সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১৭:৪৭ Asia/Dhaka
  • ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিদেশে চিকিৎসা নিতে হলে খালেদা জিয়াকে আবারও জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে, আদালত অনুমতি দিলে যেতে পারবেন, এমটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এক্ষেত্রে সরকারের কিছু করার নেই। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দেয়ার কোনো যৌক্তিকতা নেই বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এর পরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়া নিয়ে আবারো আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আজ (শনিবার) সুপ্রিম কোর্ট নিজের চেম্বারে এ কথা বলেন। কায়সার কামাল বলেন, আইনমন্ত্রী বলেছিলেন, খালেদা জিয়াকে বিদেশ চিকিৎসার জন্য নতুন করে সরকারের কাছে আবেদন করতে হবে। আইনমন্ত্রীর এ আহ্বানের প্রেক্ষিতেই আবেদন করেছে খালেদা জিয়ার পরিবার। আবেদনটি এখনো নিষ্পত্তি হয়নি।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আজ সুপ্রিম কোর্টের এক অনুষ্ঠানে বলেছেন, আইনমন্ত্রী আনিসুল হকের আহ্বানের পরিপ্রেক্ষিতেই বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

এদিকে, আইনমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, খালেদা জিয়া চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন কীনা তা নিয়ে রোববার মন্ত্রণালয়ে বৈঠক হবে। তখন আবেদনের বিষয়টি নিয়ে দেখা হবে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

তবে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কোনো দুর্ঘটনা ঘটে গেলে সব দায়ভার সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে, শনিবার ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া যে দেশে যেতে চান তাকে সেখানেই যেতে দিতে হবে। #

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/৩০

ট্যাগ