নাবিকরা দেশে ফিরলেন
ইউক্রেনে আটকেপড়া ২৮ নাবিক আজ দেশে ফিরলেন
-
ইউক্রেন থেকে ২৮ নাবিক দেশে ফিরলেন
যুদ্ধ কবলিত ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে ফিরেছেন।
গতকাল (মঙ্গলবার) রাতে রোমানিয়া থেকে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২২ ফ্লাইটে তারা বাংলাদেশের উদ্দেশে রওনা হন। আজ (বুধবার) দুপুর ১২টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁদের বহনকারী ফ্লাইটটি। এর আগে গত রোববার বেলা ১১টার দিকে ইউক্রেন সীমান্ত পেরিয়ে মালদোভা হয়ে রোমানিয়া পৌঁছান এই ২৮ বাংলাদেশি নাবিক।
বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটি তুরস্কের ইরাগলি বন্দর থেকে পণ্য বোঝাই করতে গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়। দুই দিন পর অলভিয়া বন্দরের জলসীমায় নোঙর করে। পরদিন রাশিয়া ইউক্রেনে হামলা করলে জাহাজটি আটকা পড়ে।
গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে অলভিয়া বন্দর জেটির অদূরে নোঙর করে রাখা অবস্থায় জাহাজটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। হামলায় জাহাজের ব্রিজ ধ্বংস হয়ে যায় এবং জাহাজে আগুন ধরে যায়। জাহাজে গোলার আঘাতে তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। হামলার ২৪ ঘণ্টার মাথায় ইউক্রেন প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় একটি টাগবোটে করে নাবিকদের বন্দরের বাইরে একটি বাংকারে নেওয়া হয়। সেখান থেকে রোমানিয়ায় নেওয়া হয়।
বাংলাদেশের নয়জন নাগরিককে উদ্ধার করেছে ভারত
এদিকে, যুদ্ধকবলিত ইউক্রেন থেকে বাংলাদেশের ৯ জন নাগরিককে উদ্ধার করেছে ভারত। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
আজ (বুধবার) সকালে ভারতের বার্তা সংস্থা এএনআই সরকারি সূত্রের বরাত দিয়ে তাদের টুইটে এসব তথ্য জানায়। দুই সপ্তাহ আগে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ভারতীয় নাগরিকদের পাশাপাশি ‘অপারেশন গঙ্গা’র মাধ্যমে বাংলাদেশ , পাকিস্তান, নেপাল ও তিউনিসিয়ার নাগরিকদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৯