অবরোধের প্রথমদিনে বিভিন্নস্থানে সংঘর্ষ, গাড়ী ভাংচুর, আগুন; পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ২
https://parstoday.ir/bn/news/bangladesh-i130114-অবরোধের_প্রথমদিনে_বিভিন্নস্থানে_সংঘর্ষ_গাড়ী_ভাংচুর_আগুন_পুলিশ_বিএনপি_সংঘর্ষে_নিহত_২
বিএনপি-জামাতের ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে বিচ্ছিন্ন সংঘর্ষ, গাড়ী ভাংচুর আগুন এবং পুলিশ ও বিএনপির কর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ৩১, ২০২৩ ১৮:৩০ Asia/Dhaka

বিএনপি-জামাতের ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে বিচ্ছিন্ন সংঘর্ষ, গাড়ী ভাংচুর আগুন এবং পুলিশ ও বিএনপির কর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এদিকে কিশোরগঞ্জে অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষে দুইজন মারা গেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কে রয়েছে আইনশৃংখলা বাহিনীর সতর্ক অবস্থান। দূরপাল্লার বেশিরভাগ যানবাহন ছেড়ে যায়নি, তবে সিএনজি ও ছোট যান বাহন চলাচল করছে। দিনের প্রথমার্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশ ও আওয়ামীলীগ নেতা-কর্মীদের ত্রিমূখী সংঘর্ষ হয়েছে। এসময় দুটি বাস ভাংচুর করে অবরোধকারিরা। পুলিশ কর্মকর্তারা জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।   

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে পুলিশ- বিএনপির  ধাওয়া -পাল্টা ও সংঘর্ষে দুইজনের মৃত্যু ও শতাধিক আহত হয়। সিলেটে গাড়ি ভাংচুর করে অবরোধকারীরা। এসময় সিলেট-ঢাকা মহাসড়কে রাস্তায় গাছ ফেলে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায়, দুজনকে আটক করে পুলিশ। আর সুনামগঞ্জে কর্মসূচী পালনকালে জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতসহ ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। ময়মনসিংহে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ী ভাংচুর করে। চাঁদপুরে অটো সিএনজি চলাচল করলেও বন্ধ রয়েছে দূরপাল্লার বাস । তবে লঞ্চ ও ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক। কুমিল্লায় গাছের গুড়ি ফেলে, টায়রে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করে বিএনপি নেতা কর্মীরা। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহর এলাকার ৩০০ ফুট সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঢাকার কেরানীগঞ্জে স্বাভাবিক দিনের তুলনায় ব্যাক্তিগত যানবাহন অনেকটা কম। সকালের দিকে এ সড়কে কিছু দূরপাল্লার বাস চলাচল করেছে।

এদিকে রাজধানী ঢাকাতেও যানবাহন স্বাভাবিক সময়ের চেয়ে কম ছিল। নিত্যদিনের যানজটের দেখা মেলেনি কোথাও।জনমনে কিছুটা আতঙ্ক থাকলেও জীবিকার তাগিদে কর্মস্থলে ছুটছেন কেউ কেউ। রাস্তায় যানবাহন কম থাকায় কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের।এদিকে,অবরোধকে ঘিরে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সতর্ক অবস্থানে পুলিশ, র‍্যাব ও বিজিবি।

বিএনপির তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথমদিনে,রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক পাহারায় রয়েছেন,ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি  বলেন,বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল,জনগণের জানমালের ক্ষতি করে দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। তাদের এই সহিংসতার বিরুদ্ধে,জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে সতর্ক পাহারায় রয়েছেন বলে দাবী করেন তারা।#

 

পার্সটুডে/ বাদশাহ রহমান/বাবুল আখতার/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন