রূপপুর পারমাণবিক প্রকল্পে ছুরিকাঘাতে কাজাখস্তানের নাগরিক নিহত
https://parstoday.ir/bn/news/bangladesh-i105822-রূপপুর_পারমাণবিক_প্রকল্পে_ছুরিকাঘাতে_কাজাখস্তানের_নাগরিক_নিহত
পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত কাজাখস্তানের নাগরিক সেভিস ভ্লাদিমির (৫০)-কে ঈশ্বরদীর গ্রীন সিটি আবাসিক এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৮, ২০২২ ২১:০৯ Asia/Dhaka
  • রূপপুর পারমাণবিক প্রকল্পে ছুরিকাঘাতে কাজাখস্তানের নাগরিক নিহত

পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত কাজাখস্তানের নাগরিক সেভিস ভ্লাদিমির (৫০)-কে ঈশ্বরদীর গ্রীন সিটি আবাসিক এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রূপপুর প্রকল্পে কর্মরত এএসই কোম্পানির পরিচালক ইউরি ফেদরি বাদী হয়ে রোববার (২৭ মার্চ) রাতে বেলারুশের তিন নাগরিককে আসামি করে ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

আজ সোমবার (২৮ মার্চ) সকালে অভিযুক্ত তিন বেলারুশ নাগরিক-ফিতারি, হেন্ডাজ ও ভ্লাদিমিরকে আটক করে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রায়হান পারভেজ বলেন, এর আগে গতকাল দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে নিহত কাজাখ নাগরিক সেভিস ভ্লাদিমিরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তে প্রাথমিকভাবে ছুরিকাঘাতে মৃত্যুর বিষয়টি জানা গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের হিমাগারে রাখা হয়েছে।

এ ঘটনায় আহত অপর কাজাখ নাগরিক নিহতের ভাই আমরে ঢাকার ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুই ভাই বছর খানেক আগে রূপপুর প্রকল্পে কাজ করতে আসেন।

হত্যার কারণ সম্পর্কে তদন্তকারী কর্মকর্তা জানান, ঘটনার দিন সেভিস ভ্লাদিমির ও তার ভাই আমরে রুপপুর গ্রিনসিটি আবাসিক এলাকার ৬ নং ভবনে বেলারুশ নাগরিকদের ফ্ল্যাটে যান। সেখানে আর্থিক লেন-দেন বিষয়ে কথা কাটাকাটির জেরে হত্যার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।  

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন বেলারুশ নাগরিক হত্যার কারণ সম্পর্কে পরিষ্কার করে তেমন কিছুই বলেনি। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে ।#

 

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার /২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।