সরকারের চারদিকের অবস্থা এখন ডুবু ডুবু খাওয়ার মত: মন্তব্য রিজভীর
https://parstoday.ir/bn/news/bangladesh-i123100-সরকারের_চারদিকের_অবস্থা_এখন_ডুবু_ডুবু_খাওয়ার_মত_মন্তব্য_রিজভীর
চারিদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের ধ্বনি বাজছে বলে মন্তব্য করেছেন সদ্য কারামুক্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১২, ২০২৩ ১৭:৩৮ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

চারিদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের ধ্বনি বাজছে বলে মন্তব্য করেছেন সদ্য কারামুক্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও যুবদলের সদ্য সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকারের এখন ডুবু ডুবু অবস্থা। তিনি বলেন, যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। যা প্রধানমন্ত্রীর নির্দেশেই দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।  

রিজভী বলেন, বিএনপি নেতা সাইফুল আলম নীরবকে ২৪ ঘণ্টা লকাপে রাখা হয়। যা জেলের মধ্যেই নিষ্ঠুর আরেক জেল। এধরনের কর্মকান্ডের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাইফুল আলম নীরব একই আসনে নির্বাচন করেন বলে হয়ত এ ধরনের ঘটনা ঘটতে পারে। 

বিদেশিরা যে যাই বলুক, স্বচ্ছ নির্বাচন হবে- পররাষ্ট্র মন্ত্রীর এমন মন্তব্যের জবাবে রিজভী বলেন, বিদেশের সাথে আপনাদের শত্রুতা কেন। বারবার বিভিন্ন দেশ বলছে, স্বচ্ছ নির্বাচন দিতে হবে, অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে। এধরনের বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রীর কথায় অশুভ ইঙ্গিত বহন করে বলেও মন্তব্য করেন রিজভী। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।