সরকার আমাদের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়: বিএনপি'র অভিযোগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i118556-সরকার_আমাদের_রাজনীতি_নিয়ন্ত্রণ_করতে_চায়_বিএনপি'র_অভিযোগ
বাংলাদেশের ক্ষমতাসীন সরকার জনদুর্ভোগের নামে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি দমন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ মঙ্গলবার সকালে ঢাকায় নয়াপল্টনের দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ইমরান সালেহ প্রিন্স এ অভিযোগ করেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ১৭, ২০২৩ ১৭:৫৩ Asia/Dhaka
  • ইমরান সালেহ প্রিন্স
    ইমরান সালেহ প্রিন্স

বাংলাদেশের ক্ষমতাসীন সরকার জনদুর্ভোগের নামে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি দমন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ মঙ্গলবার সকালে ঢাকায় নয়াপল্টনের দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ইমরান সালেহ প্রিন্স এ অভিযোগ করেন।

তিনি বলেন, সোমবারের বিএনপির কর্মসূচিতে সরকার প্রশাসন ব্যবহার করে দমন নিপীড়ন চালিয়েছে। সরকার বিরোধী দলের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে বলেও মন্তব্য করেন ইমরান সালেহ প্রিন্স।

পুলিশ বিএনপি নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি করে গভীর রাতে তাদের গ্রেফতার করেছে অভিযোগ করা হয়েছে সংবাদ সম্মেলনে। তিনি আরো বলেন, বিএনপির কর্মসূচিতে আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলা ও বোমা সন্ত্রাস চালালেও পুলিশ নির্বিকার ছিল।

উল্টো বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। #

পার্সটুডে/এনআর/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।