শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা এবং ৮ ঘণ্টা কর্মদিবসের দাবি
https://parstoday.ir/bn/news/bangladesh-i107386-শ্রমিকদের_ন্যূনতম_মজুরি_২০_হাজার_টাকা_এবং_৮_ঘণ্টা_কর্মদিবসের_দাবি
মে দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশ থেকে দেশের শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা এবং ৮ ঘণ্টা কর্মদিবসের দাবি কার্যকর করার দাবি  জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০১, ২০২২ ১৮:৩৯ Asia/Dhaka
  •  শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা এবং ৮ ঘণ্টা কর্মদিবসের দাবি

মে দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশ থেকে দেশের শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা এবং ৮ ঘণ্টা কর্মদিবসের দাবি কার্যকর করার দাবি  জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন।

আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলির মধ্যে রয়েছে-৮ ঘণ্টা কর্মদিবস, জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন এবং ন্যায্য মজুরি ও অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা। সমাবেশে ফেডারেশনের সহসভাপতি মানস নন্দী বলেন, বাজারে নিত্যপণ্যের মূল্য বাড়ছে। শ্রমিকেরা যে মজুরি পান, তা দিয়ে তাঁরা চলতে পারেন না। তাই তাঁদের ওভারটাইম করতে হয়। শ্রমিকেরা যেন ওভারটাইম করা ছাড়াই চলতে পারেন, সে জন্য ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করতে হবে। অনেক প্রতিষ্ঠান ওভারটাইম করতে বাধ্য করে। এই বাধ্য করা বন্ধ করতে হবে।

ফেডারেশনের সভাপতি আ ক ম জহিরুল ইসলাম বলেন, ঈদে সামনে এখনো বেশ কিছু গার্মেন্টসের কর্মী বেতন–ভাতা পাননি। এই হচ্ছে মে দিবসের অবস্থা। তিনি বলেন, মানুষ বাঁচার জন্য চাকরি করে, মরণের জন্য নয়। কিন্তু কর্মক্ষেত্রে নিরাপত্তা নেই। ছাদ ভেঙে শ্রমিকেরা মারা যান। আগুনে পুড়ে মারা যান। কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে। যানবাহন, হোটেলসহ আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কোনো খাতেই কর্মঘণ্টা ৮ ঘণ্টা শ্রমের ব্যবস্থা নেই এবং এর ব্যবস্থা করার দাবি জানান তিনি।

শ্রমজীবী মানুষের জীবনমান উন্নত হয়েছে, ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে: তথ্যমন্ত্রী

এদিকে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২০০৯ সালে আমরা সরকার গঠন করার পর থেকে বিভিন্ন সেক্টরে শ্রমিকদের মজুরি ৬ থেকে ৮ গুণ বৃদ্ধি পেয়েছে। একইসাথে শ্রমিকদের চিকিৎসা, যাতায়াত, বাড়িভাড়া, গার্মেন্ট শ্রমিকদের দুপুরের টিফিনের ব্যবস্থা করাসহ বিভিন্ন ভাতা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারই নিশ্চিত করেছে। আজ রবিবার (১ মে) দুপুরে চট্টগ্রাম নগরীতে নিজ বাসভবনে তথ্যমন্ত্রীর সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, আজ পহেলা মে, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দিন। এই বাংলাদেশে শ্রমিকদের অধিকার দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নত হয়েছে, ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রীর নানাবিদ পদক্ষেপের কারণে শ্রমজীবী মানুষের আয়-উন্নতি বেড়েছে।

তিনি বলে, ২০০৯ সালের আগে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ১ হাজার ৬৫০ টাকা। এখন সেটি বেড়ে ৮ হাজার টাকায় উন্নীত হয়েছে। পাটকল শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল মাত্র ৯৬০ টাকা, এখন সেটি উন্নীত হয়েছে ৮ হাজার ৩০০ টাকায়। শেখ হাসিনা সরকারের  আমলে এভাবেই বিভিন্ন সেক্টরে শ্রমিকদের মজুরি ৬ থেকে ৮ গুণ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, আশির দশকে স্লোগান হতো শ্রমিকের মজুরি হতে হবে সাড়ে তিন কেজি চালের মূল্যের সমান। অথচ এখন শ্রমিকের মজুরি ১৫ কেজি চালের মূল্যের সমান উন্নীত হয়েছে। চট্টগ্রাম এলাকায় ৭০০ থেকে ৮০০ টাকার নিচে কোনো শ্রমিক পাওয়া যায় না। ঢাকায়ও তাই, উত্তরবঙ্গে কিছুটা কম।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ১০ টাকা কেজিতে চাল, বিনামূল্যে চালসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দেশের কোটি কোটি মানুষকে নানাভাবে সহায়তা দেওয়া হয়। এগুলো আগে কখনো ছিল না। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যখন সমস্ত পৃথিবীতে জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে। ভোজ্য তেলের দাম ইউরোপে ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। খাদ্য পণ্যের দাম ইউরোপে ৪০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ইউকেতে খাদ্যপণ্যের দাম ২৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। সেখানে সুপার মার্কেটে নানা ধরণের খাদ্যপণ্যের সঙ্কট দেখা দিয়েছে। আমাদের দেশে সেটি হয়নি। অনেকে বক্তৃতা করেন, কিন্তু বিশ্ব প্রেক্ষাপটের দিকে তাকান না। এত বিশ্ব সঙ্কটের মধ্যেও আমাদের দেশে জীবনযাত্রা নির্বিঘ্ন আছে। তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন শ্রমিকরা যখন তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে তখন বিভিন্ন সময় শ্রমিকদের গুলি করে হত্যা করেছে। এটিই হচ্ছে বঙ্গবন্ধু কন্যার সাথে অন্যদের পার্থক্য।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/এমবিএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।