বিএনপি-জামায়াতের যেকোনো নয়া কৌশল ঠেকাতে পরিকল্পনা করছে আওয়ামী লীগ
(last modified Thu, 09 Jun 2022 12:10:04 GMT )
জুন ০৯, ২০২২ ১৮:১০ Asia/Dhaka

বাংলাদেশের বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর যেকোনো কৌশল রাজনৈতিকভাবে প্রতিহত করার বার্তা দিয়ে রাজপথে শক্তির মহড়া অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিভিন্ন সূত্র জানিয়েছে, আগামী ২৫ জুন পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ও উৎসবের বার্তায় উজ্জীবিত হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজপথে শক্তির মহড়া দেওয়ার কৌশলে হাঁটবে দলটি।

এর আগেই আগামীকাল (১০ জুন) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এক বিক্ষোভ সমাবেশ করবে।

এদিকে, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ গতকাল বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। অবশ্য কর্মদিবসে মিছিল ও সমাবেশের কারণে রাজধানীতে দীর্ঘ যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়। এরপর এজন্য ক্ষমাও চান আয়োজকরা।

সোনারগাঁও হোটেল সংলগ্ন স্থানে ট্রাকের অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে কাউকে রেহাই দেওয়া হবে না। ইট মারলে পাটকেল খেতে হবে। এটি মনে রাখতে হবে। কেউ যদি আঘাত করে তাহলে পাল্টা আঘাতের জন্য আমরা শেখ হাসিনার নেতৃত্বে প্রস্তুত রয়েছি।

বিএনপি-জামায়াতের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে কাউকে রেহাই দেওয়া হবে না'।

বিক্ষোভ সমাবেশে মহানগর আওয়ামী লীগের নেতারা বিভিন্ন ইউনিটের খণ্ড খণ্ড মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন। এসব খণ্ড খণ্ড মিছিল থেকে ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘জয় বাংলার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।#

পার্সটুডে/এআরকে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ