সেপ্টেম্বর ১৯, ২০২২ ১৮:৩০ Asia/Dhaka

বাংলাদেশে বর্ষা ঋতু বিদায় নিলেও মাঝেমধ্যে বৃষ্টি আর যত্রতত্র জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বাড়ছে। তাই ফের বাড়ছে এডিস বাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়াদের মধ্যে ২৫৩ জন ঢাকার বাসিন্দা। এ সময় ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ জন।

সবমিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৮৩ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১০২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৩৮১ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৫৬৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৪১ জন।

এ প্রসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসাবিদগণ বলেছেন, মশার প্রজনন ক্ষেত্র বিনাশ করা এবং নিজেকে মশার কামড় থেকে রক্ষা করার মাধ্যমে ডেঙ্গু থেকে নিরাপদ রাখা যাবে।  তার পরেও আক্রান্ত হয়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ওদিকে আড়াই বছরের অধিককাল ধরে চলমান করোনা রোগের সংক্রমণেও সম্প্রতি উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে ৪ হাজার ১৫৪টি নমুনা সংগ্রহ ও ৪ হাজার ১৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার পাওয়া গেছে ১২ দশমিক ৭২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের গড়  হার চলছে ১৩ দশমিক ৬১ শতাংশ।

এ অবস্থায় সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণসহ নতুন পাঁচটি সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

রোববার (১৮ সেপ্টেম্বর) কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা সই করা এক বিজ্ঞপ্তিতে সুপারিশ করা হয়েছে, সব ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরতে হবে, হাত ধোয়া বা সেনিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করতে হবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ