বাংলাদেশে বিড়ম্বনার ঈদ যাত্রা: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i107076-বাংলাদেশে_বিড়ম্বনার_ঈদ_যাত্রা_বিভিন্ন_মহলের_প্রতিক্রিয়া
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির দ্বিতীয় দিনে আজ রোববারও রাজধানীর পাঁচটি স্টেশনে ছিল টিকেট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। আজ সকাল ৮টা থেকে বিক্রি হচ্ছে ২৮ এপ্রিলের ট্রেন যাত্রার টিকেট।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ২৪, ২০২২ ১৭:৪৬ Asia/Dhaka
  • বাংলাদেশে বিড়ম্বনার ঈদ যাত্রা: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির দ্বিতীয় দিনে আজ রোববারও রাজধানীর পাঁচটি স্টেশনে ছিল টিকেট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। আজ সকাল ৮টা থেকে বিক্রি হচ্ছে ২৮ এপ্রিলের ট্রেন যাত্রার টিকেট।

তবে, কাঙ্ক্ষিত টিকেট পেতে গত রাত থেকে অনেকে কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন লাইনে। কেউ কেউ এসেছিলেন রাত ৮টার দিকে। অনেকে সেহরী খেয়েই লাইনে দাড়িয়েছেন। তারপরও  টিকেট না পাবার অভিযোগ।

জানা গেছে, কাউন্টারের পাশাপাশি অনলাইনে ৫০ শতাংশ টিকেট রেখেছে রেলওয়ে। আর কমলাপুর ছাড়াও রাজধানীর আরও ৪টি স্টেশনে বিক্রি হচ্ছে ঈদ উপলক্ষ্যে অগ্রিম টিকেট। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, কমলাপুর রেলস্টেশনে চাপ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে কমলাপুর রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মাসুদ সরোয়ার বলেন, ‘অর্ধেক টিকেট কাউন্টারে এবং অর্ধেক টিকেট অনলাইনে বিক্রি হচ্ছে। ফলে কাউন্টারের সামনে লম্বা লাইনে দাঁড়িয়েও অনেককে ফিরে যেতে হচ্ছে। কারণ, আসন সংখ্যা যতগুলো, তার বেশি তো বিক্রি হবে না।’

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষে ছয়টি বিশেষ ট্রেন চলবে। সেগুলো হচ্ছে চাঁদপুর স্পেশাল দুই জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল এক জোড়া, শোলাকিয়া স্পেশাল দুই জোড়া, খুলনা স্পেশাল এক জোড়া। এসব ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে না।

কালোবাজারি বন্ধে এনআইডি

এদিকে, টিকেটের কালোবাজারি বন্ধে টিকিট কেনার সময় যাত্রীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি কাউন্টারে দেখাতে হচ্ছে।  

ফিরতি যাত্রা

ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১ মে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ২৭ হাজার ৮৫৩টি টিকিট বিক্রি হবে। এর মধ্যে অনলাইনে বিক্রি হবে ১২ হাজার ১৫৭টি ও কাউন্টারে বিক্রি হবে ১৫ হাজার ৬৯৬টি।

নৌ রুটে  ঈদযাত্রা

এদিকে, সড়ক পথে  ঈদযাত্রায় ফেরির সংখ্যা বাড়ানো হবে বলে আশ্বস্ত করেন বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান।

তিনি জানান, শিমুলিয়া বাংলাবাজার ও শিমুলিয়া মাঝিকান্দি নৌরুটে ঈদে ফেরি থাকবে ১০টি। বর্তমানে নৌরুটে ৬টি ফেরি রয়েছে। আরো ৪টি যুক্ত করা হবে। শিমুলিয়া-বাংলাবাজারে ২৪ ঘণ্টা ফেরি চলাচলের জন্য আমরা কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছি এবং আশা করছি এটি অনুমোদন হবে। সেক্ষেত্রে শিমুলিয়া-বাংলাবাজার এবং শিমুলিয়া মাঝিকান্দি নৌরুটে ২৪ ঘণ্টা ফেরি চলাচল করবে।

ওদিকে, নারায়ণগঞ্জ থেকে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় লঞ্চ টার্মিনাল ঘাট এলাকায় আনন্দ মিছিল করেছেন শ্রমিক কর্মচারীরা। রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ঘাট থেকে লঞ্চ চালুর সময় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ব্যানারে তারা এই আনন্দ মিছিল করেন।

গত ২০ মার্চ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আল আমিন নগর এলাকায় রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় এম এল আশরাফ উদ্দিন নামে একটি লঞ্চ ডুবে যায়। এই ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ঘাট থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।আজ থেকে ফের ১৮টি ফেরি চলাচল শুরু হয়েছে।

সড়ক পথে গণপরিবহণেরন শৃঙ্খলা দাবি

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি গণপরিবহণের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে দেশের সব জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ, রিকশা, ইজিবাইক, অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গণমাধ্যমে আজ রোববার পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

বিবৃতিতে মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিগত ঈদে ৩১৮টি সড়ক দুর্ঘটনায় ৩২৩ জন নিহত ও ৬২২ জন আহত হয়েছিল। এতে কেবল মোটরসাইকেলে ১৪৪টি দুর্ঘটনায় ১৩৯ জন নিহত ও ১৯৯ জন আহত হয়েছিল, যা মোট সড়ক দুর্ঘটনার ৪৫ দশমিক ২৮ শতাংশ, নিহতের ৪৩ দশমিক শূন্য ৩ শতাংশ এবং আহতের ৩১ দশমিক ৯৯ শতাংশ। এবারের ঈদে অতীতের যেকোনো সময়ের প্রায় তিন গুণ যাত্রী মোটরসাইকেলে যাত্রা করতে পারে। এতে দুর্ঘটনার ঝুঁকিও তিন গুণ বেড়ে যেতে পারে। সুষ্ঠু ব্যবস্থাপনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা গেলে এবারের ঈদে ৫০ শতাংশ দুর্ঘটনা কমানো সম্ভব।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।