২০২৩ শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকে ভুল সংশোধন শুরু হয়েছে : শিক্ষামন্ত্রী
-
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
বাংলাদেশের নতুন শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকে ভুল সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ রোববার সকালে রাজধানীর পিলখানা বিজিবি সদর দপ্তরে মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে ইথিক্যাল এডুকেশন শীর্ষক এক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের বলেন, বইয়ের মুদ্রণ সংশোধন পরিমার্জন সারা বছরের কাজ। যেসব ভুল ত্রুটি রয়ে গেছে তা সংশোধন শুরু হয়েছে ।
আর শিক্ষার্থীরা খুব দ্রুতই নতুন বই পাবেন বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বইয়ের ভুল নিয়ে মানুষ যতটা না সরব তার চেয়ে বেশি সরব অপপ্রচারে এবং মিথ্যা প্রচারে। তিনি অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল বিদেশের বিভিন্ন বইয়ের ছবি স্ক্রিন শট করে ভুল ব্যাখ্যা ও ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছে। তাই সকল শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের এ বিষয়ে সচেতন থাকার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।#
পার্সটুডে/নিলয়/ বাবুল আখতার/ ২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।