ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিলে বাঁধা
জাতীয় সরকারের অধীনে আগামী নির্বাচন ও সিইসির পদত্যাগ দাবী: মুফতী রেজাউল করীম
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবীতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার দুপুরে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে গণ মিছিল শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু মিছিলটি রাজধানীর শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ ব্যরিকেড দিয়ে তা আটকে দেয়। সেখানেই সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। আশপাশে ছিল বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি।
গণমিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শান্তিনগরে বাধা পেয়ে তাৎক্ষনিক বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, মানুষের কল্যাণের জন্য কর্মসূচি বাস্তবায়ন করছেন তারা। কর্মসূচিতে প্রশাসন বাধা দেয়ায় পুলিশকে ভোট চুরিতে সহযোগিতা না করার অনুরোধ জানান চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন এ বাধা কোনো কাজে আসবে না। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে সরকারকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুশিয়ারি দেন তিনি।
পুলিশের উদ্দেশে তিনি আরো বলেন, আপনারা জনগণের, সরকারের নয়। তাই জনগণের দাবি আদায়ে বাধা দেবেন না।
মুফতি রেজাউল করীম বলেন, সরকারকে পদত্যাগে বাধ্য করে এই নির্বাচন কমিশনকে বাতিল করে নতুন জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান তিনি। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।