১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কোন নেতাকর্মীকে জড়ো হতে দিবে না পুলিশ: ডিএমপি
সমাবেশ তো দূরের কথা ১০ ডিসেম্বর বিএনপির কোন নেতাকর্মীকেও নয়াপল্টনে জড়ো হতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
কোন শর্তের হিসেবে নয়, বরং নিরাপত্তা ঝুঁকির কারণেই জমায়েত নিষিদ্ধ করছে আইনশৃঙ্খলা বাহিনী। নয়াপল্টনে অনুমতি বিহীন সমাবেশ করতে দেয়াকে একধরণের ঝুঁকি বলছেন মতিঝিল জোনের উপ পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম।
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজনে ইতোমধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তল্লাসী চৌকি বসিয়েছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এমনটা বলেও জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র।
এদিকে, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ দলীয় কার্যালয় নয়াপল্টন অথবা আরামবাগ আইডিয়াল স্কুলের সামনেই করতে চায় বিএনপি। দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী মঙ্গলবার দুপুরে বিএনপি কেন্দ্রীয় অফিসে সাংবাদিকদের বলেন,সোহরাওয়ার্দী উদ্যানে তারা অনুমতি চায়নি। সোহরাওয়ার্দী উদ্যানকে অনিরাপদ দাবী করে তিনি বলেন, সেখানে তারা কোনো প্রোগ্রাম করবেন না।
পার্সটুডে/নিলয় রহমান/বাবুল আখতার/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।