ডিসেম্বর ১৩, ২০২৩ ১৪:২৫ Asia/Dhaka
  • বাংলাদেশে রেল লাইনে নাশকতা: ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

বাংলাদেশের গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় ৭ টি বগি লাইনচ্যুত হয়েছে। নিহত হয়েছেন ১ জন। বুধবার ভোর ৪টার দিকে ভাওয়াল রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা রেলের লাইন কেটে দিলে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় ট্রেনটির প্রায় অর্ধেক লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটলেও একজনের মৃত্যু ও ১০ জন আহত হয়েছেন। ট্রেনের গতি কম থাকায় হতাহতের সংখ্যা কম। অন্যথায় ঘটতে পারতো বড় ধরনের দুর্ঘটনা।

এরপর জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন।এ দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলা এলাকার মুরগি ব্যবসায়ী ৩৫ বছর বয়সী আসলাম মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।তৎক্ষণাৎ আহত সাত যাত্রীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, দুর্বৃত্তরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেল লাইনের বেশ কিছু অংশ কেটে ফেলে। যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম জানিয়েছেন, দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ভোরে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস। #

পার্সটুডে/বাদশা রহমান/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ