মার্চ ০১, ২০২৪ ১৮:২৭ Asia/Dhaka

বাংলাদেশের রাজধানী ঢাকার বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের মধ্যে ৩৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরিচয় শনাক্ত হয়েছে ২৭ জনের। ১২ জন আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। তাদের কেউ শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা.সামন্ত লাল সেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় আগুন লাগার পর, তা ওপরের দিকে ছড়িয়ে পড়ে। দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ক্রেনের সাহায্যে ভবনের সপ্তম তলা ও ছাদে আশ্রয় নেয়া ব্যক্তিদের, নামিয়ে আনতে থাকেন তাঁরা। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এদিকে আহতদের হাসপাতালে দেখতে গিয়ে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মাহবুবর রহমান জানান, নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের সব খরচ বহন করবে সরকার। ঘটনার পরপর র‍্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল ও ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিট পরিদর্শন করছেন। ঘটনাস্থল ঘুরে এসে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন জানান, গ্যাস সিল্ডার থেকে আগুনের সুত্রপাত হতে পারে। তবে এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের সময় কান্নায় ভেঙ্গে পড়েন নিহতদের স্বজনরা। বেইলি রোডের ট্রাজিডির ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ