বিএনপিকে পরের নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ ওবায়দুল কাদেরের
(last modified Fri, 16 Feb 2024 11:58:51 GMT )
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১৭:৫৮ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

আন্দোলনের কথা না ভেবে এখন থেকেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, মির্জা ফখরুল জেল থেকে বেরিয়েই, আন্দোলনের দিবা স্বপ্ন দেখছেন।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর গুলিস্থানের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, জনগণের সরকার ক্ষমতায় আছে, তাই আন্দোলনের কোন ইস্যু খুঁজে পাবে না তারা।

সকালে রাজধানীর গুলিস্থানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ সহ, সকল সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকদের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, দলের অভ্যন্তরীণ কোন্দল, সাংগঠনিক সমস্যার জরুরি সমাধানের কথা বলেন তিনি।

মির্জা ফখরুলের জামিনের পর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, সাংবাদিকদের এমন প্রশ্নে কাদের বলেন, আন্দোলনে সময় নষ্ট না করে দলকে নতুন করে গোছালেই ভালো করবে তারা।

দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, তাই জনগণ আর বিএনপির আন্দোলনে সাড়া দেবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়া, বাংলাদেশের জন্য বিরাট সম্মান বলেও জানান, ওবায়দুল কাদের।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।