'নির্বাচনে আভ্যন্তরীণ আস্থার ঘাটতি বিদেশি কূটনীতিকদের সম্পৃক্ততা বাড়ায়'
১৩ দেশের বিবৃতি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন নয়: পিটার হাস
হিরো আলমের ওপর হামলার ঘটনায় দেওয়া বিবৃতি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। আজ (মঙ্গলবার) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রসহ ১৩ দেশ হিরো আলমকে নিয়ে যে বিবৃতি দিয়েছে তা ভিয়েনা কনভেনশন লঙ্ঘন। এ বিষয়ের প্রতিক্রিয়ায় পিটার হাস সাংবাদিকদের বলেন, "যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা উঠলে আমরা তাদের কথা শুনি, আমরা দেখি তাদের কাছে কী শেখার আছে। আমরা এটাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন মনে করি না।"
এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র আগামী অক্টোবরের শুরুতে প্রাক্ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানান পিটার হাস।
পিটার হাস আরও বলেন, বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ, নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া নিয়েও আলোচনা করেছি।
আর প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতা চায় নির্বাচন কমিশন ও যুক্তরাষ্ট্র।
এদিকে, ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন নয় বলে মার্কিন রাষ্ট্রদূতের দেয়া মন্তব্যের প্রতিক্রিয়ায় শুরু হয়েছে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা। কেউ কেউ বলছেন, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কূটনীতিকদের কথা বলা বন্ধ হওয়া উচিত। সরকারের বিভিন্ন মন্ত্রীরা এর আগেও বলেছেন কূটনীতিকরা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বাড়াবাড়ি করছেন।
এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় দেওয়া বিবৃতি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন নয়- পিটার হাস এটা কোন ব্যাখ্যায় বলেছেন তা স্পষ্ট নয়। তবে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় আস্থার ঘাটতির কারণে জাতীয় নির্বাচনের মৌসুমে বিদেশি কূটনীতিকদের আনাগোনা বেড়ে যায়। সরকারও সব সময় বিদেশিদের স্বাগত জানায়।
নির্বাচনী বিশ্লেষক ও জানিপপ চেয়ারম্যান অধ্যাপক নাজমূল আহসান কলিমুল্লাহ, যেহেতু বাংলাদেশ যুক্তরাষ্ট্র দেশ দুটির বাণিজ্যিক সম্পর্ক অনেক গভীর, তাই তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আভ্যন্তরীণ হস্তক্ষেপ বলা যৌক্তিক নয়। সেক্ষেত্রে পিটার হাসের মন্তব্য সঠিক বলেই মনে করেন এই বিশ্লেষক। #
পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।