নতুন অর্থ বছরের বাজেট ভোটের না ভাতের- তা নিয়ে আলোচনা বিভিন্ন মহলে
https://parstoday.ir/bn/news/bangladesh-i123714-নতুন_অর্থ_বছরের_বাজেট_ভোটের_না_ভাতের_তা_নিয়ে_আলোচনা_বিভিন্ন_মহলে
আসছে পহেলা জুন ঘোষণা করা হবে বাংলাদেশের ২০২৩-২৪ অর্থবছরের জন্য জাতীয় বাজেট। আসন্ন  জাতীয় নির্বাচনের আগে এটি হবে বর্তমান সরকারের শেষ বাজেট।  নির্বাচন সামনে রেখে সরকার সাধারণত বাজেট নিয়ে থাকে নানা দোটানায়। এবার আরো যোগ হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মত অবস্থা। এর সঙ্গে যোগ হয়েছে মূল্যস্ফিতি। তাই চারদিকে আলোচনা, কী হতে যাচ্ছে এ বারের বাজেটে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২৮, ২০২৩ ১৭:৩৭ Asia/Dhaka

আসছে পহেলা জুন ঘোষণা করা হবে বাংলাদেশের ২০২৩-২৪ অর্থবছরের জন্য জাতীয় বাজেট। আসন্ন  জাতীয় নির্বাচনের আগে এটি হবে বর্তমান সরকারের শেষ বাজেট।  নির্বাচন সামনে রেখে সরকার সাধারণত বাজেট নিয়ে থাকে নানা দোটানায়। এবার আরো যোগ হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মত অবস্থা। এর সঙ্গে যোগ হয়েছে মূল্যস্ফিতি। তাই চারদিকে আলোচনা, কী হতে যাচ্ছে এ বারের বাজেটে।

কেউ বলছেন ভোটের আগের বাজেট ভাতের না হয়ে ভোট টানাকেই প্রধান লক্ষ্য করতে পারে সরকার। এ কারণে নতুন বাজেটে জনতুষ্টির তুলনায় সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনার দিকেই সরকারের বেশি মনোযোগ থাকবে বলে নীতি-নির্ধারকদের বক্তব্যে আভাস পাওয়া যাচ্ছে৷

তিনমাস পর পর জ্বালানি তেলের দাম সমন্বয়সহ গ্যাস- বিদ্যুতের দাম আরও বাড়ানোর পরিকল্পনা সত্ত্বেও আগামী অর্থবছরের বাজেটে ভর্তুকির চাপ অনেক বেশি বাড়ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এছাড়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি প্রকল্প ও ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি)-সহ বিভিন্ন মেগা প্রকল্পের ঋণের দায় পরিশোধ শুরু হলে নতুন অর্থবছর সুদ পরিশোধেও বাড়তি ব্যয় হবে।

মার্কিন ডলারের বিপরীতে টাকার সাম্প্রতিক অবমূল্যায়ন এবং লাইবর ও সোফর সুদহার বেড়ে যাওয়াও আগামী অর্থবছরে সরকারের সুদ পরিশোধের সম্ভাব্য ব্যয় বৃদ্ধির কারণ হবে। 

এমন অবস্থায় বাজেট পরিকল্পনায় বেশ বেগ পেতে হচ্ছে বলেই খানিক আভাস পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের বক্তব্যে। তবে সরকারের নীতিনির্ধারকরা পেশাগত দক্ষতায় সংকট কাটিয়ে যাবে বলেই ধারণা সরকারের উচ্চপদস্থদের।

চলতি অর্থবছরের মূল বাজেটের ২২.৯% এ দু'টি খাতে বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ, আগামী অর্থবছরের বাজেটে তা উল্লেখযোগ্য হারেই বাড়ছে। ভর্তুকি ও সুদের পাশাপাশি সরকারি কর্মচারীদের বেতন-ভাতা, বিভিন্ন পণ্য ও সেবায়ও বরাদ্দ বাড়ছে। ফলে সরকারের পরিচালন ব্যয় বেড়ে দাঁড়াবে ৪,৯৬,৯৫৫ কোটি টাকায়, যা দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি'র ৯.৯ শতাংশ। সে তুলনায়, চলতি অর্থবছরের বাজেটে এটি ছিল জিডিপির ৯.৭%। ভর্তুকি, সুদ পরিশোধ এবং সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাবদ বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ার ফলে এ বছরের মূল বাজেটের তুলনায় নতুন অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার বাড়ছে মাত্র ৮ শতাংশ।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান মনে করেন, এমন অবস্থায় যে বাজেট তৈরী করা হচ্ছে তা নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার মত না। কারন পরিস্থিতি অনুকূলে নেই। তবুও ভালো কিছুর প্রত্যাশা তার।# 

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২৮