বাংলাদেশের জাতীয় নির্বাচন, দেশি-বিদেশিদের দৌড়ঝাঁপ ও ইসির চ্যালেঞ্জ 
(last modified Wed, 15 Nov 2023 12:48:19 GMT )
নভেম্বর ১৫, ২০২৩ ১৮:৪৮ Asia/Dhaka

বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর হুমকি, নানামুখী চ্যালেঞ্জ ও উৎকণ্ঠার মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে দেশজুড়ে নানা উদ্বেগ, উৎকণ্ঠা আর রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা। 

আজ (বুধবার) সকালে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবন পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আর সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। 

পরে আলোচনার বিষয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, এখন সংলাপের সুযোগ নেই। জাতীয় পার্টির যদি এজ হুল বা তারা কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না। 

এদিকে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই থেকে সারা দেশে তাৎক্ষণিক বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলো। ইতোমধ্যে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত দলগুলোর পঞ্চম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন চলমান থাকায় তাৎক্ষণিক বিক্ষোভ করার সিদ্ধান্তও চুড়ান্ত করেছেন তারা।

বিরোধী দলগুলোর মধ্যে রয়েছে বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, সিপিবিসহ অন্যান্য কিছু দল। এছাড়া তফসিল বাতিলের দাবিতে আগামী রোববার (১৯ নভেম্বর) ও সোমবার (২০ নভেম্বর) হরতাল আসতে পারে। বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টির শীর্ষনেতাদের তথ্যে পাওয়া গেছে এসব খবর। 

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি হচ্ছে উল্লেখ করে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (এইচআরসি)। এছাড়া পরিস্থিতি মোকাবিলায় সংস্থাটির বিশেষজ্ঞরা মানবাধিকার কাউন্সিলের পর্যালোচনাকে গ্রহণের আহ্বান জানিয়েছেন। 

মঙ্গলবার এইচআরসির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই উদ্বেগ জানান বিশেষজ্ঞরা।
আর ইউরোপীয় ইউনিয়ন বলছেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করবে বাংলাদেশ, এমনটা  আশা করছেন তারা। #

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/১৫

ট্যাগ