টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা, মাহমুদউল্লাহ বাদ
-
মাহমুদউল্লাহ রিয়াদ
সাকিব আল হাসানকে অধিনায়ক ও নুরুল হাসান সোহানকে সহ-অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে সবচেয়ে বেশি ১২১ ম্যাচ খেলা মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়েছে।
আজ (বুধবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। গতকাল সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আভাস দিয়েছিলেন, কম্বিনেশনের কারণে হয়তো জায়গা নাও হতে মাহমুদউল্লাহ'র। অবশেষে সে আভাসটাই সত্যি হলো। বিশ্বকাপ দলে জায়গা হলো না তাঁর।
মাহমুদউল্লাহ ছাড়াও বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলা এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমন। স্ট্যান্ডবাই হিসেবে আছেন রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার ও শরিফুল ইসলাম।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে একটি অর্ধশতক পেয়েছিলেন তখনকার অধিনায়ক মাহমুদউল্লাহ। এর পর থেকেই এ সংস্করণে ছন্দে নেই তিনি। বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে মাত্র ১৬.৫৪ গড় ও ১০২.৮২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এ ব্যাটসম্যান। এশিয়া কাপের দুই ম্যাচে ২০ পেরিয়েছেন, তবে এক ম্যাচে স্ট্রাইক রেট ছিল ৯২.৫৯, অন্যটিতে ১২২.৭২। ২০০৭ সাল থেকে এ সংস্করণে খেলে আসা মাহমুদউল্লাহ এখন পর্যন্ত খেলেছেন ১২১টি ম্যাচ, বাংলাদেশের হয়ে যেটি সর্বোচ্চ। বিশ্বকাপ দলে না পাওয়াতে এ সংস্করণে ভবিষ্যৎটা অনিশ্চিতই হয়ে পড়ল তাঁর। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ছিলেন অধিনায়ক।
চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতার অষ্টম আসর। মূলত: প্রতিযোগিতাটি ২০২১-এর অক্টোবর- নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২০ সালের নিশ্চিত করে যে, ২০২২ এর প্রতিযোগিতাটির আয়োজক হবে অস্ট্রেলিয়া। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
বাংলাদেশের বিশ্বকাপ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ ও নাজমুল হোসেন শান্ত।
স্ট্যান্ড বাই: রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, শরিফুল ইসলাম।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪