সাংবাদিকদের মূর্তির মত দাঁড়িয়ে থাকতে হবে: মন্তব্য সুজন সম্পাদকের
https://parstoday.ir/bn/news/bangladesh-i117582-সাংবাদিকদের_মূর্তির_মত_দাঁড়িয়ে_থাকতে_হবে_মন্তব্য_সুজন_সম্পাদকের
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহে ইচ্ছুক গণমাধ্যমকর্মীদের জন্য ১৩টি নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। এসব নির্দেশনার মধ্যে ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং অফিসারকে অবহিত করে তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন সাংবাদিকরা। তবে ভোটকেন্দ্রে ১০ মিনিটের বেশি অবস্থান করা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে। একইসঙ্গে সংবাদ সংগ্রহের কাজে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের জন্য কোনো স্টিকার ইস্যু করা হবে না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।  
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
ডিসেম্বর ২৪, ২০২২ ১৯:০৩ Asia/Dhaka

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহে ইচ্ছুক গণমাধ্যমকর্মীদের জন্য ১৩টি নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। এসব নির্দেশনার মধ্যে ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং অফিসারকে অবহিত করে তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন সাংবাদিকরা। তবে ভোটকেন্দ্রে ১০ মিনিটের বেশি অবস্থান করা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে। একইসঙ্গে সংবাদ সংগ্রহের কাজে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের জন্য কোনো স্টিকার ইস্যু করা হবে না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।  

রংপুর সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন-২০২২ উপলক্ষে সাংবাদিকতা বিষয়ক নীতিমালা সংক্রান্ত পরিপত্রটি গেল ১৮ ডিসেম্বর জারি করা হয়েছে। এ পরিপত্রটি রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনকে পাঠিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান। 

নির্বাচনের সংবাদ সংগ্রহে ১৩টি নির্দেশনার পরিপত্র জারির বিষয় নিয়ে নানা মহলেই শুরু হয়েছে আলোচনা। তবে নির্বাচন কমিশনের দাবি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাসহ সাংবাদিকরা নির্বিঘ্নে যেন সংবাদ সংগ্রহ করতে পারেন, সেজন্য কিছু বিধি-নিষেধ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে (একাংশ) সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম রেডিও তেহরানকে বলেছেন, এ ধরনের নীতিমালা জারি করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। গণমাধ্যমের ওপর এধরনের হস্তক্ষেপের সুযোগ নিতে পারে কোন অশুভশক্তি। মোটরসাইকেলের জন্য স্টিকার না দেয়ারও সমালোচনা করেন এ সাংবাদিক নেতা।

সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ও  স্থানীয় সরকার বিশ্লেষক ড. বদিউল আলম মজুমদার রেডিও তেহরানকে বলেছেন, এমন নীতিমালা ঘোষণা করে গণমাধ্যমকে নির্বাচনের খবর সংগ্রহের সুযোগ দেয়া অনেকটা মূর্তিরমত দাঁড়িয়ে থাকার মত। এর ফলে গণমাধ্যমের স্বাধীনতা লুণ্ঠিত হচ্ছে একই সাথে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়াও ব্যাহত হওয়ার শঙ্কা দেখছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। #

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/২৪