'স্মার্ট বাংলাদেশ' এবারের নির্বাচনে আওয়ামীলীগের স্লোগান: ড. আবদুর রাজ্জাক
https://parstoday.ir/bn/news/bangladesh-i129372-'স্মার্ট_বাংলাদেশ'_এবারের_নির্বাচনে_আওয়ামীলীগের_স্লোগান_ড._আবদুর_রাজ্জাক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’। যেখানে আধুনিক রাষ্ট্রগঠনে সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের তাগিদে এগুচ্ছে দলটি। এমন তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচনী ইশতেহার কমিটির আহ্বায়ক ড. আবদুর রাজ্জাক। 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ১৪, ২০২৩ ১৯:৪৩ Asia/Dhaka
  • 'স্মার্ট বাংলাদেশ' এবারের নির্বাচনে আওয়ামীলীগের স্লোগান: ড. আবদুর রাজ্জাক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’। যেখানে আধুনিক রাষ্ট্রগঠনে সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের তাগিদে এগুচ্ছে দলটি। এমন তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচনী ইশতেহার কমিটির আহ্বায়ক ড. আবদুর রাজ্জাক। 

আজ শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে দলের ইশতেহার কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. রাজ্জাক বলেন, গত নির্বাচনে আমাদের স্লোগান ছিল ‘গ্রাম হবে শহর’।  তিনি বলেন, সব নির্বাচনের আগে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে প্রতিশ্রুতি প্রণয়ন করে থাকে দেশের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ । অতীতে আমরা কি করেছি, কি আমাদের অর্জন, সেগুলো আমরা পর্যালোচনা করে নতুন ইশতেহার নিয়ে কাজ চলছে বলে জানান তিনি। 

তিনি বলেন, ২০২০ সালে করোনা মহামারি এবং পরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে আমাদের অর্থনীতির ওপর বিরাট আঘাত আসে। সেই আঘাতের কারণে আমাদের প্রবৃদ্ধির যেই লক্ষ্যমাত্রা ছিল, সেটি অর্জন করা সম্ভব হয়নি। অর্থনীতিও টানাপোড়েনের মধ্যে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারেও কিছু পণ্যের অস্বাভাবিকভাবে দাম বেড়েছে। সেগুলো মোকাবিলা করেই দেশ এগিয়ে যাচ্ছে। এবারও ৬ ভাগের মতো প্রবৃদ্ধি আমরা অর্জন করেছি। আমাদের লক্ষ্যমাত্রা আট ভাগ, সেটি সম্ভব হয়নি। অর্থনৈতিক টানাপোড়েন কাটিয়ে উঠতে আমাদের আরও কিছু সময় লাগবে।

এসময় ইশতেহার কমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অধ্যাপক সাদেকা হালিম, সাজ্জাদুল হাসান এমপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। #

পার্সটুডে/বাদশাহ রহমান/ আমির/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।