রেডিও তেহরানের বাংলা'র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী
ঢাকায় আইআরআইবি ফ্যান ক্লাবের উদ্যোগে আলোচনাসভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগের (রেডিও তেহরানের বাংলা) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা'র উদ্যোগে আলোচনাসভা ও ইফতার পার্টির অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (শনিবার) বিকেল ৫টায় আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার সদস্যরা টিএসসিতে এক আলোচনাসভায় মিলিত হন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার উপদেষ্টা পরিষদের সদস্য, রেডিও তেহরানের সাবেক পরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা এবং রেডিও তেহরানের মনিটর, গুরুদয়াল সরকারী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন, উপদেষ্টা ও বিশিষ্ট ডি-এক্সার, ব্যাংকার ড. সালেহ মতিন এবং সিনিয়র ডি-এক্সার ও ক্লাবের উপদেষ্টা বিধান চন্দ্র টিকাদার।
সেক্রেটারী মোঃ সোহেল রানা হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করেন আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম রিপন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতাউর রহমান রঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, রেডিও তেহরানের পক্ষ থেকে আমরা যা করতে পারিনি, আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা'র সদস্যরা তা করে দেখালো। আজকের এই আয়োজনে আসতে পেরে আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ঢাকার বিভিন্ন প্রান্ত এবং ঢাকার বাইরে থেকে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই।
অনুষ্ঠানে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা'র সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম রিপন ঢাকায় রেডিও তেহরানের অফিস করার জন্য দাবি করেন। সেই দাবির জবাবে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বর্তমানের ইরান সরকারের পরিস্থিতি তুলে ধরেন এবং ইরান সাংস্কৃতিক কেন্দ্রে অনুমতিসাপেক্ষে বিভিন্ন অনুষ্ঠান করার ব্যাপারে পরামর্শ দেন।
বিশেষ অতিথি মোঃ শাহাদত হোসেন তার বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার নিজের ক্যাম্পাস, এই আয়োজনের উদ্দেশ্যে আবার এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। নতুন সংগঠন হিসেবে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা দ্রুত নানা মাধ্যমে প্রচারণায় এসেছে। আমরা ভালোবাসি ইরান এবং রেডিও তেহরানকে। আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা একটি সংগঠিত শ্রোতা ক্লাব হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বলে আশা প্রকাশ করে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন জনাব শাহাদত হোসেন।
অপর বিশেষ অতিথি ড. সালেহ মতিন বলেন, আমারও এটা নিজের ক্যাম্পাস, বাচ্চাকে সাথে করে এই আয়োজনে নিজের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার কার্যক্রম এভাবে এগিয়ে যাবে- এই আশা ব্যক্ত করে তার বক্তব্য শেষ করেন।
উপদেষ্টা বিধান চন্দ্র টিকাদার বলেন, আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা প্রতিষ্ঠার পর থেকে নানা আয়োজন করে সবার নজরে এসেছে। যতদিন বেঁচে থাকবেন তিনি বেতারের সাথে এবং আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার সাথে থাকবেন বলে জানান।
ক্লাবের সেক্রেটারি মোঃ সোহেল রানা বলেন, এই মাসের ১৭ তারিখে রেডিও তেহরানের বাংলা সম্প্রচারের ৪১তম বর্ষপূর্তি উপলক্ষে আমরা এই সামান্য আয়োজন করতে পেরে খুব খুশি। আয়োজনের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করেন তিনি।
আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন মোঃ নাজমুল ইসলাম (সহ-সভাপতি), সাজ্জাদ হোসেন রিজু (অর্থ সম্পাদক)
মোঃ আমিনুল ইসলাম রানা (ক্রীড়া সম্পাদক), এটিএম আতাউর রহমান রঞ্জু (সংস্কৃতি/অনুষ্ঠান সম্পাদক), - মোছাঃ রওশন আরা লাবনী (নারী ও শিশু বিষয়ক সম্পাদক)। এছাড়া ও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য এসটি তাইজুল ইসলাম, মুহাম্মদ জহুরুল ইসলাম, মোঃ শাকিরুল ইসলাম, মোঃ মোতালেব হোসেন, মিতু ফারিয়া, রওশন মুরাদ মুগ্ধ, সোহেল মুরাদ স্নিগ্ধ, তাহমিদুল আলম অরিন, রাতিব রিদওয়ান, ইব্রাহিম মাহমুদ, আবু সালেহ, শহিদুল ইসলাম কবির, আক্কাস আলী, শাহাদত হোসেন, রাশেদ আহম্মেদ, মতিউর রহমান, তাজবী আক্তার এবং মেহেরাবুল ইসলাম।
আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার সভাপতি মঞ্জুরুল আলম রিপন বলেন, আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার সাথে থাকার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ। আগামীতে আরো কিছু পরিকল্পনা বাস্তবায়নের জন্য সবাইকে সাথে থাকার আহবান জানাচ্ছি। রেডিও তেহরানের বাংলা বিভাগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কিছু আয়োজন থাকছে সবার জন্য। উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।
ইফতারিতে ঐতিহ্যবাহী চকবাজারের বিভিন্ন আইটেমের সামগ্রীর উপস্থিতি ছিল। খেঁজুর, জিলাপী, বিভিন্ন ধরনের ফল, তেলে ভাঁজা বিভিন্ন আইটেম এবং শরবতের ব্যবস্থা ছিল উপস্থিত সবার জন্য। ইফতার শুরুর আগে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলামি চিন্তাবিদ ও লেখক আবু সালেহ।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।