নির্বাচন কমিশন আওয়ামী লীগের আজ্ঞাবহ অঙ্গসংগঠন: মাহমুদুর রহমান মান্না
https://parstoday.ir/bn/news/bangladesh-i125656
সরকারি দলের বাধায় নির্বাচন কমিশন নিবন্ধন দেয়নি বলে অভিযোগ করেছে নিবন্ধন না পাওয়া দল গুলো। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন নিবন্ধন না পাওয়া দলগুলোর নেতারা। তারা বলেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগের আজ্ঞাবহ অঙ্গসংগঠনে পরিণত হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ১৭, ২০২৩ ১৮:২২ Asia/Dhaka
  • নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর মান্না
    নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর মান্না

সরকারি দলের বাধায় নির্বাচন কমিশন নিবন্ধন দেয়নি বলে অভিযোগ করেছে নিবন্ধন না পাওয়া দল গুলো। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন নিবন্ধন না পাওয়া দলগুলোর নেতারা। তারা বলেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগের আজ্ঞাবহ অঙ্গসংগঠনে পরিণত হয়েছে।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় ১০টি দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর মান্না বলেন, এতগুলো সুপরিচিত, সক্রিয় এবং রাজপথে সংগ্রামরত রাজনৈতিক দল বাদ দিয়ে যাদের নিবন্ধন দেওয়া হয়েছে তাদের নাম অনেকের কাছেই অজানা। নেতাকর্মীও নেই। শুধু মাত্র সরকারী দলের কারনে এদের নিবন্ধন দেয়া হয়েছে।

আপন হীনস্বার্থের জন্য মতলববাজ কিছু গণবিরোধী সরকারি কর্মকর্তারা দেশে জনপ্রতিনিধিত্বহীন সরকার টিকিয়ে রাখতে বেহায়া ও নির্লজ্জ আচরণ করছেন বলেও অভিযোগ করেন ১০টি দলের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, বিএলডিপির চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, গণঅধিকার পরিষদের অপর অংশের নেতা ফারুক হোসেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল ও ডেমোক্রেটিক পার্টির সভাপতি আশিক বিল্লাহ। সংবাদ সম্মেলনে নুরুল হক নুর, মজিবুর রহমান মঞ্জু, মুস্তাফিজুর রহমান ইরান নিজ নিজ দলের নিবন্ধন না পাওয়ায় ইসি কার্যালয় ঘেরাও কর্মসূচির কথা জানান। পরে অন্যরাও তাতে সুর মেলান।#

 

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।