৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় সর্বাত্মক অবরোধের ঘোষণা বিএনপির
https://parstoday.ir/bn/news/bangladesh-i130210-৫_ও_৬_নভেম্বর_দ্বিতীয়_দফায়_সর্বাত্মক_অবরোধের_ঘোষণা_বিএনপির
হরতাল অবরোধের পরে দুদিনের বিরতি দিয়ে আবারো কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৫ ও ৬ নভেম্বর আবার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত অন্যান্য বিরোধী দল।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ০২, ২০২৩ ১৭:৫৪ Asia/Dhaka
  • ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় সর্বাত্মক অবরোধের ঘোষণা বিএনপির

হরতাল অবরোধের পরে দুদিনের বিরতি দিয়ে আবারো কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৫ ও ৬ নভেম্বর আবার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত অন্যান্য বিরোধী দল।

আজ বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। এদিকে কর্মসূচির অংশ হিসেবে যারা বিগত হরতাল অবরোধে নিহত হয়েছেন তাদের জন্য আগামীকাল শুক্রবার সারা দেশের মসজিদ ও অনান্য ধর্মীয় উপসনালয়ে দোয়া ও আত্নার শান্তি কামনার ব্যবস্থা করা হবে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী জানান, নির্বাচন কমিশন থেকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি নিয়ে নয়াপল্টন অফিসে লোক পাঠানো হয়েছে। রিজভী বলেন, কাদের সঙ্গে কি বিষয়ে সংলাপ হবে, যেখানে জনদাবী মানা হচ্ছে না, সেখানে সংলাপ কিসের ?

এদিকে, বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে তাদের সঙ্গে সংলাপ হতে পারে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এরই মধ্যে নিজেদের সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছে। মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আজ  বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঘুরেফিরে তাদের পুরনো নাশকতা, সন্ত্রাসের ধারায় ফিরে এসেছে। কাজেই এখানে সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।