পুরো দেশকে কারাগার বানিয়েছে আওয়ামীলীগ, অভিযোগ রিজভীর
https://parstoday.ir/bn/news/bangladesh-i130352-পুরো_দেশকে_কারাগার_বানিয়েছে_আওয়ামীলীগ_অভিযোগ_রিজভীর
আওয়ামীলীগ পুরো দেশকে কারাগার বানিয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, শেখ হাসিনা সমগ্র দেশটাকে এখন বৃহৎ কারাগার বানিয়ে ফেলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৫, ২০২৩ ১৭:৫৩ Asia/Dhaka
  • ওুবায়দুল কাদের এবং রুহুল কবির রিজভী।
    ওুবায়দুল কাদের এবং রুহুল কবির রিজভী।

আওয়ামীলীগ পুরো দেশকে কারাগার বানিয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, শেখ হাসিনা সমগ্র দেশটাকে এখন বৃহৎ কারাগার বানিয়ে ফেলেছেন।

তিনি বলেন, একদিকে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে, আর  অন্যদিকে সিনিয়র নেতাসহ সর্বস্তরের নেতাকর্মীকে গ্রেপ্তারের ক্র্যাকডাউন শুরু হয়েছে। যা সর্বকালীন রাজনীতির বাজে ইতিহাসের সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তিনি জানান, দ্বিতীয় দফার অবরোধ শুরু হওয়ার আগেই শনিবার গভীর রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান ওমর, ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রিজভী আরও বলেন, এবার ধারাবাহিকভাবে নেতাকর্মীদের গ্রেপ্তারে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হচ্ছে ।

এদিকে আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় গ্রেপ্তার করা হয়েছে । রোববার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তার সঙ্গে সাক্ষাৎ করেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই ফাঁদে পড়েছে। রোববার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনির্ধারিত এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, আন্দোলন নিজেরা করছে, নিজেদের আন্দোলন নিজেরাই ভন্ডুল করছে। সেদিন তারা নিজেরাই নিজেদের আন্দোলন বন্ধ করেছে। #

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।