'বাংলাদেশে বাড়ছে মিশ্র চাষের আবাদ, সফলতার হার বেশি'
https://parstoday.ir/bn/news/bangladesh-i121266-'বাংলাদেশে_বাড়ছে_মিশ্র_চাষের_আবাদ_সফলতার_হার_বেশি'
কালের বিবর্তনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে কৃষি নির্ভরশীল এই বাংলাদেশে। সনাতনী কৃষি ব্যবস্থার পালে লেগেছে আধুনিক কৃষি বিজ্ঞানের হাওয়া। যুগে যুগে চাষবাষ নিয়ে মানুষের চিন্তাশীলতার বিকাশ ঘটেছে। প্রযুক্তির ছোঁয়ায় এখন আশা জাগানিয়া হয়ে উঠেছে দেশের কৃষি। এক জমিতে ফলছে হরেক ফল ও ফসল। কেবলমাত্র একটু সচেতনতা ও উদ্ভাবনী ইচ্ছে থাকলে অসম্ভবকে সম্ভবকে করেতে পারছেন প্রত্যন্ত গ্রামের একজন তৃণমূল কৃষকও।
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
মার্চ ২৯, ২০২৩ ১৮:১৪ Asia/Dhaka

কালের বিবর্তনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে কৃষি নির্ভরশীল এই বাংলাদেশে। সনাতনী কৃষি ব্যবস্থার পালে লেগেছে আধুনিক কৃষি বিজ্ঞানের হাওয়া। যুগে যুগে চাষবাষ নিয়ে মানুষের চিন্তাশীলতার বিকাশ ঘটেছে। প্রযুক্তির ছোঁয়ায় এখন আশা জাগানিয়া হয়ে উঠেছে দেশের কৃষি। এক জমিতে ফলছে হরেক ফল ও ফসল। কেবলমাত্র একটু সচেতনতা ও উদ্ভাবনী ইচ্ছে থাকলে অসম্ভবকে সম্ভবকে করেতে পারছেন প্রত্যন্ত গ্রামের একজন তৃণমূল কৃষকও।

‘মিশ্র ফল-সবজি’ চাষ তেমনই এক সফল কৃষি গাঁথা। এক জমিতে অনেক ফল ও ফসল আর স্বপ্ন নয়, কৃষকের সবুজ মাঠের বাস্তব অস্তিত্ব। বলা হচ্ছে- এই মিশ্র ফল-সবজি চাষ ব্যবস্থা কৃষকদের জন্য দিচ্ছে- এক স্বর্ণযুগের হাতছানি।

বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভরশীল। তাই সমন্বিত পদ্ধতিতে হাঁস-মুরগি আর মাছ চাষের সফলতা থাকলেও এবারে মিশ্র ফসল চাষ, অর্থাৎ ফল-সবজি একসঙ্গে চাষ করে লাভবান হচ্ছেন দেশের বিভিন্নর অঞ্চলের কৃষকরা।

একই জমিতে অন্যান্য ফসলের সঙ্গে একাধিক সবজি চাষে যেমন জনপ্রিয়তা পেয়েছে- তেমনি এক ফসলের খরচে কয়েক ধরনের সবজি চাষে বাম্পার ফলনও পাচ্ছেন তারা। লাভের টাকা হাতে আসায় এখন কৃষকদের মুখে হাসি ফুটেছে। এই ফল-সবজি মিশ্র চাষ দেখে উৎসাহিত হচ্ছেন এলাকার অন্য কৃষক ও উদ্যোক্তারা। এখন এলাকায় গড়ে উঠতে শুরু করেছে- একই ধরনের একাধিক মিশ্র ফসলের বাগান। স্থানীয় চাহিদার তুলনায় মিশ্র সবজির আবাদ ভালো হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে এসব সবজি যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

তৃণমূল গ্রামের মিশ্র ফল ও সবজি  চাষে সফল হয়েছেন কৃষকরা। ১২ মাস ফল পাওয়া যায় এমন গাছের চারা রোপণ করে লাভবান হচ্ছেন তারা। সরকারি সহায়তা পেলে, ব্যাপকভাবে বাগান করার কথা জানান সফল উদ্যোক্তারা। কুমিল্লার রুপ মিয়া মিশ্র ফল বাগানের একজন সফল উদ্যোক্তা। যাকে দেখে এখন এলাকার ব্কোর যুবকদেরও আগ্রহ বাড়ছে কৃষি আবাদে। সৌখিন এই উদ্যোক্তা জানান, ইতোমধ্যে লাভের মুখ দেখতে শুরু করেছেন তিনি। এছাড়া, কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা পেয়েও কৃতজ্ঞ রুপ মিয়া।

রুপ মিয়ার মত এসব মিশ্র চাষের বাগানে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে অনেক মানুষের। এতে চাষীদের পাশাপাশি শ্রমিকরাও উৎসাহিত হচ্ছেন দিনি দিন।

বাংলাদেশ সরকারের কৃষি অধিদপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তারাও চান এধরনের কাজে সার্বিক সহযোগিতা করতে এমনটাই বলছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। কৃষি পণ্য উৎপাদনের উর্বর ভূমিকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে সবাইকে আরো এগিয়ে আসার আহ্বান কৃষি উদ্যোক্তাদের।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।