শরাফুদ্দিন ছিলেন একটি জাতির স্বাধীন ইচ্ছার কণ্ঠস্বর
https://parstoday.ir/bn/news/west_asia-i151570-শরাফুদ্দিন_ছিলেন_একটি_জাতির_স্বাধীন_ইচ্ছার_কণ্ঠস্বর
পার্সটুডে - ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং অর্গানাইজেশন বা আইআরআইবি'র পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে ইয়েমেনের তথ্যমন্ত্রী সাইয়্যেদ হাশেম শরাফদ্দিনের শাহাদাতের নিন্দা জানিয়েছে। একইসঙ্গে এটিকে সত্যের কণ্ঠস্বরের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের স্পষ্ট অপরাধ বলে অভিহিত করেছে।
(last modified 2025-09-02T08:14:55+00:00 )
আগস্ট ৩১, ২০২৫ ১৭:৩৫ Asia/Dhaka
  • ইয়েমেনের তথ্যমন্ত্রী শহীদ সাইয়্যেদ হাশেম শরাফদ্দিন
    ইয়েমেনের তথ্যমন্ত্রী শহীদ সাইয়্যেদ হাশেম শরাফদ্দিন

পার্সটুডে - ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং অর্গানাইজেশন বা আইআরআইবি'র পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে ইয়েমেনের তথ্যমন্ত্রী সাইয়্যেদ হাশেম শরাফদ্দিনের শাহাদাতের নিন্দা জানিয়েছে। একইসঙ্গে এটিকে সত্যের কণ্ঠস্বরের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের স্পষ্ট অপরাধ বলে অভিহিত করেছে।

সানায় ইয়েমেনি ন্যাশনাল স্যালভেশন গভর্নমেন্ট শনিবার এক বিবৃতিতে গত বৃহস্পতিবার ইহুদিবাদী ইসরায়েলের হামলায় ইয়েমেনি প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের একটি দল শহীদ হওয়ার ঘোষণা দিয়েছে। পার্সটুডে অনুসারে,ইয়েমেনি সরকারি কর্মকর্তাদের একটি উচ্চপদস্থ সভায় ইসরায়েলি হামলায় ইয়েমেনি তথ্যমন্ত্রী সাইয়্যেদ হাশেম শরফ আল-দীনের শাহাদাতের পর ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং অর্গানাইজেশনের পররাষ্ট্র দপ্তর নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

পরম করুণাময়,পরম করুণাময় আল্লাহর নামে

আকাশের দিকে তাকাও, একটি উজ্জ্বল নক্ষত্র নিভে গেছে;কিন্তু তার রক্তের ঝলক দিয়ে পৃথিবী ইয়েমেনে আগের চেয়েও উজ্জ্বলভাবে জ্বলছে; এক টুকরো জমি যার নাম সম্মান ও মর্যাদার আকাশে পৃথিবীর মানুষের কাছে এবং প্রতিরোধের ইতিহাসের পুরুষদের জন্মভূমির চেয়েও বেশি বিখ্যাত।ইয়েমেনের একজন সত্যিকারের পুত্র, সত্যের রক্ষক এবং নিপীড়িতদের কণ্ঠস্বরের পতাকাবাহী সাইয়্যেদ হাশেম শরফ আল-দীন এখন চিরন্তন শহীদদের কাতারে দাঁড়িয়ে আছেন। তিনি যিনি তাঁর গৌরবময় জীবন জুড়ে মিডিয়া জিহাদের ক্ষেত্রে "কলম" কে "অস্ত্র" হিসাবে ব্যবহার করেছিলেন, মিথ্যার অস্ত্রাগার এবং ইহুদিবাদের বিকৃতি এবং নিপীড়ন ও আগ্রাসনের সমর্থকদের সামনে দাঁড়িয়েছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত  প্রতিরোধের ঘাঁটি ত্যাগ করেননি। শিশু-হত্যাকারী এবং নিপীড়ক ইহুদিবাদী ইসরায়েলের এক কাপুরুষোচিত আগ্রাসনে ইয়েমেনি সরকারের সর্বোচ্চ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করে।

প্রধানমন্ত্রী এবং তার আটজন মন্ত্রী এবং ডেপুটির দেহ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে কিন্তু কখনো তাদের চিন্তাভাবনা এবং আদর্শকে ধ্বংস করা যাবে না। সাইয়্যেদ হাশেম কেবল একটি সরকারের তথ্যমন্ত্রী ছিলেন না, বরং একটি জাতির স্বাধীন ইচ্ছার প্রতিধ্বনি ছিলেন। তাঁর নাম ইতিহাসের সত্য-সন্ধানী সেনাপতিদের সাথে জড়িত এবং তাঁর উত্তরাধিকার জাগরণের এক মশাল যা প্রজন্মকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের আন্তর্জাতিক উপ-সম্পাদক এই যুদ্ধাপরাধ এবং সমস্ত মানবিক চুক্তির স্পষ্ট লঙ্ঘনের তীব্র নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংস্থা এবং মুক্ত গণমাধ্যমকে সতর্ক করে: এই ধরনের রক্তপাতের মুখে নীরবতা অপরাধে জড়িত থাকার একটি স্পষ্ট উদাহরণ।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের আন্তর্জাতিক উপ-সম্পাদক এই বিবৃতিতে জোর দিয়ে বলেছেন: ইয়েমেন, দৃঢ়তা এবং বিশ্বাসের এই ভূমি, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকবে এবং সাইয়্যেদ হাশেম শরফ আল-দীনের মতো শহীদদের বিশুদ্ধ রক্ত ​​থেকে, প্রতিরোধের আরও খাঁটি ফুল ফুটবে, এবং ইসলামী জাতি এবং বিশ্বের মুক্ত মানুষ এই রক্তকে ভুলে যাবে না, বরং এটিকে স্বাধীনতার পথ অব্যাহত রাখার জন্য একটি পতাকায় পরিণত করবে।

যারা নির্দেশনা অনুসরণ করে তাদের উপর শান্তি বর্ষিত হোক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আন্তর্জাতিক উপ-সম্পাদক

 

পার্সটুডে/এমবিএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।