আইআরআইবি ফ্যান ক্লাব ও ভয়েস অব ডি-এক্সিং আয়োজিত কুইজের ফল প্রকাশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i106154-আইআরআইবি_ফ্যান_ক্লাব_ও_ভয়েস_অব_ডি_এক্সিং_আয়োজিত_কুইজের_ফল_প্রকাশ
আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ এবং ভয়েস অব ডি-এক্সিং-এর যৌথ উদ্যোগে মার্চ মাসে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।
(last modified 2025-10-04T05:57:22+00:00 )
এপ্রিল ০৪, ২০২২ ২০:১৭ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাব ও ভয়েস অব ডি-এক্সিং আয়োজিত কুইজের ফল প্রকাশ

আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ এবং ভয়েস অব ডি-এক্সিং-এর যৌথ উদ্যোগে মার্চ মাসে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।

এই পর্বে বাংলাদেশ ও ভারতের ১৪১ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রোতা জাফুরুল ইসলাম জাফর। বিজয়ীর ঠিকানায় পুরস্কার হিসেবে একটি রেডিও সেট ও সনদপত্র পাঠিয়ে দেওয়া হবে।

প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৪