সিএনসি'র 'ড. মুহম্মদ শহীদুল্লাহ' পদক পেলেন কবি নাসির মাহমুদ
(last modified Mon, 16 Jan 2023 09:09:43 GMT )
জানুয়ারি ১৬, ২০২৩ ১৫:০৯ Asia/Dhaka
  • কবি নাসির মাহমুদ
    কবি নাসির মাহমুদ

সেন্টার ফর ন্যাশনাল কালচার বা সিএনসি'র 'ড. মুহম্মদ শহীদুল্লাহ' পদক পেলেন কবি, কথাশিল্পী, নাট্যকার ও সাংবাদিক নাসির মাহমুদ।

শুক্রবার সকাল ১০ টায় বিশেষ ভার্চুয়াল লাইভ ইভেন্টের মাধ্যমে ওই পদক প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কবি নাসির মাহমুদের সঙ্গে আরও দুই গুণীজনকে পদক দেওয়া হয়। তাঁরা হলেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সৈয়দ মাজহারুল পারভেজ এবং প্রবীণ সাংবাদিক ও সম্পাদক কাজী শামসুল হক।

ড. মুহম্মদ শহীদুল্লাহ' পদক

সিএনসি'র প্রেসিডেন্ট অ্যাডভোকেট এ.কে.এম. বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পদক প্রদান অনুষ্ঠান শুরু হয় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বিশিষ্ট সাহিত্যিক, সংগঠক ও কথাশিল্পী মাহবুবুল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে।

সিএনসি'র মিডিয়া সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় ওই অনুষ্ঠানে সভাপতি বলেন: কথা ছিল দুষ্টের দমন করবো আর শিষ্টের লালন করবো। কিন্তু এখন দেখা যাচ্ছে তার বিপরীত চিত্র। এ কারণে দেশের জাতীয় মূল্যবোধ ও সংস্কৃতি থেকে শুরু করে ইতিহাস-ঐতিহ্য সবকিছুই আমরা হারাতে বসেছি। দেশের ঐতিহ্যকে ধরে রাখতেই প্রকৃত গুণীজনকে সমাদর করার এই প্রয়াস।

সিএনসি পদক প্রদান অনুষ্ঠান

অনুষ্ঠানে রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক, গীতিকার ও সুরকার নাসির মাহমুদ বলেন: আমাকে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ পদক দেওয়া হয়েছে। এই বিশিষ্ট মনীষী বলেছিলেন: যে দেশে গুণের সমাদর নেই সে দেশে গুণী জন্ম নেয় না। তিনি আরও বলেন, সিএনসি, পদক দেওয়ার আয়োজন করে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহকেও সম্মানিত করেছে। বিশিষ্ট এই সাহিত্যিক ও সমালোচক ব্যক্তিগতভাবে সিএনসি'র সঙ্গে যাঁরা জড়িত রয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সিএনসি'র উত্তরোত্তর সাফল্য কামনা করেন বিশিষ্ট এই কবি। অনুষ্ঠানের বিশেষ এক পর্বে পদক প্রদানের মধ্য দিয়ে শেষ হয় সিএনসি'র পদক প্রদানের ভার্চুয়াল ওই আয়োজন।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ