বিএনপির হামলা ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক পাহারার নির্দেশ কাদেরের
https://parstoday.ir/bn/news/bangladesh-i130390-বিএনপির_হামলা_ঠেকাতে_নেতাকর্মীদের_সতর্ক_পাহারার_নির্দেশ_কাদেরের
সিলেটে প্রথম জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারনা শুরু করবে আওয়ামী লীগ। এমনটা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ০৬, ২০২৩ ১৭:৪৩ Asia/Dhaka
  • বিএনপির হামলা ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক পাহারার নির্দেশ কাদেরের

সিলেটে প্রথম জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারনা শুরু করবে আওয়ামী লীগ। এমনটা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যারা নির্বাচনের মাঠে থাকবে তাদের সঙ্গেই লড়াই হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জে নির্মাণাধীন ভাঙ্গাপুর সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ সব কথা বলেন। তিনি বলেন, অবরোধের নামে চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটাতে চায় বিএনপি। তাই দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকতে হবে। নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ চলবে বলেও জানান আওয়ামীলীগ সাধারণ সম্পাদক। 

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, পুলিশ দিনে-রাতে যেকোনো সময় নেতা-কর্মীদের ধরতে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। টার্গেটকৃত ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের পিতা, ভাই কিংবা অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত নেতাকর্মীদের কিংবা তাদের আত্মীয়-স্বজনদের থানায় নিয়ে গিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে। 

সোমবার সকালে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেন। তিনি, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।  #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন