শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
(last modified Sun, 10 Mar 2024 12:43:26 GMT )
মার্চ ১০, ২০২৪ ১৮:৪৩ Asia/Dhaka
  • বিজয় উদযাপন করছে বাংলাদেশের মেয়েরা
    বিজয় উদযাপন করছে বাংলাদেশের মেয়েরা

অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে এই শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা।

আজ (রোববার) বিকেলে নেপালের কাঠমুন্ডুতে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতায় শেষ হয়। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ৪ মিনিটে মাঝ মাঠ থেকে বাড়ানো বল পেয়ে দুর্দান্ত শটে বল জালে জড়ান ভারতের আনুশকা কুমারিয়া। তার গোলে লিড পায় ভারত।

এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশ। বেশ কিছু আক্রমণ করলেও গোল পেতে ব্যর্থ হয় তারা। ম্যাচের ৪৩ মিনিটে কর্নার থেকে গোলের দারুণ সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা।

শিরোপা জয়ের পর সেজদায় লুটিয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা

বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া খেলতে থাকে বাংলাদেশ। বেশ কিছু আক্রমণ করে তারা। অবশেষে ম্যাচের ৬৯ মিনিটে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। কর্নার থেকে ভেসে আসা বলে মরিয়ম বিনতে পা ছুঁয়ে বল জালে পাঠান। ম্যাচে ১-১ এ সমতায় ফেরে বাংলাদেশ।

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু'দল। তবে আর কেউ গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় থেকে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ করে দু'দল।

এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের প্রথম শট নেওয়া সুরভী আকন্দ প্রীতি মিস করেন। তার শট ঠেকিয়ে দেয় ভারতের বদলি গোলরক্ষক। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে গোলরক্ষক বদল করেন ভারতীয় কোচ। তবে ভারতের দ্বিতীয় ও তৃতীয় শট টানা সেভ করে বাংলাদেশকে ম্যাচে রাখেন ইয়ারজান বেগম। চতুর্থ শটে ভারত সমতায় ফেরে। পঞ্চম শটে বাংলাদেশকে এগিয়ে দেন সাথী মুন্ডা। টিকে থাকতে হলে শেষ শটে গোল করতেই হতো ভারতকে। তবে বাংলাদেশের গোলরক্ষক শেষ শট সেভ করায় ৩-২ ব্যবধানে শিরোপা জিতে নেয় বাংলাদেশ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১০