উল্টো পথে গাড়ি না চালানোর আহ্বান বাংলাদেশ পুলিশের
https://parstoday.ir/bn/news/bangladesh-i121874-উল্টো_পথে_গাড়ি_না_চালানোর_আহ্বান_বাংলাদেশ_পুলিশের
বাংলাদেশে ভ্যাপসা তীব্র গরম ও যানজট দুয়ে মিলে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী।দিনের শুরু থেকেই ভ্যাপসা গরমের মধ্যে যাতায়াতকে আরও অসহনীয় করে তুলেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৩, ২০২৩ ১২:৫৭ Asia/Dhaka

বাংলাদেশে ভ্যাপসা তীব্র গরম ও যানজট দুয়ে মিলে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী।দিনের শুরু থেকেই ভ্যাপসা গরমের মধ্যে যাতায়াতকে আরও অসহনীয় করে তুলেছে।

রাজধানীর শনিরআখড়ার, কাজলা, যাত্রাবাড়ী, হানিফ ফ্লাইওভার, সায়দাবাদ, মানিকনগর ও কমলাপুরসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা যায়।ভ্যাপসা গরমের কারণে বেগ পেতে হচ্ছে খেটে খাওয়া মানুষের।

রিকশা ভ্যান চালক থেকে শুরু করে দিনমজুরদের সবচেয়ে বেশি বিপাকে পরতে হচ্ছে। সড়কে ছুটে চলা প্রতিটি গাড়ির ভেতরে যেন উনুনের মতো তাপ।এতে ঘেমে একাকার যাত্রী-স্টাফ সবাই। একই সঙ্গে তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে রাজধানী।

ভিআইপি রোড থেকে শুরু করে রাজধানীর অলিগলি সব যায়গায় একই অবস্থা। এ অবস্থায় রমজানে যানজট থেকে মুক্তি চাচ্ছেন নগরবাসী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, নগরবাসী শৃঙ্খলাপূর্ন চলাচল কমাতে পারে যানজট।এদিকে,বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল হামিদ বলেছেন, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরো ক'দিন অব্যাহত থাকতে পারে।#

পার্সটুডে/বাদশাহ রহমান/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।