চৌদ্দগ্রামে আইআরআইবি ফ্যান ক্লাবের উদ্যোগে ২০০ পরিবারে ঈদ উপহারসামগ্রী বিতরণ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের তিনটি হেফজখানা ও বিভিন্ন গ্রামের হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ।
বিশিষ্ট শিল্পপতি আহম্মেদ মাহবুবুল আলম চৌধুরী নয়ন ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজের অর্থায়নে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

শনিবার ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবরাজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাজী রেহানা বেগম রেখা, ইউপি মেম্বার শাহেদ চৌধুরী, প্রবাসী জাফর ভুঁইয়া, অ্যামেরিকান রেডক্রসের এডমিন এন্ড ফ্যাইন্যান্স ফখরুল ইসলাম ও ছাত্রনেতা আবির চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব বিজয়করা, চৌদ্দগ্রাম, কুমিল্লার সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সোহেল। ঈদ সামগ্রী পেয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এতিম ছাত্র ও হতদরিদ্র পরিবারের সদস্যরা।#