারেননি বিশেষজ্ঞরা।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে সংক্রমিত ব্যক্তির ক্ষেত্রে কোভিড-১৯ এর পরিচিত উপসর্গগুলো দেখা যাচ্ছে না। আক্রান্ত ব্যক্তির শরীরে রোগটির মৃদু উপস্থিতি দেখা যাচ্ছে। তবে এই ধরনটি সম্পর্কে বলার সময় এখনো আসেনি।
শনিবার রুশ বার্তা সংস্থা স্পুটনিক নিউজকে দক্ষিণ আফ্রিকার মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অ্যাঞ্জেলিক কোয়েৎজি বলেছেন, মৃদু রোগের সঙ্গে এক-দু’দিন মাংসপেশির ব্যথা, ক্লান্তি এবং খারাপ লাগা দেখা দিচ্ছে। এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে স্বাদ বা ঘ্রাণ হারানোর মতো কোনো ঘটনা ঘটেনি। হালকা কাশি হতে পারে। কিন্তু করোনার পরিচিত উপসর্গগুলো দেখা যায়নি। আক্রান্তদের মধ্যে অনেককে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে শনিবার পর্যন্ত বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, চেক রিপাবলিক, জাপান, ভারত, ইরান ও থাইল্যান্ড ওমিক্রনের বিস্তার ঠেকাতে আফ্রিকার দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশ থেকে ফ্লাইট বাতিল, নিষেধাজ্ঞা এবং নিজ নিজ দেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে।
এদিকে, ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে সুইজারল্যান্ডে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল শনিবার সুইজারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশে রওনা দিয়ে দুবাই থেকেই ভিন্ন আরেকটি ফ্লাইটে রাত ১১টায় দেশে ফিরে আসেন তিনি। রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আজ সংবাদ সম্মেলনে বলেছেন, গত ৩০ দিনে দেশে করোনা শনাক্তে নিম্নহার দেখা গেছে। এ হার ২ শতাংশের নিচে থেকেছে। কিন্তু এ পরিস্থিতিতে আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।